মুম্বই, 9 জুলাই: 12 জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা ৷ তাই অম্বানি পরিবারে এখন উৎসবের মেজাজ ৷ পরিবারের ছোট ছেলের বিয়েতে কোনও খামতি রাখতে নারাজ ৷ সদ্যই অম্বানিদের চোখ ধাঁধানো সঙ্গীত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ এবার রবিসন্ধ্যায় ছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের গায়ে হলুদ ৷ আর সেই উপলক্ষেই একে একে অতিথিরা আসতে শুরু করেছেন।
#WATCH | Actor Salman Khan attended Anant Ambani and Radhika Merchant's Haldi ceremony (08.07) pic.twitter.com/pES8KgxLhO
— ANI (@ANI) July 9, 2024
এর আগে তাঁদের সঙ্গীতের নানা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ কখনও দেখা যাচ্ছে জনপ্রিয় ক্যানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার মঞ্চ মাতাচ্ছেন ৷ আবার কখনও নাচে-গানে মিশে গিয়েছে বলি ও খেল দুনিয়া ৷ সঙ্গীত ও গায়ে হলুদের মাঝে গৃহ শান্তি পুজো করান নীতা ও মুকেশ অম্বানি ৷ সেই অনুষ্ঠানে রাধিকা একটি ক্রিম এবং ছোট পাথরের কাজ করা সোনালি রংয়ের শাড়ি পরেছিলেন ৷ আর তাতে বেশ নজর কেড়েছিলেন হবু কনে ৷ অন্যদিকে, অনন্ত সোনালি জ্যাকেট লাল কুর্তার উপর চাপিয়েছিলেন ৷
#JanhviKapoor looks gorgeous at #AnantAmbani and #RadhikaMerchant’s haldi ceremony. ✨#FilmfareLens pic.twitter.com/wmeo2VFZKZ
— Filmfare (@filmfare) July 8, 2024
এরপরই গতকাল থেকে হলদি সেরেমনির আয়োজন করা হয় ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি ও তাঁর ছেলে আকাশ অম্বানি একসঙ্গে কুর্তা-পাজামার সেট পরে বাবা ও ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন ৷
The handsome #RanveerSingh was photographed at #AnantAmbani and #RadhikaMerchant’s haldi ceremony. ✨#FilmfareLens pic.twitter.com/6ci0AU4sFL
— Filmfare (@filmfare) July 8, 2024
সবার থেকে বেশি নজর কাড়েন নীতা অম্বানি। একটি সোনালি রংয়ের অ্যান্টিক চুড়িদারে তিনি যেন সকলকে ছাপিয়ে গিয়েছেন এদিন। সঙ্গে পরেছিলেন ম্যাচিং কানের, টিকলি। যেন একেবারে 'রাজরানি' ৷
হলদিতে আমন্ত্রিত ছিলেন, সলমন খান, রণবীর সিং, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, অরি, রাহুল বৈদ্য, দিশা পারমাররা ৷
The lovely #SaraAliKhan was photographed at #AnantAmbani and #RadhikaMerchant’s haldi ceremony. ✨#FilmfareLens pic.twitter.com/GARKTf1QGW
— Filmfare (@filmfare) July 8, 2024
এছাড়াও উদিত নারায়ণ, এবং মানুষী চিল্লর-সহ বেশ কয়েকজন বলিউড তারকারাও গায়েহলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শোনা গিয়েছে, রণবীর সিং হলদি সেরেমনিতে নাচও করবেন ৷
The handsome #ArjunKapoor was photographed at #AnantAmbani and #RadhikaMerchant’s haldi ceremony. ✨#FilmfareLens pic.twitter.com/WCvKuhuJDi
— Filmfare (@filmfare) July 8, 2024
তবে এদিন কেমন বেশে ধরা দিয়েছিলেন অনন্ত এবং রাধিকা, সেটা এখনও জানা যায়নি। 12 জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের জমকালো বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন অধ্যায় শুরুর অপেক্ষা তাঁরা ৷
#AnanyaPanday looks lovely at #AnantAmbani and #RadhikaMerchant’s haldi ceremony. ✨#FilmfareLens pic.twitter.com/Ip4sAoMs5u
— Filmfare (@filmfare) July 8, 2024