ETV Bharat / entertainment

ছেলের বিয়েতে গান্ধি পরিবারকে আমন্ত্রণ মুকেশ আম্বানির, খোঁচা নেটিজেনদের - Anant Radhika Wedding

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 7:53 PM IST

Sonia Gandhi invited by Mukesh Ambani: 'আম্বানি গোষ্ঠী' 'দুর্নীতিপরায়ণ' বলে তোপ দাগেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ সেই গান্ধি পরিবারকেই ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে আমন্ত্রণ জানালেন বাবা মুকেশ আম্বানি ৷ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির বাড়িতে নিজে গিয়ে দিলেন বিয়ের কার্ড ৷ আমন্ত্রণ রক্ষা করবে কী গান্ধি পরিবার? প্রশ্ন নেটিজেনদের ৷

Sonia Gandhi invited by Mukesh Ambani
গান্ধি পরিবারকে আমন্ত্রণ মুকেশ আম্বানির (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 4 জুলাই: দিল্লির 10 জনপথে পৌঁছল বিয়ের কার্ড ৷ সুসজ্জিত বিয়ের কার্ড দেখে মুখে চওড়া হাসি প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির ঠোঁটে ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ছেলে অনন্তের বিয়েতে আমন্ত্রণ জানালেন কংগ্রেস নেত্রীকে ৷ এই খবর সামনে আসতেই নেটপাড়ায় মজাদার মন্তব্যের ঝড় ৷

বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই একটি ভিডিয়ো আপলোড করে ৷ সেখানে দেখা যায়, শিল্পপতি মুকেশ আম্বানি দিল্লির 10 জনপথ রোডে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির বাড়িতে গিয়েছেন ৷ 12 জুলাই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হবেন শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে ৷ কংগ্রেস নেত্রীকে ছেলের বিয়ের আমন্ত্রণ জানাতেই সেখানে মুকেশ আম্বানি তাঁর বাসভবনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ এই খবর সামনে আসার পরেই তুমুল আলোচনা শুরু হয় নেটপাড়ায় ৷ কেউ লিখেছেন "গান্ধি পরিবারের কাছাকাছি আসার চেষ্টা করছে আম্বানি পরিবার ৷"

আবার কেউ লিখেছেন, "সোনিয়া-রাহুল কি করে আম্বানিদের বাড়িতে প্রবেশ করতে দিল? আম্বানিরা দুর্নীতিগ্রস্ত বলে বারবার তোপ দাগা হয় ৷ তাহলে আমন্ত্রণ পত্র কেন নিল? দুমুখো মানুষ!" যদিও এর সমর্থনেও মন্তব্য করেছেন নেটিজেনরা ৷ একজন লিখেছেন, "দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বদে যে কোনও রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি খুবই সাধারণ ৷"

প্রসঙ্গত, বুধবার থেকেই বিয়ের নানারকম আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৷ 12 তারিখ বিয়ের পর 13 তারিখ রয়েছে আশীর্বাদ অনুষ্ঠান ৷ এরপর মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশন রয়েছে 14 জুলাই ৷ দেশ-বিদেশের একাধিক তারকা এই বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন বলে খবর ৷ সেই তালিকায় রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি থাকেন কি না, সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 4 জুলাই: দিল্লির 10 জনপথে পৌঁছল বিয়ের কার্ড ৷ সুসজ্জিত বিয়ের কার্ড দেখে মুখে চওড়া হাসি প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির ঠোঁটে ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ছেলে অনন্তের বিয়েতে আমন্ত্রণ জানালেন কংগ্রেস নেত্রীকে ৷ এই খবর সামনে আসতেই নেটপাড়ায় মজাদার মন্তব্যের ঝড় ৷

বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই একটি ভিডিয়ো আপলোড করে ৷ সেখানে দেখা যায়, শিল্পপতি মুকেশ আম্বানি দিল্লির 10 জনপথ রোডে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির বাড়িতে গিয়েছেন ৷ 12 জুলাই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হবেন শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে ৷ কংগ্রেস নেত্রীকে ছেলের বিয়ের আমন্ত্রণ জানাতেই সেখানে মুকেশ আম্বানি তাঁর বাসভবনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ এই খবর সামনে আসার পরেই তুমুল আলোচনা শুরু হয় নেটপাড়ায় ৷ কেউ লিখেছেন "গান্ধি পরিবারের কাছাকাছি আসার চেষ্টা করছে আম্বানি পরিবার ৷"

আবার কেউ লিখেছেন, "সোনিয়া-রাহুল কি করে আম্বানিদের বাড়িতে প্রবেশ করতে দিল? আম্বানিরা দুর্নীতিগ্রস্ত বলে বারবার তোপ দাগা হয় ৷ তাহলে আমন্ত্রণ পত্র কেন নিল? দুমুখো মানুষ!" যদিও এর সমর্থনেও মন্তব্য করেছেন নেটিজেনরা ৷ একজন লিখেছেন, "দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বদে যে কোনও রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি খুবই সাধারণ ৷"

প্রসঙ্গত, বুধবার থেকেই বিয়ের নানারকম আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৷ 12 তারিখ বিয়ের পর 13 তারিখ রয়েছে আশীর্বাদ অনুষ্ঠান ৷ এরপর মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশন রয়েছে 14 জুলাই ৷ দেশ-বিদেশের একাধিক তারকা এই বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন বলে খবর ৷ সেই তালিকায় রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি থাকেন কি না, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.