ETV Bharat / entertainment

অমিতাভের মুকুটে আরও এক পালক, কী পুরস্কার পাচ্ছেন ? - Amitabh Bachchan Will be Awarded - AMITABH BACHCHAN WILL BE AWARDED

Amitabh Bachchan Will be Awarded: লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পেতে চলেছেন অমিতাভ বচ্চন ৷ সুরসম্রাজ্ঞীর পরিবারের তরফে এ কথা জানানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 12:39 PM IST

মুম্বই, 16 এপ্রিল: মেগাস্টার অমিতাভ বচ্চনকে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে মঙ্গেশকর পরিবার ৷ এই পরিবার এবং ট্রাস্ট লতা মঙ্গেশকরের স্মরণে এই পুরষ্কার দিয়ে থাকে ৷ 2022 সালের 6 ফেব্রুয়ারি প্রয়াত হন সুরসম্রাজ্ঞী ৷

81 বছরের বলিউড অভিনেতা আগামী 24 এপ্রিল থিয়েটার ও সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের স্মৃতি দিবসে এই স্বীকৃতি পাবেন । লতা দীনানাথ মঙ্গেশকর পুরষ্কার প্রতি বছর এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়, যিনি জাতি ও সমাজের প্রতি তাঁর বিশেষ অবদান রেখেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কারের প্রথম প্রাপক ৷ তারপরে 2023 সালে লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে এই পুরস্কার পান ।

মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীতশিল্পী এ আর রহমান মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাবেন । সমাজসেবার ক্ষেত্রে অবদানের জন্য অলাভজনক সংস্থা দীপস্তম্ভ ফাউন্ডেশন মনোবলকেও এই পুরস্কার প্রদান করা হবে ৷

অন্যদিকে, মালহার ও বজ্রেশ্বরী প্রযোজিত অষ্টবিনায়ক প্রকাশিতের 'গালিব' বছরের সেরা নাটক হিসেবে স্বীকৃতি পাবে । মারাঠি লেখক মঞ্জিরি ফাড়কে সাহিত্যে অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার (বাগবিলাসিনী পুরস্কার) পাবেন, আর অভিনেতা রণদীপ হুডা সিনেমায় অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হবেন । প্রবীণ অভিনেতা অশোক সরাফ এবং পদ্মিনী কোলহাপুরে সিনেমায় তাঁদের অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন ।

প্রাপকদের মধ্যে সঙ্গীত ক্ষেত্রে অবদানের জন্য রূপকুমার রাঠোড়, সম্পাদকীয় পরিষেবার জন্য ভাউ তোরসেকর এবং নাট্য ও নাটকের পরিষেবার জন্য অতুল পারচুরের নামও অন্তর্ভুক্ত রয়েছে । হৃদয়নাথ মঙ্গেশকর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং পুরস্কারপ্রাপ্তদের আশা ভোঁসলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

হৃদয়নাথ মঙ্গেশকর একটি অনুষ্ঠানে বলেছিলেন, "1943 সাল থেকে আমরা এই দিনটি উদযাপন করে আসছি । লতা দিদি আমাদের সঙ্গে নেই ৷ তবে তাঁর আশীর্বাদ এবং অনুপ্রেরণা আমাদের সঙ্গে রয়েছে । আমরা এটি উদযাপন করতে থাকব এবং আমরা আশা করছি যে, এই অনুষ্ঠান পরেও প্রতি বছর ঘটবে । আমরা সবাই 90 পেরিয়েছি, আমরা এই ট্রাস্ট দীনানাথ স্মৃতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি ৷"

গায়ক রূপকুমার রাঠোড় বলেছেন, দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাওয়া অস্কার বা গ্র্যামি ট্রফি পাওয়ার থেকেও বড় । তাঁর কথায়, "আমি গত 45 বছর ধরে সঙ্গীতের পথে রয়েছি । আমার কাছে এই পুরস্কার অস্কার বা গ্র্যামির থেকে কম নয়, এটা তার চেয়ে বড়... এটা অনেক জন্মের পর মুক্তি পাওয়ার মতো ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. সলমনের বাড়িতে শিন্ডে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
  2. ময়দান ছবিতে 'উপেক্ষিত' প্রশান্ত সিনহা, তথ্য বিকৃতির অভিযোগ পরিবারের
  3. প্রভাসকে সঙ্গী করে তেলুগু ফিল্মে যাত্রা শুরু হচ্ছে অক্ষয়ের, কোন ছবি ?

মুম্বই, 16 এপ্রিল: মেগাস্টার অমিতাভ বচ্চনকে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে মঙ্গেশকর পরিবার ৷ এই পরিবার এবং ট্রাস্ট লতা মঙ্গেশকরের স্মরণে এই পুরষ্কার দিয়ে থাকে ৷ 2022 সালের 6 ফেব্রুয়ারি প্রয়াত হন সুরসম্রাজ্ঞী ৷

81 বছরের বলিউড অভিনেতা আগামী 24 এপ্রিল থিয়েটার ও সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের স্মৃতি দিবসে এই স্বীকৃতি পাবেন । লতা দীনানাথ মঙ্গেশকর পুরষ্কার প্রতি বছর এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়, যিনি জাতি ও সমাজের প্রতি তাঁর বিশেষ অবদান রেখেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কারের প্রথম প্রাপক ৷ তারপরে 2023 সালে লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে এই পুরস্কার পান ।

মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীতশিল্পী এ আর রহমান মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাবেন । সমাজসেবার ক্ষেত্রে অবদানের জন্য অলাভজনক সংস্থা দীপস্তম্ভ ফাউন্ডেশন মনোবলকেও এই পুরস্কার প্রদান করা হবে ৷

অন্যদিকে, মালহার ও বজ্রেশ্বরী প্রযোজিত অষ্টবিনায়ক প্রকাশিতের 'গালিব' বছরের সেরা নাটক হিসেবে স্বীকৃতি পাবে । মারাঠি লেখক মঞ্জিরি ফাড়কে সাহিত্যে অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার (বাগবিলাসিনী পুরস্কার) পাবেন, আর অভিনেতা রণদীপ হুডা সিনেমায় অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হবেন । প্রবীণ অভিনেতা অশোক সরাফ এবং পদ্মিনী কোলহাপুরে সিনেমায় তাঁদের অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন ।

প্রাপকদের মধ্যে সঙ্গীত ক্ষেত্রে অবদানের জন্য রূপকুমার রাঠোড়, সম্পাদকীয় পরিষেবার জন্য ভাউ তোরসেকর এবং নাট্য ও নাটকের পরিষেবার জন্য অতুল পারচুরের নামও অন্তর্ভুক্ত রয়েছে । হৃদয়নাথ মঙ্গেশকর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং পুরস্কারপ্রাপ্তদের আশা ভোঁসলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

হৃদয়নাথ মঙ্গেশকর একটি অনুষ্ঠানে বলেছিলেন, "1943 সাল থেকে আমরা এই দিনটি উদযাপন করে আসছি । লতা দিদি আমাদের সঙ্গে নেই ৷ তবে তাঁর আশীর্বাদ এবং অনুপ্রেরণা আমাদের সঙ্গে রয়েছে । আমরা এটি উদযাপন করতে থাকব এবং আমরা আশা করছি যে, এই অনুষ্ঠান পরেও প্রতি বছর ঘটবে । আমরা সবাই 90 পেরিয়েছি, আমরা এই ট্রাস্ট দীনানাথ স্মৃতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি ৷"

গায়ক রূপকুমার রাঠোড় বলেছেন, দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাওয়া অস্কার বা গ্র্যামি ট্রফি পাওয়ার থেকেও বড় । তাঁর কথায়, "আমি গত 45 বছর ধরে সঙ্গীতের পথে রয়েছি । আমার কাছে এই পুরস্কার অস্কার বা গ্র্যামির থেকে কম নয়, এটা তার চেয়ে বড়... এটা অনেক জন্মের পর মুক্তি পাওয়ার মতো ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. সলমনের বাড়িতে শিন্ডে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
  2. ময়দান ছবিতে 'উপেক্ষিত' প্রশান্ত সিনহা, তথ্য বিকৃতির অভিযোগ পরিবারের
  3. প্রভাসকে সঙ্গী করে তেলুগু ফিল্মে যাত্রা শুরু হচ্ছে অক্ষয়ের, কোন ছবি ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.