মুম্বই, 16 এপ্রিল: মেগাস্টার অমিতাভ বচ্চনকে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে মঙ্গেশকর পরিবার ৷ এই পরিবার এবং ট্রাস্ট লতা মঙ্গেশকরের স্মরণে এই পুরষ্কার দিয়ে থাকে ৷ 2022 সালের 6 ফেব্রুয়ারি প্রয়াত হন সুরসম্রাজ্ঞী ৷
81 বছরের বলিউড অভিনেতা আগামী 24 এপ্রিল থিয়েটার ও সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের স্মৃতি দিবসে এই স্বীকৃতি পাবেন । লতা দীনানাথ মঙ্গেশকর পুরষ্কার প্রতি বছর এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়, যিনি জাতি ও সমাজের প্রতি তাঁর বিশেষ অবদান রেখেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কারের প্রথম প্রাপক ৷ তারপরে 2023 সালে লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে এই পুরস্কার পান ।
মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীতশিল্পী এ আর রহমান মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাবেন । সমাজসেবার ক্ষেত্রে অবদানের জন্য অলাভজনক সংস্থা দীপস্তম্ভ ফাউন্ডেশন মনোবলকেও এই পুরস্কার প্রদান করা হবে ৷
অন্যদিকে, মালহার ও বজ্রেশ্বরী প্রযোজিত অষ্টবিনায়ক প্রকাশিতের 'গালিব' বছরের সেরা নাটক হিসেবে স্বীকৃতি পাবে । মারাঠি লেখক মঞ্জিরি ফাড়কে সাহিত্যে অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার (বাগবিলাসিনী পুরস্কার) পাবেন, আর অভিনেতা রণদীপ হুডা সিনেমায় অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হবেন । প্রবীণ অভিনেতা অশোক সরাফ এবং পদ্মিনী কোলহাপুরে সিনেমায় তাঁদের অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন ।
প্রাপকদের মধ্যে সঙ্গীত ক্ষেত্রে অবদানের জন্য রূপকুমার রাঠোড়, সম্পাদকীয় পরিষেবার জন্য ভাউ তোরসেকর এবং নাট্য ও নাটকের পরিষেবার জন্য অতুল পারচুরের নামও অন্তর্ভুক্ত রয়েছে । হৃদয়নাথ মঙ্গেশকর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং পুরস্কারপ্রাপ্তদের আশা ভোঁসলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
হৃদয়নাথ মঙ্গেশকর একটি অনুষ্ঠানে বলেছিলেন, "1943 সাল থেকে আমরা এই দিনটি উদযাপন করে আসছি । লতা দিদি আমাদের সঙ্গে নেই ৷ তবে তাঁর আশীর্বাদ এবং অনুপ্রেরণা আমাদের সঙ্গে রয়েছে । আমরা এটি উদযাপন করতে থাকব এবং আমরা আশা করছি যে, এই অনুষ্ঠান পরেও প্রতি বছর ঘটবে । আমরা সবাই 90 পেরিয়েছি, আমরা এই ট্রাস্ট দীনানাথ স্মৃতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি ৷"
গায়ক রূপকুমার রাঠোড় বলেছেন, দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাওয়া অস্কার বা গ্র্যামি ট্রফি পাওয়ার থেকেও বড় । তাঁর কথায়, "আমি গত 45 বছর ধরে সঙ্গীতের পথে রয়েছি । আমার কাছে এই পুরস্কার অস্কার বা গ্র্যামির থেকে কম নয়, এটা তার চেয়ে বড়... এটা অনেক জন্মের পর মুক্তি পাওয়ার মতো ৷" (পিটিআই)
আরও পড়ুন: