মুম্বই, 20 মে: দেশজুড়ে চলছে পঞ্চম দফার নির্বাচন ৷ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে মেতেছেন বলি তারকারা ৷ সকাল থেকেই একে একে আঙুলে কালি দিয়েছেন বলিউডের 'এক সে বরকর এক' অভিনেতা-অভিনেত্রীরা ৷ দুপুর গড়িয়ে বিকেল গড়াতেই বুথকেন্দ্রে স্ত্রী-পুত্র-কন্য়াদের সঙ্গে নিয়ে ভোট দিলেন শাহরুখ খান ৷ খানিকপরই দেখা মিলল অমিতাভ বচ্চনের ৷ রোদচশমা পরে ঘরণী জয়ার হাত ধরে গাড়ি থেকে নেমে সোজা বুথকেন্দ্রে হাঁটা দিলেন ৷ ভোটদান করে গাড়িতে আগে স্ত্রী জয়াকে উঠিয়ে দিয়ে তারপর তিনি বাড়ির উদ্দেশে রওনা দিলেন ৷ ভোট দিয়ে বুথের বাইরে বেরিয়ে জনতার উদ্দেশে আঙুলে কালি দেওয়া দাগ দেখিয়ে পোজ দিলেন ৷ ঐশ্বর্য রাই বচ্চনও একইভাবে পাপারাজ্জিদের সামনে পোজ দিলেন ৷
দু'দিন আগেই সুপারস্টার শাহরুখ সোশাল মিডিয়ায় সচেতন নাগরিক হিসাবে ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন বাদশা। মনে করিয়েছিলেন ভারতীয় হওয়ার কর্তব্য। এদিন সপরিবারেই বান্দ্রার বিশেষ ভোটকেন্দ্রে পৌঁছেছিলেন নায়ক। এমনকী খুদে আব্রামও বাবা-মা ও দাদা,দিদির সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছন ৷ এর পাশাপাশি, সোমবার দিনভর জমিয়ে ভোট দিলেন বলিউডের তারকারা। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন থেকে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, করিনা-সইফ, ধর্মেন্দ্র, সলমন খানের বাবা সেলিম খান,সচিন তেন্ডুলকরদের নির্বাচনে সামিল হতে।
চলতি লোকসভা নির্বাচনেই আজ প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার। গত বছর স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পান খিলাড়ি। এদিন সকাল সকাল ভোট দিতে আসেন তিনি ৷ সোমবার পঞ্চম দফার নির্বাচনে মহারাষ্ট্রের 13টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় ৷ মোট 264 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন 2 কোটি 46 লক্ষেরও বেশি ভোটার ৷
আরও পড়ুন: