ETV Bharat / entertainment

ফের রামলালা দর্শনে অমিতাভ, পরিবারকে ছাড়া একাই গেলেন পুজো দিতে - রামমন্দিরে পুজো দিলেন অমিতাভ

Amitabh Bachchan: ফের রামমন্দিরে পুজো দিতে অযোধ্যা পৌঁছে গেলেন মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ রামলালা দর্শনের ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Amitabh Bachchan
রামমন্দিরে পুজো দিলেন বিগ বি
author img

By ANI

Published : Feb 9, 2024, 6:14 PM IST

অযোধ্যা, 9 ফেব্রুয়ারি: ফের রাম দরবারে অমিতাভ বচ্চন ৷ ভিড় এড়িয়ে শুক্রবার সকালে উত্তরপ্রদেশের অযোধ্যা মন্দিরে পৌঁছে যান শাহেনশা ৷ রামলালার দর্শন করেন তিনি ৷ মন্দির উদ্বোধনের এক সপ্তাহ পর ফের রামলালার আশীর্বাদ পেতে উপস্থিত অমিতাভ বচ্চন ৷ সেই ভিডিয়ো ও ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ছবিতে দেখা গিয়েছে, রামলালার সামনে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন শাহেনশা ৷ মন্দির প্রাঙ্গণে অনেকের সঙ্গে ছবিও তোলেন অভিনেতা ৷ 22 জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের ৷ বিটাউনের একাধিক তারকা উপস্থিত ছিলেন বিশেষ এই দিনের সাক্ষী থাকতে ৷ উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ব্যবসায়ী - জগতের বড় বড় নক্ষত্র ৷

গত মাসে রামলালার দর্শনের পর সোশাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন বিগ বি ৷ তিনি লেখেন, "আধ্যাত্মিক মনোভাবের সঙ্গে একটা সুন্দর দিন কাটালাম ৷ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর ফিরে এসেছি ৷ ফিরে এসেছি গর্ব ও এক অদ্ভুত বিশ্বাস নিয়ে ৷ রামলালার জন্মস্থান দর্শনলাভ অসাধারণ ৷ যা ভাষায় প্রকাশ করা যায় না ৷ আসলে বিশ্বাস কখনও লিখে প্রকাশ করা যায় না ৷"

উল্লেখ্য, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের কয়েকদিন আগেই জানা যায়, শাহেনশা অযোধ্যার কাছে 10 হাজার বর্গফুটের একটি জায়গা কিনেছেন ৷ খবরের সত্যতা স্বীকার করেন অযোধ্যার ডেভলপমেন্ট কোম্পানির রেজিস্ট্রার শান্তিভূষণ চৌবে ৷ তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "চুক্তি অনুসারে দুটি নথি জমা পড়েছে ৷ প্রথমটিতে বলা আছে, 10 হাজার বর্গফুটের প্লটটি 9 কোটি টাকায় বিক্রি হয়েছে ৷ দ্বিতীয় নথিটিতে ক্রেতা সম্পর্কে বলা রয়েছে ৷ ঘটনাচক্রে ওই ক্রেতা অমিতাভ বচ্চন ৷ তাঁর আইনজীবী রাকেশ দুবে অভিনেতার হয়ে 9 কোটি টাকার লেনদেন করেছেন ৷"

ছবির দিকে নজর দিলে দেখা যায়, সাই-ফাই অ্যাকশন-থ্রিলার ছবি 'কালকি 2898 এডি' ছবিতে প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷ 9 মে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এছাড়াও তাঁর হাতে রয়েছে কমল হাসান ও দিশা পাটানি অভিনীত কোর্টরুম ড্রামা 'সেকশন 84' ৷

আরও পড়ুন:

1. রিচা-আলির পরিবারে আসছে নতুন সদস্য, অভিনন্দন অনুরাগীদের

2. ভ্যালেন্টাইন সপ্তাহে প্রিয়জনের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া'

3. 'বাওয়ারচি'র রিমেক! পাঁচ দশক পর ফের পর্দায় হৃষিকেশের কালজয়ী ছবি

অযোধ্যা, 9 ফেব্রুয়ারি: ফের রাম দরবারে অমিতাভ বচ্চন ৷ ভিড় এড়িয়ে শুক্রবার সকালে উত্তরপ্রদেশের অযোধ্যা মন্দিরে পৌঁছে যান শাহেনশা ৷ রামলালার দর্শন করেন তিনি ৷ মন্দির উদ্বোধনের এক সপ্তাহ পর ফের রামলালার আশীর্বাদ পেতে উপস্থিত অমিতাভ বচ্চন ৷ সেই ভিডিয়ো ও ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ছবিতে দেখা গিয়েছে, রামলালার সামনে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন শাহেনশা ৷ মন্দির প্রাঙ্গণে অনেকের সঙ্গে ছবিও তোলেন অভিনেতা ৷ 22 জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের ৷ বিটাউনের একাধিক তারকা উপস্থিত ছিলেন বিশেষ এই দিনের সাক্ষী থাকতে ৷ উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ব্যবসায়ী - জগতের বড় বড় নক্ষত্র ৷

গত মাসে রামলালার দর্শনের পর সোশাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন বিগ বি ৷ তিনি লেখেন, "আধ্যাত্মিক মনোভাবের সঙ্গে একটা সুন্দর দিন কাটালাম ৷ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর ফিরে এসেছি ৷ ফিরে এসেছি গর্ব ও এক অদ্ভুত বিশ্বাস নিয়ে ৷ রামলালার জন্মস্থান দর্শনলাভ অসাধারণ ৷ যা ভাষায় প্রকাশ করা যায় না ৷ আসলে বিশ্বাস কখনও লিখে প্রকাশ করা যায় না ৷"

উল্লেখ্য, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের কয়েকদিন আগেই জানা যায়, শাহেনশা অযোধ্যার কাছে 10 হাজার বর্গফুটের একটি জায়গা কিনেছেন ৷ খবরের সত্যতা স্বীকার করেন অযোধ্যার ডেভলপমেন্ট কোম্পানির রেজিস্ট্রার শান্তিভূষণ চৌবে ৷ তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "চুক্তি অনুসারে দুটি নথি জমা পড়েছে ৷ প্রথমটিতে বলা আছে, 10 হাজার বর্গফুটের প্লটটি 9 কোটি টাকায় বিক্রি হয়েছে ৷ দ্বিতীয় নথিটিতে ক্রেতা সম্পর্কে বলা রয়েছে ৷ ঘটনাচক্রে ওই ক্রেতা অমিতাভ বচ্চন ৷ তাঁর আইনজীবী রাকেশ দুবে অভিনেতার হয়ে 9 কোটি টাকার লেনদেন করেছেন ৷"

ছবির দিকে নজর দিলে দেখা যায়, সাই-ফাই অ্যাকশন-থ্রিলার ছবি 'কালকি 2898 এডি' ছবিতে প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷ 9 মে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এছাড়াও তাঁর হাতে রয়েছে কমল হাসান ও দিশা পাটানি অভিনীত কোর্টরুম ড্রামা 'সেকশন 84' ৷

আরও পড়ুন:

1. রিচা-আলির পরিবারে আসছে নতুন সদস্য, অভিনন্দন অনুরাগীদের

2. ভ্যালেন্টাইন সপ্তাহে প্রিয়জনের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া'

3. 'বাওয়ারচি'র রিমেক! পাঁচ দশক পর ফের পর্দায় হৃষিকেশের কালজয়ী ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.