ETV Bharat / entertainment

বিটাউনে পার 55 বছর, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলিউড শাহেনশার - Artificial Intelligence

Big B marked his 55 years in movies: হিন্দি ছবির জগতে 55 বছর সম্পন্ন করলেন বিগবি অমিতাভ বচ্চন ৷ সোশাল মিডিয়ায় দর্শকদের প্রতি জানালেন কৃতজ্ঞতা ৷

Etv Bharat
বিটাউনে 55 বছর পার শাহেনশা অমিতাভের
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 12:43 PM IST

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: 1969 সালে মুক্তি পাওয়া প্রথম ছবি 'সাত হিন্দুস্তানি' মুখ থুবড়ে পড়লেও অভিনেতার ঝুলিতে এসেছিল প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ সেই শুরু সিনে পর্দার জার্নি ৷ দেখতে দেখতে রূপোলি পর্দায় 55টা বছর কাটিয়ে ফেললেন বলিউডের শাহেনশা তথা অমিতাভ বচ্চন ৷

রীস্তে ম্যায় তিনি সকলের বাপ, যেখানে দাঁড়িয়ে পড়েন লাইন শুরু হয় সেখান থেকেই ৷ তিনি নান আদার দ্যান বিগ বি ৷ 55 বছরের সিনে জার্নির মুহূর্ত সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অমিতাভ ৷ নিজের একটি আর্টিফিসিয়াল ছবি দিয়ে ফিল্ম ইন্ডাষ্ট্রির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহেনশা ৷ ক্যাপশনে লিখেছেন, "বিশ্ব সিনেমার জগতে অসাধারণ 55 বছর ৷ আর এআই আমাকে দিয়েছে সেই জার্নি ব্যাখ্যা ৷" বিজয় দীননাথ চৌহানের এই সফরে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে শ্বেতা বচ্চন, বলিউড তারকা মৌনি রয়, কুণাল কাপুর, সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি অনুরাগীরাও ৷

রিয়েলিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে একবার প্রথম ছবি সাত হিন্দুস্তানি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেতা অমিতাভ ৷ তিনি জানিয়েছিলেন, কীভাবে খাজা আহমেদ আব্বাস তাঁকে শুটিংয়ের অ-আ শিখিয়েছিলেন ৷ কীভাবে পরিচালক বাবা হরিবংশ রাই বচ্চনের কাছ থেকে সম্মতি নিয়েছিলেন অমিতাভকে ফিল্ম ইন্ডাষ্ট্রিতে আনার জন্য ৷ সেদিনের 'অ্যাংরি ইয়ং ম্যান' আজও তাবড় তাবড় অভিনেতার সামনে দাঁড়িয়ে বলার ক্ষমতা রাখেন, 'বুঢ্ঢা হোগা তেরা বাপ' ৷

81 বছরের অমিতাভ আজও সমান তালে বিনোদন দুনিয়া মাতিয়ে রেখেছেন ৷ একের পর এক ছবি তিনি উপহার দিয়ে চলেছেন অনুরাগী তথা দর্শকদের ৷ সম্প্রতি তিনি শেষ করেছেন কৌন বনেগা ক্রোড়পতি রিয়েলিটি শোয়ের শুটিং ৷ বর্তমানে তিনি ব্যস্ত আছেন নাগ অশ্বিন পরিচালত 'কালকি 2898 এডি' ছবির শুটিংয়ে ৷ এছাড়াও হাতে রয়েছে রজনীকান্তের সঙ্গে ভেটাইয়া ছবি ৷ অমিতাভ বচ্চনের শেষ মুক্তি পাওয়া ছবি অয়ন চক্রবর্তী পরিচালিত 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা', 'গুডবাই' ও 'উঁচাই' ৷

আরও পড়ুন:

1. 'আমাদের সবাইকেই ফেস ম্যাপিংয়ের শিকার হতে হচ্ছে', এআই নিয়ে উদ্বিগ্ন অমিতাভ

2. 19 বছর পর ডিজিটালে সঞ্জয়লীলা বনশালির 'ব্ল্যাক' ম্যাজিক

3. ফের রামলালা দর্শনে অমিতাভ, পরিবারকে ছাড়া একাই গেলেন পুজো দিতে

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: 1969 সালে মুক্তি পাওয়া প্রথম ছবি 'সাত হিন্দুস্তানি' মুখ থুবড়ে পড়লেও অভিনেতার ঝুলিতে এসেছিল প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ সেই শুরু সিনে পর্দার জার্নি ৷ দেখতে দেখতে রূপোলি পর্দায় 55টা বছর কাটিয়ে ফেললেন বলিউডের শাহেনশা তথা অমিতাভ বচ্চন ৷

রীস্তে ম্যায় তিনি সকলের বাপ, যেখানে দাঁড়িয়ে পড়েন লাইন শুরু হয় সেখান থেকেই ৷ তিনি নান আদার দ্যান বিগ বি ৷ 55 বছরের সিনে জার্নির মুহূর্ত সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অমিতাভ ৷ নিজের একটি আর্টিফিসিয়াল ছবি দিয়ে ফিল্ম ইন্ডাষ্ট্রির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহেনশা ৷ ক্যাপশনে লিখেছেন, "বিশ্ব সিনেমার জগতে অসাধারণ 55 বছর ৷ আর এআই আমাকে দিয়েছে সেই জার্নি ব্যাখ্যা ৷" বিজয় দীননাথ চৌহানের এই সফরে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে শ্বেতা বচ্চন, বলিউড তারকা মৌনি রয়, কুণাল কাপুর, সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি অনুরাগীরাও ৷

রিয়েলিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে একবার প্রথম ছবি সাত হিন্দুস্তানি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেতা অমিতাভ ৷ তিনি জানিয়েছিলেন, কীভাবে খাজা আহমেদ আব্বাস তাঁকে শুটিংয়ের অ-আ শিখিয়েছিলেন ৷ কীভাবে পরিচালক বাবা হরিবংশ রাই বচ্চনের কাছ থেকে সম্মতি নিয়েছিলেন অমিতাভকে ফিল্ম ইন্ডাষ্ট্রিতে আনার জন্য ৷ সেদিনের 'অ্যাংরি ইয়ং ম্যান' আজও তাবড় তাবড় অভিনেতার সামনে দাঁড়িয়ে বলার ক্ষমতা রাখেন, 'বুঢ্ঢা হোগা তেরা বাপ' ৷

81 বছরের অমিতাভ আজও সমান তালে বিনোদন দুনিয়া মাতিয়ে রেখেছেন ৷ একের পর এক ছবি তিনি উপহার দিয়ে চলেছেন অনুরাগী তথা দর্শকদের ৷ সম্প্রতি তিনি শেষ করেছেন কৌন বনেগা ক্রোড়পতি রিয়েলিটি শোয়ের শুটিং ৷ বর্তমানে তিনি ব্যস্ত আছেন নাগ অশ্বিন পরিচালত 'কালকি 2898 এডি' ছবির শুটিংয়ে ৷ এছাড়াও হাতে রয়েছে রজনীকান্তের সঙ্গে ভেটাইয়া ছবি ৷ অমিতাভ বচ্চনের শেষ মুক্তি পাওয়া ছবি অয়ন চক্রবর্তী পরিচালিত 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা', 'গুডবাই' ও 'উঁচাই' ৷

আরও পড়ুন:

1. 'আমাদের সবাইকেই ফেস ম্যাপিংয়ের শিকার হতে হচ্ছে', এআই নিয়ে উদ্বিগ্ন অমিতাভ

2. 19 বছর পর ডিজিটালে সঞ্জয়লীলা বনশালির 'ব্ল্যাক' ম্যাজিক

3. ফের রামলালা দর্শনে অমিতাভ, পরিবারকে ছাড়া একাই গেলেন পুজো দিতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.