হায়দরাবাদ, 14 ডিসেম্বর: পদপিষ্টের মামলায় শুক্রবার গ্রেফতার হন আল্লু অর্জুন ৷ তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত ৷ কিন্তু এদিনই তাঁর জামিন মঞ্জুর করে তেলেঙ্গানা হাইকোর্ট ৷ তবুও একরাত জেলে কাটতে হয় দক্ষিণের সুপারস্টারকে ৷ শনিবার সকালে জেল থেকে ছাড়া পান 'পুষ্পা' ৷
সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার হন অভিনেতা আল্লু অর্জুন ৷ নামপল্লি আদালত তাঁকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ৷ এরপর মামলা গড়ায় হাইকোর্টে ৷ এদিন বিকেলে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় তেলেঙ্গানা হাইকোর্ট ৷ কিন্তু জামিনের কাগজ হাতে না-পাওয়ায় শুক্রবার রাতে চঞ্চলগুডা সেন্ট্রাল জেলেই রাত কাটাতে হয় তাঁকে ৷ শনিবার সকালে জামিনের সমস্ত নথি হাতে পাওয়ার পর 'পুষ্পারাজ'কে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ ৷
গত বুধবার অর্থাৎ 4 ডিসেম্বর সন্ধ্যা হলে 'পুষ্পা 2: দ্য রুল'-এর স্ক্রিনিংয়ের সময় অভিনেতাকে দেখার হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয় ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁর ছেলেকে ৷ সেই ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ ৷ শুক্রবার তাঁকে গ্রেফতার করে চিক্কাডপল্লী থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে অভিনেতার শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সেকেন্দ্রাবাদ গান্ধি হাসপাতালে ৷
শুক্রবার নামপল্লি নিম্ন আদালতে বিকেল সাড়ে চারটের সময় মামলার শুনানি শুরু হয় ৷ শুনানির শেষে অভিনেতাকে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷ শুক্রবার নিম্ন আদালতের রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই অভিনেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট ৷ সেই সঙ্গে, মামলার পরবর্তী শুনানির দিন 2025 সালের 21 জানুয়ারি ধার্য করে আদালত ৷
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার গ্রেফতারকে কেন্দ্র করে শুক্রবার শুরু হয় রাজনৈতিক তরজা ৷ তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে বিজেপি ও বিআরএস ৷ তবে, মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি স্পষ্ট জানান, আইন সকলের জন্য সমান ৷ এই আবহে, মৃত মহিলার স্বামী ভাস্কর জানান, পদপিষ্টের ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যুতে অভিনেতা আল্লু অর্জুনের কোনও দোষ নেই ৷ তিনি জানান, তাঁর স্ত্রী 'পুষ্পা 2: দ্য রুল' দেখতে চেয়েছিলেন ৷ সেই কারণে তাঁরা সন্ধ্যা প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ৷ একইসঙ্গে তিনি অভিযোগ তুলে নেওয়ারও ইচ্ছেপ্রকাশও করেন ৷