ETV Bharat / entertainment

আর অপেক্ষা নয়, 'পুষ্পা 2' মুক্তি কবে ? জানালেন আল্লু অর্জুন - Pushpa 2 The Rule new release date - PUSHPA 2 THE RULE NEW RELEASE DATE

Pushpa 2 New Release Date: 'পুষ্পা' অনুরাগীদের জন্য বিগ ব্রেকিং ৷ সোমবার রাতে জানা গেল, কবে মুক্তি পাবে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওয়াদ ফাসিল অভিনীত 'পুষ্পা 2' ৷ নতুন বছর শুরুর আগে এর থেকে বড় উপহার আর কী হতে পারে ?

Pushpa 2 New Release Date
'পুষ্পা 2' মুক্তির নতুন তারিখ প্রকাশ্যে (ইন্সটাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 9:56 PM IST

হায়দরাবাদ, 17 জুন: দর্শকদের হতাশ করেছিলেন আগেই ৷ মুক্তির তারিখ পিছিয়ে পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন অনেক অনুরাগীর মন ভেঙেছেন ৷ তবে সোমবার রাতে আহত মনে প্রলেপ লাগালেন ছবির নির্মাতারা ৷ 'পুষ্পা 2' সিনেপর্দায় রাজ করতে কবে আসছে, জানিয়ে দেওয়া হল ছবি মুক্তির তারিখ ৷

এদিন আল্লু অর্জুন সোশাল মিডিয়ায় নতুন একটি পোস্টার শেয়ার করেন ৷ যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সেই পোস্টারে বড় বড় করে লিখে দেওয়া হয় 6 ডিসেম্বর 2024 ৷ অর্থাৎ বড়দিনের আগে সিনেপর্দা কাঁপাতে আসছেন আল্লু অর্জুন ৷ এদিন পোস্টে লেখা হয়, "ভারতীয় সিনেমায় অন্য মাত্রা যোগ করতে আসছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ 'পুষ্পা: দ্য রাইজ'-এর সুপার সাকসেসের পর ভালো ছবি দর্শকদের উপহার দেওয়ার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে ৷"

পোস্টে আরও লেখা হয়, "আমরা ভীষণ চেষ্টা করছি সঠিক সময়ে এই ছবি মুক্তি দেওয়ার ৷ কিন্তু ছবির বেশ কিছু অংশের শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় 15 অগস্ট পুষ্পা মুক্তি পাচ্ছে না ৷ সিদ্ধান্তটি ছবির ভালোর জন্যই নেওয়া হয়েছে ৷ যাতে সিনেমা হলে দর্শকরা গেলে বিনোদনের আনন্দ নিতে পারেন ৷ ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় এই ছবির গান ও টিজার দর্শক মনে জায়গা করে নিয়েছে ৷ পুষ্পা 2: দ্য রুল ৷ ওয়ার্ল্ডওয়াইড মুক্তি পাবে চলতি বছরের 6 ডিসেম্বর ৷"

সুকুমার পরিচালিত 'পুষ্পা' 2021-এর ডিসেম্বরে মুক্তি পায় ৷ একজন সাধারণ কর্মচারী থেকে চন্দন কাঠ পাচারকারী হিসাবে পুষ্পারাজের অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ আল্লু ছাড়াও রশ্মিকা মন্দানা, ফাওয়াদ ফাসিলকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ ছবিতে রশ্মিকা চরিত্রের নাম ছিল 'শ্রীভল্লি' অন্যদিকে ফাওয়াদকে দেখা গিয়েছে পুলিশ অফিসার ভানর সিং শেখাওয়াতের চরিত্রে ৷ যার সঙ্গে মুখোমুখি দ্বন্দ্বে নামেন পুষ্পা ৷ তারপর কী হয়, সেই কাহিনি এগিয়েছে 'পুষ্পা: দ্য রুল' ছবিতে ৷

হায়দরাবাদ, 17 জুন: দর্শকদের হতাশ করেছিলেন আগেই ৷ মুক্তির তারিখ পিছিয়ে পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন অনেক অনুরাগীর মন ভেঙেছেন ৷ তবে সোমবার রাতে আহত মনে প্রলেপ লাগালেন ছবির নির্মাতারা ৷ 'পুষ্পা 2' সিনেপর্দায় রাজ করতে কবে আসছে, জানিয়ে দেওয়া হল ছবি মুক্তির তারিখ ৷

এদিন আল্লু অর্জুন সোশাল মিডিয়ায় নতুন একটি পোস্টার শেয়ার করেন ৷ যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সেই পোস্টারে বড় বড় করে লিখে দেওয়া হয় 6 ডিসেম্বর 2024 ৷ অর্থাৎ বড়দিনের আগে সিনেপর্দা কাঁপাতে আসছেন আল্লু অর্জুন ৷ এদিন পোস্টে লেখা হয়, "ভারতীয় সিনেমায় অন্য মাত্রা যোগ করতে আসছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ 'পুষ্পা: দ্য রাইজ'-এর সুপার সাকসেসের পর ভালো ছবি দর্শকদের উপহার দেওয়ার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে ৷"

পোস্টে আরও লেখা হয়, "আমরা ভীষণ চেষ্টা করছি সঠিক সময়ে এই ছবি মুক্তি দেওয়ার ৷ কিন্তু ছবির বেশ কিছু অংশের শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় 15 অগস্ট পুষ্পা মুক্তি পাচ্ছে না ৷ সিদ্ধান্তটি ছবির ভালোর জন্যই নেওয়া হয়েছে ৷ যাতে সিনেমা হলে দর্শকরা গেলে বিনোদনের আনন্দ নিতে পারেন ৷ ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় এই ছবির গান ও টিজার দর্শক মনে জায়গা করে নিয়েছে ৷ পুষ্পা 2: দ্য রুল ৷ ওয়ার্ল্ডওয়াইড মুক্তি পাবে চলতি বছরের 6 ডিসেম্বর ৷"

সুকুমার পরিচালিত 'পুষ্পা' 2021-এর ডিসেম্বরে মুক্তি পায় ৷ একজন সাধারণ কর্মচারী থেকে চন্দন কাঠ পাচারকারী হিসাবে পুষ্পারাজের অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ আল্লু ছাড়াও রশ্মিকা মন্দানা, ফাওয়াদ ফাসিলকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ ছবিতে রশ্মিকা চরিত্রের নাম ছিল 'শ্রীভল্লি' অন্যদিকে ফাওয়াদকে দেখা গিয়েছে পুলিশ অফিসার ভানর সিং শেখাওয়াতের চরিত্রে ৷ যার সঙ্গে মুখোমুখি দ্বন্দ্বে নামেন পুষ্পা ৷ তারপর কী হয়, সেই কাহিনি এগিয়েছে 'পুষ্পা: দ্য রুল' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.