ETV Bharat / entertainment

মুক্তির আগেই বিপদ! 'পুষ্পা' টিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি - Allu Arjun Pushpa 2 release date - ALLU ARJUN PUSHPA 2 RELEASE DATE

Pushpa 2 New release Date: আল্লু অর্জুনের উপর ক্ষেপে গিয়েছেন অনুরাগীরা ৷ তাঁদের অনুভূতির সঙ্গে খেলা করা হচ্ছে বলে অভিযোগ ৷ এমনকী, দেওয়া হল আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ৷

Pushpa 2 New release Date
'পুষ্পা' টিমকে অনুরাগীদের হুঁশিয়ারি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 4:04 PM IST

হায়দরাবাদ, 18 জুন: পিছিয়ে যায় 'পুষ্পা 2: দ্য রুল' ছবি মুক্তির তারিখ ৷ সোমবার রাতেই সুকুমার পরিচালিত ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন আল্লু অর্জুন ৷ অগস্ট থেকে চার মাস পিছিয়ে ছবি মুক্তির তারিখ সামনে আসায় একদিকে যেমন বেশ কিছু অনুরাগী খুশি হয়েছেন ৷ তেমনই অনেকে আবারও হতাশ হয়েছেন ৷ সরাসরি আল্লু অর্জুনের বিরুদ্ধে অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি অনুরাগীদের একাংশের ৷

সোমবার রাত থেকেই সোশাল মিডিয়ায় আল্লু অর্জুনের 'পুষ্পা 2' মুক্তি নতুন তারিখ ও পোস্টার ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ এরপরেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় নেটিজেন ও অনুরাগীদের ৷ এক অনুরাগী লেখেন, " যে ছবি চলতি বছর জুনে মুক্তি পাওয়ার কথা ছিল সেটা কেন ডিসেম্বর পর্যন্ত পিছনো হল? নির্মাতারা কি আমাদের সঙ্গে মজা করছেন? দর্শকদের অনুভূতির সঙ্গে খেলা করা হচ্ছে ৷ পুষ্পা অনুরাগী কমিউনিটির পক্ষ থেকে আমি কোর্টে কেস করব ৷ যাতে এই ছবি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হয় ৷

আবার কেউ লিখেছেন, "হে ভগবান ৷ আবার কেন রিসিডিউল করা হল? আর কতবার এইভাবে ছবি মুক্তির তারিখ পরিবর্তন হবে? এটা ঠিক নয় ৷" আবার অনেক অনুরাগী পাশে দাঁড়িয়েছেন পুষ্পা টিমের ৷ তাঁরা বুঝেছেন, কেন ছবি মুক্তির তারিখ পিছনো হয়েছে ৷ এক অনুরাগী লিখেছেন, "বোঝা সম্ভব কেন পুষ্পা ছবির নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়েছেন ৷ প্রথমে স্বাধীনতা দিবসে ছবি মুক্তির দিন নির্ধারিত হয়েছিল ৷ পরে তা ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে যায় ৷ আশা করি, যখন এই ছবি মুক্তি পাবে তখন ব্লকব্লাস্টার হবে ৷"

উল্লেখ্য, সোমবার নতুন পোস্টার শেয়ার করে ইন্সটাগ্রাম পোস্টে লেখা হয়, "ভারতীয় সিনেমায় অন্য মাত্রা যোগ করতে আসছে পুষ্পা 2: দ্য রুল ৷ আমরা ভীষণ চেষ্টা করছি সঠিক সময়ে এই ছবি মুক্তি দেওয়ার ৷ কিন্তু ছবির বেশ কিছু অংশের শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় 15 অগস্ট পুষ্পা মুক্তি পাচ্ছে না ৷ ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় এই ছবির গান ও টিজার দর্শক মনে জায়গা করে নিয়েছে ৷" 'পুষ্পা 2: দ্য রুল' ৷ ওয়ার্ল্ডওয়াইড মুক্তি পাবে চলতি বছরের 6 ডিসেম্বর ৷

হায়দরাবাদ, 18 জুন: পিছিয়ে যায় 'পুষ্পা 2: দ্য রুল' ছবি মুক্তির তারিখ ৷ সোমবার রাতেই সুকুমার পরিচালিত ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন আল্লু অর্জুন ৷ অগস্ট থেকে চার মাস পিছিয়ে ছবি মুক্তির তারিখ সামনে আসায় একদিকে যেমন বেশ কিছু অনুরাগী খুশি হয়েছেন ৷ তেমনই অনেকে আবারও হতাশ হয়েছেন ৷ সরাসরি আল্লু অর্জুনের বিরুদ্ধে অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি অনুরাগীদের একাংশের ৷

সোমবার রাত থেকেই সোশাল মিডিয়ায় আল্লু অর্জুনের 'পুষ্পা 2' মুক্তি নতুন তারিখ ও পোস্টার ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ এরপরেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় নেটিজেন ও অনুরাগীদের ৷ এক অনুরাগী লেখেন, " যে ছবি চলতি বছর জুনে মুক্তি পাওয়ার কথা ছিল সেটা কেন ডিসেম্বর পর্যন্ত পিছনো হল? নির্মাতারা কি আমাদের সঙ্গে মজা করছেন? দর্শকদের অনুভূতির সঙ্গে খেলা করা হচ্ছে ৷ পুষ্পা অনুরাগী কমিউনিটির পক্ষ থেকে আমি কোর্টে কেস করব ৷ যাতে এই ছবি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হয় ৷

আবার কেউ লিখেছেন, "হে ভগবান ৷ আবার কেন রিসিডিউল করা হল? আর কতবার এইভাবে ছবি মুক্তির তারিখ পরিবর্তন হবে? এটা ঠিক নয় ৷" আবার অনেক অনুরাগী পাশে দাঁড়িয়েছেন পুষ্পা টিমের ৷ তাঁরা বুঝেছেন, কেন ছবি মুক্তির তারিখ পিছনো হয়েছে ৷ এক অনুরাগী লিখেছেন, "বোঝা সম্ভব কেন পুষ্পা ছবির নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়েছেন ৷ প্রথমে স্বাধীনতা দিবসে ছবি মুক্তির দিন নির্ধারিত হয়েছিল ৷ পরে তা ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে যায় ৷ আশা করি, যখন এই ছবি মুক্তি পাবে তখন ব্লকব্লাস্টার হবে ৷"

উল্লেখ্য, সোমবার নতুন পোস্টার শেয়ার করে ইন্সটাগ্রাম পোস্টে লেখা হয়, "ভারতীয় সিনেমায় অন্য মাত্রা যোগ করতে আসছে পুষ্পা 2: দ্য রুল ৷ আমরা ভীষণ চেষ্টা করছি সঠিক সময়ে এই ছবি মুক্তি দেওয়ার ৷ কিন্তু ছবির বেশ কিছু অংশের শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় 15 অগস্ট পুষ্পা মুক্তি পাচ্ছে না ৷ ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় এই ছবির গান ও টিজার দর্শক মনে জায়গা করে নিয়েছে ৷" 'পুষ্পা 2: দ্য রুল' ৷ ওয়ার্ল্ডওয়াইড মুক্তি পাবে চলতি বছরের 6 ডিসেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.