ETV Bharat / entertainment

তিন দশক পর কানের বড় পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় ছবি - Cannes 2024 - CANNES 2024

Payal Kapadia in Cannes 2024: 2024 সালের কান উৎসবে দেখানো হবে পায়েল কাপাডিয়া পরিচালিত 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ৷ পামে ডি'অর পুরস্কার জয়ের প্রতিযোগিতায় ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং আন্দ্রেয়া আর্নল্ডের মতো কিংবদন্তি পরিচালকদের সঙ্গে 30 বছর বয়সি পায়েলও রয়েছেন সেই তালিকায় ৷

Etv Bharat
কানে পামে ডি'অর পুরস্কার প্রতিযোগিতায় ভারতীয় ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 9:16 PM IST

হায়দরাবাদ, 12 এপ্রিল: 30 বছরে প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পেল কোনও ভারতীয় ছবি ৷ চলচ্চিত্র জগতকে গর্বিত করেছেন পরিচালক পায়েল কাপাডিয়া ৷ তাঁর পরিচালনায় অল উই ইমাজিন অ্যাজ লাইট পামে ডি'অর পুরস্কার জয়ের প্রতিযোগিতায় ভালো জায়গায় রয়েছে বলে জানা গিয়েছে ৷ এর আগে 1994 সালে শাজি এন কারুণের ছবি স্বয়ম জায়গা পেয়েছিল।

প্যারিসে একটি সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সভাপতি এবং সাধারণ-প্রতিনিধি আইরিস নব্লোচ এবং থিয়েরি ফ্রেমক্স খুশির এই খবর শেয়ার করেছেন সংবাদমাধ্যমের সঙ্গে ৷ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ কারণ, গতবারের প্রতিযোগিতায় তালিকায় ছিলেন সাতজন মহিলা ৷ এবার প্রতিযোগিতার দৌঁড়ে চার মহিলা পরিচালকের মধ্যে রয়েছেন পায়েলও ৷

কান ফিল্ম ফেস্টিভ্যালে পায়েল কাপাডিয়া আগেও নজর কেড়েছেন দর্শকদের ৷ তাঁর বানানো তথ্যচিত্র 'আ নাইট অফ নট নোয়িং নাথিং' ডকুমেন্টারি 2021 সালে ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে সেরা তথ্যচিত্র হিসাবে গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়েছেন। 2017 সালে, তাঁর ছবি আফটারনুন ক্লাউডস উৎসবের সিনেফোন্ডেশন বিভাগে প্রদর্শিত হয়েছিল ৷

ভারতীয় সিনে দুনিয়ায় পালমে ডি'অর-পুরস্কারের জন্য বর্তমানে পায়েল রয়েছেন পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং আন্দ্রেয়া আর্নল্ডের মতো খ্যাতনামা পরিচালকের সঙ্গে ৷ তাঁর এই ছবিটি ভারতীয় প্রযোজনা সংস্থার পাশাপাশি ফরাসি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত ৷ গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে, প্রভা ও অনু দুজন পরিযায়ী নার্সদের জীবনকে কেন্দ্র করে ৷ তাঁর জীবনের লড়াই আশা-আকাঙ্খাকে সুন্দর চিত্রপটে ফুটিয়ে তুলেছেন পরিচালক পায়েল ৷

এই বছর কানে ভারতীয় সিনেমার জন্য এটাই একমাত্র গর্বের বিষয় নয় ৷ সন্ধ্যা সুরির ডেবিউ ফিচার, সন্তোষ, আন সার্টেন রিগার্ড সেগমেন্টে প্রদর্শিত হবে, যা ব্রিটিশ-ভারতীয় সিনেমার জন্য একটি উল্লেখযোগ্য বিষয়। এর আগে কান চলচ্চিত্র উৎসবে 'নীচা নগর', 'আওয়ারা' ও 'গরম হাওয়া'-র মতো ছবি দাগ কেটেছিল ৷ এমনকী 1946 সালে মুক্তি পাওয়া চেতন আনন্দ পরিচালিত 'নীচা নগর' প্রথমবার আয়োজিত কান ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছিল পামে ডি'অর-এর মতো আন্তর্জাতিক পুরস্কার ৷ 78 বছর পর পামে ডি'অর পুরস্কার ভারতের ঝুলিতে আসে কি না, তা সময় বলবে ৷

আরও পড়ুন

1. ভক্ত-সমালোচকদের তারিফ সত্ত্বেও বক্স অফিসে ধীর সূচনা ময়দানের

2. সামনের বছরের ঈদ রিলিজের সুখবর দিলেন সলমন, কী ফিল্ম ?

3.কবে কোথায় বসছে 2025 সালে অস্কারের আসর, ঘোষণা হল দিনক্ষণ

হায়দরাবাদ, 12 এপ্রিল: 30 বছরে প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পেল কোনও ভারতীয় ছবি ৷ চলচ্চিত্র জগতকে গর্বিত করেছেন পরিচালক পায়েল কাপাডিয়া ৷ তাঁর পরিচালনায় অল উই ইমাজিন অ্যাজ লাইট পামে ডি'অর পুরস্কার জয়ের প্রতিযোগিতায় ভালো জায়গায় রয়েছে বলে জানা গিয়েছে ৷ এর আগে 1994 সালে শাজি এন কারুণের ছবি স্বয়ম জায়গা পেয়েছিল।

প্যারিসে একটি সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সভাপতি এবং সাধারণ-প্রতিনিধি আইরিস নব্লোচ এবং থিয়েরি ফ্রেমক্স খুশির এই খবর শেয়ার করেছেন সংবাদমাধ্যমের সঙ্গে ৷ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ কারণ, গতবারের প্রতিযোগিতায় তালিকায় ছিলেন সাতজন মহিলা ৷ এবার প্রতিযোগিতার দৌঁড়ে চার মহিলা পরিচালকের মধ্যে রয়েছেন পায়েলও ৷

কান ফিল্ম ফেস্টিভ্যালে পায়েল কাপাডিয়া আগেও নজর কেড়েছেন দর্শকদের ৷ তাঁর বানানো তথ্যচিত্র 'আ নাইট অফ নট নোয়িং নাথিং' ডকুমেন্টারি 2021 সালে ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে সেরা তথ্যচিত্র হিসাবে গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়েছেন। 2017 সালে, তাঁর ছবি আফটারনুন ক্লাউডস উৎসবের সিনেফোন্ডেশন বিভাগে প্রদর্শিত হয়েছিল ৷

ভারতীয় সিনে দুনিয়ায় পালমে ডি'অর-পুরস্কারের জন্য বর্তমানে পায়েল রয়েছেন পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং আন্দ্রেয়া আর্নল্ডের মতো খ্যাতনামা পরিচালকের সঙ্গে ৷ তাঁর এই ছবিটি ভারতীয় প্রযোজনা সংস্থার পাশাপাশি ফরাসি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত ৷ গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে, প্রভা ও অনু দুজন পরিযায়ী নার্সদের জীবনকে কেন্দ্র করে ৷ তাঁর জীবনের লড়াই আশা-আকাঙ্খাকে সুন্দর চিত্রপটে ফুটিয়ে তুলেছেন পরিচালক পায়েল ৷

এই বছর কানে ভারতীয় সিনেমার জন্য এটাই একমাত্র গর্বের বিষয় নয় ৷ সন্ধ্যা সুরির ডেবিউ ফিচার, সন্তোষ, আন সার্টেন রিগার্ড সেগমেন্টে প্রদর্শিত হবে, যা ব্রিটিশ-ভারতীয় সিনেমার জন্য একটি উল্লেখযোগ্য বিষয়। এর আগে কান চলচ্চিত্র উৎসবে 'নীচা নগর', 'আওয়ারা' ও 'গরম হাওয়া'-র মতো ছবি দাগ কেটেছিল ৷ এমনকী 1946 সালে মুক্তি পাওয়া চেতন আনন্দ পরিচালিত 'নীচা নগর' প্রথমবার আয়োজিত কান ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছিল পামে ডি'অর-এর মতো আন্তর্জাতিক পুরস্কার ৷ 78 বছর পর পামে ডি'অর পুরস্কার ভারতের ঝুলিতে আসে কি না, তা সময় বলবে ৷

আরও পড়ুন

1. ভক্ত-সমালোচকদের তারিফ সত্ত্বেও বক্স অফিসে ধীর সূচনা ময়দানের

2. সামনের বছরের ঈদ রিলিজের সুখবর দিলেন সলমন, কী ফিল্ম ?

3.কবে কোথায় বসছে 2025 সালে অস্কারের আসর, ঘোষণা হল দিনক্ষণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.