ETV Bharat / entertainment

রণবীরকে সবচেয়ে বড় ইচ্ছের কথা জানালেন আলিয়া, আবেগতাড়িত নেটিজেনরা - Alia Ranbir Marriage Anniversary - ALIA RANBIR MARRIAGE ANNIVERSARY

Alia-Ranbir 2nd Anniversary: বিয়ের দ্বিতীয় বার্ষিকী যাপন আলিয়া ভাট ও রণবীর কাপুরের ৷ বিশেষ দিনে হাবিকে বিশেষ বার্তা রণবীর ঘরণীর ৷ কী বললেন তিনি?

Alia-Ranbir 2nd Wedding Anniversary
বিয়ের দ্বিতীয় বার্ষিকী আলিয়া-রণবীরের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 12:58 PM IST

হায়দরাবাদ, 15 এপ্রিল: ওয়েস্টলাইফের 'আই ওয়ানা গ্রো ওল্ড উইথ ইউ...' গানটি শুনেছেন কখনও? ভালোবাসার মানুষের সঙ্গে জীবনের শেষদিন কাটানোর যে ইচ্ছে, প্রতিটা মুহূর্ত উপভোগের যে অনুভূতি, তাই যেন বলে যায় এই গান ৷ বিয়ের দ্বিতীয় বছরে পা দিয়ে সেই গানই ছুঁয়ে গেল অভিনেত্রী আলিয়া ভাটকে ৷ সোশাল মিডিয়ায় 'পার্টনার ইন ক্রাইম' রণবীর কাপুরকে দিলেন ভালোবাসার বার্তা ৷

14 এপ্রিল ছিল আলিয়া ভাট ও রণবীর কাপুরের দ্বিতীয় বিবাহবার্ষিকী ৷ রবিবার রাতে 'ব্রহ্মাস্ত্র' অভিনেত্রী দু'টি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷ প্রথম ছবিটিতে দেখা গিয়েছে সাদা-কালো মনোক্রোম ছবি ৷ অন্য ছবিটিতে দেখা গিয়েছে জনপ্রিয় চরিত্র কার্ল ও এলির ছবি ৷ যাঁরা অ্যানিমেটেড ছবি 'আপ' দেখেছেন তাঁদের কাছে এই চরিত্র ভীষণভাবে পরিচিতি ৷ এই দুটি ছবি দিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেত্রী ৷ বোঝাই যাচ্ছে, সাত পাঁকে বাধা পড়ার পর যে সফরনামা 'রণলিয়া' তৈরি করেছেন, তা যে দীর্ঘ থেকে দীর্ঘতর ৷ অর্থাৎ রণবীরকে সঙ্গে 'বুড়ি' হতে চান আলিয়া ৷ ছবির ক্যাপশনে লিখেছেন, " ভালোবাসার 2 বছর ৷ এইভাবেই পাশে থেকো আজ ও আজীবন ৷"

শাশুড়ি তথা অভিনেত্রী নীতু কাপুরও শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া-রণবীরকে ৷ তিনিও একটি আলিয়া-রণবীরের মিষ্টি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ লাল হৃদয়ের প্রতীকী ইমোজি ব্যবহার করে তারকা জুটিকে আশীর্বাদ করেছেন নীতু ৷ 2022 সালের 14 এপ্রিল কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে সারেন 'ব্রহ্মাস্ত্র' জুটি ৷ এরপরে সেই বছরের জুন মাসে আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন ৷

কেরিয়ারের দিক থেকে বলা যায়, রণবীরকে শেষ দেখা গিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবিতে ৷ রণবিজয় সিংয়ের চরিত্রে ব্যাপক প্রশংসিত হয়েছেন রণবীর ৷ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল 'অ্যানিম্যাল' ৷ ছবির সিক্যুয়েল যে আসবে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে ৷ 'অ্যানিম্যাল পার্ক' ছবির শুটিং যদিও এখনও শেষ হয়নি ৷ পাশাপাশি, রণবীরকে দেখা যাবে নীতিশ তিওয়ারির ড্রিম প্রোজেক্ট 'রামায়ণ' ছবিতেও ৷ যার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রণবীর ৷

আলিয়াকে দেখা যাবে ভাসান বালা পরিচালিত 'জিগরা' ছবিতে ৷ ছবির সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর ও আলিয়া ভাট স্বয়ং ৷ চলতি বছর 27 সেপ্টেম্বর 'জিগরা' মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি যশ চোপড়ার স্পাই ইউনিভার্স ছবিতেও দেখা যাবে আলিয়া ভাটকে ৷

আরও পড়ুন:

1. কেমন হল 'ময়দান'? ছবি দেখে রিভিউ দিলেন 'দাদা'

2. রক্মিণীর সোশাল প্রোফাইল হ্যাকড, নেপথ্যে কারা? ফাঁস গোপন তথ্য

3. অতিরিক্ত ওজন-খারাপ ফ্যাশন-ছবি ফ্লপ, বিদ্যার স্মৃতিতে আজও টাটকা 'দু:সময়'

হায়দরাবাদ, 15 এপ্রিল: ওয়েস্টলাইফের 'আই ওয়ানা গ্রো ওল্ড উইথ ইউ...' গানটি শুনেছেন কখনও? ভালোবাসার মানুষের সঙ্গে জীবনের শেষদিন কাটানোর যে ইচ্ছে, প্রতিটা মুহূর্ত উপভোগের যে অনুভূতি, তাই যেন বলে যায় এই গান ৷ বিয়ের দ্বিতীয় বছরে পা দিয়ে সেই গানই ছুঁয়ে গেল অভিনেত্রী আলিয়া ভাটকে ৷ সোশাল মিডিয়ায় 'পার্টনার ইন ক্রাইম' রণবীর কাপুরকে দিলেন ভালোবাসার বার্তা ৷

14 এপ্রিল ছিল আলিয়া ভাট ও রণবীর কাপুরের দ্বিতীয় বিবাহবার্ষিকী ৷ রবিবার রাতে 'ব্রহ্মাস্ত্র' অভিনেত্রী দু'টি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷ প্রথম ছবিটিতে দেখা গিয়েছে সাদা-কালো মনোক্রোম ছবি ৷ অন্য ছবিটিতে দেখা গিয়েছে জনপ্রিয় চরিত্র কার্ল ও এলির ছবি ৷ যাঁরা অ্যানিমেটেড ছবি 'আপ' দেখেছেন তাঁদের কাছে এই চরিত্র ভীষণভাবে পরিচিতি ৷ এই দুটি ছবি দিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেত্রী ৷ বোঝাই যাচ্ছে, সাত পাঁকে বাধা পড়ার পর যে সফরনামা 'রণলিয়া' তৈরি করেছেন, তা যে দীর্ঘ থেকে দীর্ঘতর ৷ অর্থাৎ রণবীরকে সঙ্গে 'বুড়ি' হতে চান আলিয়া ৷ ছবির ক্যাপশনে লিখেছেন, " ভালোবাসার 2 বছর ৷ এইভাবেই পাশে থেকো আজ ও আজীবন ৷"

শাশুড়ি তথা অভিনেত্রী নীতু কাপুরও শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া-রণবীরকে ৷ তিনিও একটি আলিয়া-রণবীরের মিষ্টি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ লাল হৃদয়ের প্রতীকী ইমোজি ব্যবহার করে তারকা জুটিকে আশীর্বাদ করেছেন নীতু ৷ 2022 সালের 14 এপ্রিল কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে সারেন 'ব্রহ্মাস্ত্র' জুটি ৷ এরপরে সেই বছরের জুন মাসে আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন ৷

কেরিয়ারের দিক থেকে বলা যায়, রণবীরকে শেষ দেখা গিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবিতে ৷ রণবিজয় সিংয়ের চরিত্রে ব্যাপক প্রশংসিত হয়েছেন রণবীর ৷ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল 'অ্যানিম্যাল' ৷ ছবির সিক্যুয়েল যে আসবে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে ৷ 'অ্যানিম্যাল পার্ক' ছবির শুটিং যদিও এখনও শেষ হয়নি ৷ পাশাপাশি, রণবীরকে দেখা যাবে নীতিশ তিওয়ারির ড্রিম প্রোজেক্ট 'রামায়ণ' ছবিতেও ৷ যার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রণবীর ৷

আলিয়াকে দেখা যাবে ভাসান বালা পরিচালিত 'জিগরা' ছবিতে ৷ ছবির সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর ও আলিয়া ভাট স্বয়ং ৷ চলতি বছর 27 সেপ্টেম্বর 'জিগরা' মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি যশ চোপড়ার স্পাই ইউনিভার্স ছবিতেও দেখা যাবে আলিয়া ভাটকে ৷

আরও পড়ুন:

1. কেমন হল 'ময়দান'? ছবি দেখে রিভিউ দিলেন 'দাদা'

2. রক্মিণীর সোশাল প্রোফাইল হ্যাকড, নেপথ্যে কারা? ফাঁস গোপন তথ্য

3. অতিরিক্ত ওজন-খারাপ ফ্যাশন-ছবি ফ্লপ, বিদ্যার স্মৃতিতে আজও টাটকা 'দু:সময়'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.