ETV Bharat / entertainment

'মেয়েরা কোথাও নিরাপদ নন...'; আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব আলিয়া-আয়ুষ্মান-পরিণীতি - Kolkata doctor rape murder

RG Kar doctor’s rape-murder: আরজি কর কাণ্ডে প্রতিবাদের ঝড় উঠেছে আরব সাগরের তীরেও ৷ আলিয়া ভাট থেকে আয়ুষ্মান খুরানা ন্যায় চেয়ে সোশাল মিডিয়ায় প্রতিবাদে সামিল সকলে ৷

RG Kar doctor’s rape-murder
আরজি কর কাণ্ডে প্রতিবাদ বলিউড তারকাদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 15, 2024, 10:34 AM IST

হায়দরাবাদ, 15 অগস্ট: স্বাধীনতার 78তম বছরেও মেয়েরা কী স্বাধীন? প্রদীপের নীচে অন্ধকার যেমন সেখানেই লুকিয়ে উত্তর ৷ আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার মধ্যরাত দখল নেন লাখো মহিলা ৷ মুম্বইয়ে বসে সেই প্রতিবাদে সামিল বলিউড তারকারাও ৷ পাশবিক ঘটনায় সোচ্চার হলেন আলিয়া ভাট, পরিণীতি চোপড়া থেকে আয়ুষ্মান খুরানা-সহ আরও অনেকে ৷

সোশাল মিডিয়ায় আলিয়া লেখেন, "আবারও একটা নারকীয় ধর্ষণ ৷ আরও একটা দিন মনে করালো যে মেয়েরা কোথাও নিরাপদ নন ৷ আরও একবার মনে করাল নির্ভয়া ট্রাজেডি ৷ মনে করাল দীর্ঘ সময় কেটে গেলেও কিছুই বদলায়নি ৷"

অভিনেত্রী রিচা চাড্ডা এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছেন স্বচ্ছ তদন্ত যাতে হয় ৷ তিনি বলেন, "এই দেশের মহিলারা আপনার কাছ থেকে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত আশা করেন ৷ বিচার ব্যবস্থা যাতে দ্রুত হয় সেটা দেখবেন দয়া করে ৷ একমাত্র আপনি একজন মহিলা যিনি মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য চালাচ্ছেন ৷"

প্রতিবাদী স্বর তুলেছেন স্বরা ভাস্করও ৷ তিনি লেখেন, "কলকাতায় পড়ুয়া ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনা ভয়ঙ্কর ৷ এই ধরনের ঘটনা আরও একবার মনে করায় সমাজ কীভাবে মহিলাদের ট্রিট করে ৷ উঠে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও নিকৃষ্ট পরিকাঠামো ব্যবস্থা ৷ এটা বেদনার যে আসলে ভারত মহিলাদের জন্য নয় ৷"

RG Kar doctor’s rape-murder
বিজয় বর্মার পোস্ট (সোশাল মিডিয়া)

সোশাল মিডিয়ায় প্রতিবাদী পোস্ট করেছেন বিজয় বর্মা, পরিণীতি চোপড়া, আয়ুষ্মান খুরানাও ৷ বিজয় লেখেন, "যাঁরা প্রতিবাদী তাঁদের রক্ষা করা উচিত ৷" পরিণীতি চোপড়া ইন্সটাগ্রাম স্টোরিতে নির্মম ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি লেখেন, "যদি এই লেখা পড়তে আপনার কষ্ট হয় তাহলে ভাবুন সেই মেয়েটার উপর কী নির্যাতন হয়েছে ! জঘন্য, ভয়ঙ্কর ৷ তাঁকে ফাঁসিতে ঝোলানে উচিত ৷"

অভিনেতা আয়ুষ্মান খুরানা একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে তিনি একটা কবিতা পড়ে শোনান, যার নাম কাশ মেঁ ভি লড়কি হোতি ৷ যেখানে মেয়েদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে কথা বলা হয়েছে ৷

RG Kar doctor’s rape-murder
পরিণীতি চোপড়ার পোস্ট (সোশাল মিডিয়া)

ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে ৷

RG Kar doctor’s rape-murder
সোনাক্ষী সিনহার পোস্ট (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 15 অগস্ট: স্বাধীনতার 78তম বছরেও মেয়েরা কী স্বাধীন? প্রদীপের নীচে অন্ধকার যেমন সেখানেই লুকিয়ে উত্তর ৷ আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার মধ্যরাত দখল নেন লাখো মহিলা ৷ মুম্বইয়ে বসে সেই প্রতিবাদে সামিল বলিউড তারকারাও ৷ পাশবিক ঘটনায় সোচ্চার হলেন আলিয়া ভাট, পরিণীতি চোপড়া থেকে আয়ুষ্মান খুরানা-সহ আরও অনেকে ৷

সোশাল মিডিয়ায় আলিয়া লেখেন, "আবারও একটা নারকীয় ধর্ষণ ৷ আরও একটা দিন মনে করালো যে মেয়েরা কোথাও নিরাপদ নন ৷ আরও একবার মনে করাল নির্ভয়া ট্রাজেডি ৷ মনে করাল দীর্ঘ সময় কেটে গেলেও কিছুই বদলায়নি ৷"

অভিনেত্রী রিচা চাড্ডা এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছেন স্বচ্ছ তদন্ত যাতে হয় ৷ তিনি বলেন, "এই দেশের মহিলারা আপনার কাছ থেকে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত আশা করেন ৷ বিচার ব্যবস্থা যাতে দ্রুত হয় সেটা দেখবেন দয়া করে ৷ একমাত্র আপনি একজন মহিলা যিনি মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য চালাচ্ছেন ৷"

প্রতিবাদী স্বর তুলেছেন স্বরা ভাস্করও ৷ তিনি লেখেন, "কলকাতায় পড়ুয়া ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনা ভয়ঙ্কর ৷ এই ধরনের ঘটনা আরও একবার মনে করায় সমাজ কীভাবে মহিলাদের ট্রিট করে ৷ উঠে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও নিকৃষ্ট পরিকাঠামো ব্যবস্থা ৷ এটা বেদনার যে আসলে ভারত মহিলাদের জন্য নয় ৷"

RG Kar doctor’s rape-murder
বিজয় বর্মার পোস্ট (সোশাল মিডিয়া)

সোশাল মিডিয়ায় প্রতিবাদী পোস্ট করেছেন বিজয় বর্মা, পরিণীতি চোপড়া, আয়ুষ্মান খুরানাও ৷ বিজয় লেখেন, "যাঁরা প্রতিবাদী তাঁদের রক্ষা করা উচিত ৷" পরিণীতি চোপড়া ইন্সটাগ্রাম স্টোরিতে নির্মম ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি লেখেন, "যদি এই লেখা পড়তে আপনার কষ্ট হয় তাহলে ভাবুন সেই মেয়েটার উপর কী নির্যাতন হয়েছে ! জঘন্য, ভয়ঙ্কর ৷ তাঁকে ফাঁসিতে ঝোলানে উচিত ৷"

অভিনেতা আয়ুষ্মান খুরানা একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে তিনি একটা কবিতা পড়ে শোনান, যার নাম কাশ মেঁ ভি লড়কি হোতি ৷ যেখানে মেয়েদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে কথা বলা হয়েছে ৷

RG Kar doctor’s rape-murder
পরিণীতি চোপড়ার পোস্ট (সোশাল মিডিয়া)

ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে ৷

RG Kar doctor’s rape-murder
সোনাক্ষী সিনহার পোস্ট (সোশাল মিডিয়া)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.