ETV Bharat / entertainment

বন্যপ্রাণ শিকারের সত্য ঘটনা নিয়ে আসছে 'পোচার', ট্রেলার লঞ্চে নজর কাড়লেন প্রযোজক আলিয়া - Poacher

Poacher trailer launch: বনের ভিতর ক্রমশ বেড়েই চলেছে বন্যপ্রাণী পাচারের মতো ঘটনা৷ পশুর চামড়া থেকে হাতির দাঁত, বাদ নেই কিছুই ৷ ভারতের সবচেয়ে বড় পাচার চক্রের ঘটনা ওটিটি-র পর্দায় ৷ মুক্তি পেল 'পোচার' ট্রেলার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Feb 15, 2024, 5:58 PM IST

মুম্বই, 15 ফেব্রুয়ারি: মুক্তি পেল ক্রাইম সিরিজ 'পোচার'-এর ট্রেলার ৷ বৃহস্পতিবার সিরিজের নির্মাতারা সোশাল মিডিয়ায় শেয়ার করেছে সেই ট্রেলার ৷ ইনস্টাগ্রামে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়ো ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লিখেছে, " ভারতের সবথেকে বড় ক্রাইম ব়্যাকেট এবার পর্দায় ৷ 'পোচার' দেখা যাবে প্রাইমে ৷ নতুন অ্যামাজন অরজিনাল ক্রাইম সিরিজ দেখা যাবে 23 ফেব্রুয়ারি থেকে ৷"

জানা গিয়েছে, পোচার প্রযোজনার দায়িত্বে রয়েছে অস্কারজয়ী সংস্থা কিউ এন্টারটেইনমেন্ট ৷ সিরিজ লিখেছেন এবং পরিচালনা করেছেন এমি অ্যাওয়ার্ডজয়ী পরিচালক রিচি মেহতা ৷ কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আলিয়া ভাট ৷ তিনি বলেন, "এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত ৷ বেআইনি পশু পাচারের মতো বড় ধরনের অপরাধ কীভাবে হয়ে থাকে, সেই গল্পই বলবে এই সিরিজ ৷ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এদিন নজর কাড়েন আলিয়া ৷ তাঁর পরনে ছিল নীল ও সবুজ রঙের প্যানস্যুট ৷ এদিন তিনি বলেন, "আমি আশা করছি, বন্যপ্রাণ সংরক্ষণ কেন করা উচিত, তা মানুষের জীবনে কীভাবে জড়িত, রিচি যেভাবে তা তুলে ধরেছে, তা সকলের ভালোলাগবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারে তুলে ধরা হয়েছে কীভাবে হাতি মেরে তা পাচার করা হয় ৷ জঙ্গলের ভিতর বেড়ে চলা একাধিক অপরাধ, পুলিশ প্রশাসনের ভূমিকা, চোরাশিকারীদের বেড়ে চলা উপদ্রব সবকিছুই তুলে ধরা হবে এই সিরিজে ৷ কীভাবে হাতিদের মেতে সেই দাঁত পাচার করা হয় নিঃশব্দে সেই করুণ অথচ সত্য কাহিনী তুলে ধরবে আমাজন প্রাইমের আসন্ন এই সিরিজ ৷ দিনের পর দিনের বন্য হাতিদের প্রতি এই অন্যায়-অত্যাচার বন্ধ হবে কি? দোষীরা কি শাস্তি পাবে? ন্যায়-বিচার হবে কি? তারই উত্তর দেবে 'পোচার' ৷ চলতি মাসের 23 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিয়োতে ইংলিশ, তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে 'পোচার' ৷

আরও পড়ুন:

1. 'ডাঙ্কি' এবার ওটিটি-তে, কবে-কোথায় দেখতে পাবেন ? জানালেন শাহরুখ

2. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

3. ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে হৃতিক, কী হয়েছে অভিনেতার ? চিন্তিত অনুরাগীরা

মুম্বই, 15 ফেব্রুয়ারি: মুক্তি পেল ক্রাইম সিরিজ 'পোচার'-এর ট্রেলার ৷ বৃহস্পতিবার সিরিজের নির্মাতারা সোশাল মিডিয়ায় শেয়ার করেছে সেই ট্রেলার ৷ ইনস্টাগ্রামে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়ো ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লিখেছে, " ভারতের সবথেকে বড় ক্রাইম ব়্যাকেট এবার পর্দায় ৷ 'পোচার' দেখা যাবে প্রাইমে ৷ নতুন অ্যামাজন অরজিনাল ক্রাইম সিরিজ দেখা যাবে 23 ফেব্রুয়ারি থেকে ৷"

জানা গিয়েছে, পোচার প্রযোজনার দায়িত্বে রয়েছে অস্কারজয়ী সংস্থা কিউ এন্টারটেইনমেন্ট ৷ সিরিজ লিখেছেন এবং পরিচালনা করেছেন এমি অ্যাওয়ার্ডজয়ী পরিচালক রিচি মেহতা ৷ কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আলিয়া ভাট ৷ তিনি বলেন, "এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত ৷ বেআইনি পশু পাচারের মতো বড় ধরনের অপরাধ কীভাবে হয়ে থাকে, সেই গল্পই বলবে এই সিরিজ ৷ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এদিন নজর কাড়েন আলিয়া ৷ তাঁর পরনে ছিল নীল ও সবুজ রঙের প্যানস্যুট ৷ এদিন তিনি বলেন, "আমি আশা করছি, বন্যপ্রাণ সংরক্ষণ কেন করা উচিত, তা মানুষের জীবনে কীভাবে জড়িত, রিচি যেভাবে তা তুলে ধরেছে, তা সকলের ভালোলাগবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারে তুলে ধরা হয়েছে কীভাবে হাতি মেরে তা পাচার করা হয় ৷ জঙ্গলের ভিতর বেড়ে চলা একাধিক অপরাধ, পুলিশ প্রশাসনের ভূমিকা, চোরাশিকারীদের বেড়ে চলা উপদ্রব সবকিছুই তুলে ধরা হবে এই সিরিজে ৷ কীভাবে হাতিদের মেতে সেই দাঁত পাচার করা হয় নিঃশব্দে সেই করুণ অথচ সত্য কাহিনী তুলে ধরবে আমাজন প্রাইমের আসন্ন এই সিরিজ ৷ দিনের পর দিনের বন্য হাতিদের প্রতি এই অন্যায়-অত্যাচার বন্ধ হবে কি? দোষীরা কি শাস্তি পাবে? ন্যায়-বিচার হবে কি? তারই উত্তর দেবে 'পোচার' ৷ চলতি মাসের 23 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিয়োতে ইংলিশ, তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে 'পোচার' ৷

আরও পড়ুন:

1. 'ডাঙ্কি' এবার ওটিটি-তে, কবে-কোথায় দেখতে পাবেন ? জানালেন শাহরুখ

2. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

3. ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে হৃতিক, কী হয়েছে অভিনেতার ? চিন্তিত অনুরাগীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.