ETV Bharat / entertainment

পর্দায় অক্ষয়-টাইগারের 'ব্রোম্যান্স', প্রকাশ্যে 'বড়ে মিঞা ছোটে মিঞা'র টাইটেল ট্র্যাক - Entertainment

Bade Miyan Chote Miyan Title Track: মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত 'বড়ে মিঞা ছোটে মিঞা' ৷ চলতি বছর ঈদে মুক্তি পাচ্ছে অ্যাকশনে ভরপুর এই ছবি ৷ তার আগে প্রকাশ্যে এল টাইটেল ট্র্যাক ৷

Etv Bharat
প্রকাশ্যে 'বড়ে মিঞা ছোটে মিঞা' টাইটেল ট্র্যাক
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 8:25 PM IST

হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি: ছবি ঘোষণা শুরু থেকেই চর্চায় আলি আব্বাস জফর পরিচালিত 'বড়ে মিঞা ছোটে মিঞা' ৷ প্রথমবার একসঙ্গে অক্ষয় কুমার-টাইগার শ্রফকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ ট্রেলার এখনও পর্যন্ত প্রকাশ্যে না এলেও মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক ৷ জ্যাকি ভাগনানি প্রযোজিত ছবির গান ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করেছেন অক্ষয় কুমার ৷ ক্যাপশনে লিখেছেন, "তেরে পিছে তেরা ইয়ার খড়া হ্যায় ৷" গানটি গেয়েছেন অনুরুদ্ধ রবিচন্দর ও বিশাল মিশ্রা ৷ সঙ্গীত পরিচালনাও করেছেন বিশাল ৷ পেপ্পি গানের কথা লিখেছেন ইরশাদ কামিল ৷ ব়্যাপ করেছেন বিশাল ৷ সোমবার গানটি সামনে আসতেই মন কেড়েছে অনুরাগীদের ৷ ইতিমধ্যেই গানের ভিউয়ারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পাঁঁচ লাখ ৷ একাধিক ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে নিয়ে অক্ষয়-টাইগারের 'কুল ডান্স' মাত করেছে সকলকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গানের শুরু হয় টাইগার শ্রফকে দিয়ে ৷ তারপরে সামনে আসে খিলাড়ি অক্ষয় কুমার মুখ ৷ একদিকে যখন টাইগার নিজের হাতেল মাশল দেখাচ্ছেন। অন্যদিকে, গোঁফে তা দিতে দেখা যায় অক্ষয়কে ৷ অলিভ-হুইড স্টাইলিশ পোশাকে দুই তারকা জুটি ঘায়েল করেছে মহিলা মহলকে ৷ অন্যদিকে, এর আগে প্রকাশ্যে এসেছে ছবির টিজার ৷ সেখানে দেখা গয় ভারতীয় সেনার উপরে সন্ত্রাসবাদী হামলা ৷ সেখানে জওয়ানের পোশাক পরিহিত অক্ষয় ও টাইগারকে দেখা যায় সন্ত্রাসবাদীদের সঙ্গে মোক্ষম লড়াই করতে ৷ তাঁদের মুখে সংলাপ শোনা যায়, "বচকে রহেনা, হিন্দুস্তান হ্যায় হাম ৷" টিজারে এক ঝলক দেখা গিয়েছে পৃথ্বিরাজ সুকুমরণকেও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য এর আগে ডেভিড ধাওয়ান পরিচালিত 'বড়ে মিঞা ছোটে মিঞা' মুক্তি পায় 1998 সালে ৷ অমিতাভ বচ্চন ও গোবিন্দা অভিনীত কমেডির মোড়কে এই ছবি সেই সময় এসেছিল চর্চায় ৷ এরপর সেই নাম নিয়ে 2023 সালের ফেব্রুয়ারিতে আসে নতুন এই ছবির ঘোষণা ৷ অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পৃথ্বিরাজ সুকুমরণ, সোনাক্ষী সিনহা ও মানুষী ছিল্লারকে ৷

আরও পড়ুন:

1. লাস্যময়ী দীপিকা, 'বাফটা'র মঞ্চে সব্যসাচীর শাড়িতে 'মস্তানি' গার্ল টক অফ দ্য টাউন

2. ছিটকে গেল 'বার্বি', 'বাফটা'র মঞ্চে সেরার সেরা ক্রিস্টোফারের 'ওপেনহাইমার'

3. বনবাস কাটিয়ে পরিচালকের আসনে কিরণ রাও, মুক্তির অপেক্ষায় 'লাপাতা লেডিস'

হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি: ছবি ঘোষণা শুরু থেকেই চর্চায় আলি আব্বাস জফর পরিচালিত 'বড়ে মিঞা ছোটে মিঞা' ৷ প্রথমবার একসঙ্গে অক্ষয় কুমার-টাইগার শ্রফকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ ট্রেলার এখনও পর্যন্ত প্রকাশ্যে না এলেও মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক ৷ জ্যাকি ভাগনানি প্রযোজিত ছবির গান ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করেছেন অক্ষয় কুমার ৷ ক্যাপশনে লিখেছেন, "তেরে পিছে তেরা ইয়ার খড়া হ্যায় ৷" গানটি গেয়েছেন অনুরুদ্ধ রবিচন্দর ও বিশাল মিশ্রা ৷ সঙ্গীত পরিচালনাও করেছেন বিশাল ৷ পেপ্পি গানের কথা লিখেছেন ইরশাদ কামিল ৷ ব়্যাপ করেছেন বিশাল ৷ সোমবার গানটি সামনে আসতেই মন কেড়েছে অনুরাগীদের ৷ ইতিমধ্যেই গানের ভিউয়ারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পাঁঁচ লাখ ৷ একাধিক ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে নিয়ে অক্ষয়-টাইগারের 'কুল ডান্স' মাত করেছে সকলকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গানের শুরু হয় টাইগার শ্রফকে দিয়ে ৷ তারপরে সামনে আসে খিলাড়ি অক্ষয় কুমার মুখ ৷ একদিকে যখন টাইগার নিজের হাতেল মাশল দেখাচ্ছেন। অন্যদিকে, গোঁফে তা দিতে দেখা যায় অক্ষয়কে ৷ অলিভ-হুইড স্টাইলিশ পোশাকে দুই তারকা জুটি ঘায়েল করেছে মহিলা মহলকে ৷ অন্যদিকে, এর আগে প্রকাশ্যে এসেছে ছবির টিজার ৷ সেখানে দেখা গয় ভারতীয় সেনার উপরে সন্ত্রাসবাদী হামলা ৷ সেখানে জওয়ানের পোশাক পরিহিত অক্ষয় ও টাইগারকে দেখা যায় সন্ত্রাসবাদীদের সঙ্গে মোক্ষম লড়াই করতে ৷ তাঁদের মুখে সংলাপ শোনা যায়, "বচকে রহেনা, হিন্দুস্তান হ্যায় হাম ৷" টিজারে এক ঝলক দেখা গিয়েছে পৃথ্বিরাজ সুকুমরণকেও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য এর আগে ডেভিড ধাওয়ান পরিচালিত 'বড়ে মিঞা ছোটে মিঞা' মুক্তি পায় 1998 সালে ৷ অমিতাভ বচ্চন ও গোবিন্দা অভিনীত কমেডির মোড়কে এই ছবি সেই সময় এসেছিল চর্চায় ৷ এরপর সেই নাম নিয়ে 2023 সালের ফেব্রুয়ারিতে আসে নতুন এই ছবির ঘোষণা ৷ অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পৃথ্বিরাজ সুকুমরণ, সোনাক্ষী সিনহা ও মানুষী ছিল্লারকে ৷

আরও পড়ুন:

1. লাস্যময়ী দীপিকা, 'বাফটা'র মঞ্চে সব্যসাচীর শাড়িতে 'মস্তানি' গার্ল টক অফ দ্য টাউন

2. ছিটকে গেল 'বার্বি', 'বাফটা'র মঞ্চে সেরার সেরা ক্রিস্টোফারের 'ওপেনহাইমার'

3. বনবাস কাটিয়ে পরিচালকের আসনে কিরণ রাও, মুক্তির অপেক্ষায় 'লাপাতা লেডিস'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.