ETV Bharat / entertainment

একের পর এক ফ্লপ ছবি! জন্মদিনে বাটি হাতে অক্ষয় কুমার, ব্যাপারটা কী? - Akshay Kumar - AKSHAY KUMAR

Akshay Kumar Reunite with Director Priyadarshan: হরর-কমেডি ঘরানায় ফিরছেন অক্ষয় কুমার ৷ জুটি বাঁধছেন বহু হিট ছবি উপহার দেওয়া প্রিয়দর্শনের সঙ্গে ৷ নিজের জন্মদিনে সেই ছবির ঘোষণা করলেন অভিনেতা অক্ষয় ৷

Akshay Kumar Reunite with Director Priyadarshan
'ভূত বাংলা'য় ফিরছেন অক্ষয় কুমার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 9, 2024, 12:56 PM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: জন্মদিনে অনুরাগীদের রিটার্ন গিফট অক্ষয় কুমারের ৷ নিজের 57তম জন্মদিনে নতুন ছবির ঘোষণা করলেন 'খিলাড়ি' কুমার ৷ 14 বছর পর পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ফের একবার জুটি বাঁধছেন অক্ষয় ৷ সোমবার প্রকাশ্যে এসেছে 'ভূত বাংলা' ছবির মোশন পোস্টার ৷ কমেডি-হরর ঘরানার এই ছবি মুক্তি পাবে 2025 সালে ৷

2010 সালে শেষবার অক্ষয় কাজ করেছিলেন প্রিয়দর্শনের সঙ্গে ৷ ছবির নাম 'খাট্টা-মিঠা' ৷ তারপর আবার এই জুটি বড় পর্দায় আসছে একসঙ্গে ৷ এদিন অভিনেতা সোশাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশ্যে পোস্টার শেয়ার করে বিশেষ বার্তা দেন৷ তিনি লেখেন, "সকলকে ধন্যবাদ আমার জন্মদিন আরও সুন্দর করে তোলার জন্য ৷ এই বছরের জন্মদিন উদযাপন করছি ভূত বাংলার প্রথম ঝলক প্রকাশ করে ৷ উচ্ছ্বসিত দীর্ঘ 14 বছর পর প্রিয়দর্শনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ৷ অনেকদিন পর এক স্বপ্ন যেন পূরণ হচ্ছে ৷ ম্যাজিকের সঙ্গে জুড়ে থাকুন ৷"

7 সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিনই অক্ষয় ইন্সটাগ্রামে নতুন প্রোজেক্ট আসছে বলে জানিয়েছিলেন ৷ এও বলেছিলেন, তাঁর জন্মদিনে অনুরাগীদের জন্য চমক অপেক্ষা করছে ৷ তিনি সেদিন লিখেছিলেন, "গণপতি বাপ্পা মোরিয়া ৷ এর থেকে ভালো দিন আর কীইবা হতে পারে যেখানে একটা হিন্ট দিতে পারছি যে, কিছু একটা স্পেশাল আসতে চলেছে ৷ আমার জন্মদিনের দিন তা প্রকাশ্যে আসবে ৷"

এর আগে কমেডি ছবিতে অক্ষয় কুমার ও প্রিয়দর্শন ইতিহাস তৈরি করেছে ৷ 'হেরাফেরি', 'গরম মশালা', 'ভুল ভুলাইয়া', 'দে দনা দন' ও 'ভাগম ভাগ'-এর মতো ছবি বক্সঅফিসে হিট করেছে ৷ ভূত বাংলা ছবি প্রযোজনা করছে বালাজি টেলিফিল্মস ও কেপ অফ গুড ফিল্মস ৷ পাশাপাশি, এই ছবি প্রযোজনায় টাকা ঢালছেন অক্ষয় কুমারও ৷ উল্লেখ্য, স্বাধীনতা দিবসে মুক্তি পায় মাল্টি স্টারার ছবি 'খেল খেল মেঁ' ৷ অক্ষয় কুমারের এই ছবি বক্সঅফিসে সেই দাপট দেখাতে পারেনি স্ত্রী 2-এর কারণে ৷ এর আগেও বেশ কয়েকটি ছবি পরপর ব্যবসার মুখ দেখতে পারেনি ৷ এই অবস্থায় প্রিয়দর্শনের সঙ্গে তাঁৎ ছবি বক্সঅফিস ভাগ্য ফেরাবে কি না, তা সময় বলবে ৷

তবে এখনও পর্যন্ত খিলাড়ির কেরিয়ারে অনেকগুলি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তারমধ্যে রয়েছে 'সিংঘম এগেইন', 'স্কাই ফোর্স', 'জলি এলএলবি 3', 'ওয়েলকাম টু জঙ্গল', 'শঙ্করা' ও 'হেরাফেরি 3' ৷

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: জন্মদিনে অনুরাগীদের রিটার্ন গিফট অক্ষয় কুমারের ৷ নিজের 57তম জন্মদিনে নতুন ছবির ঘোষণা করলেন 'খিলাড়ি' কুমার ৷ 14 বছর পর পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ফের একবার জুটি বাঁধছেন অক্ষয় ৷ সোমবার প্রকাশ্যে এসেছে 'ভূত বাংলা' ছবির মোশন পোস্টার ৷ কমেডি-হরর ঘরানার এই ছবি মুক্তি পাবে 2025 সালে ৷

2010 সালে শেষবার অক্ষয় কাজ করেছিলেন প্রিয়দর্শনের সঙ্গে ৷ ছবির নাম 'খাট্টা-মিঠা' ৷ তারপর আবার এই জুটি বড় পর্দায় আসছে একসঙ্গে ৷ এদিন অভিনেতা সোশাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশ্যে পোস্টার শেয়ার করে বিশেষ বার্তা দেন৷ তিনি লেখেন, "সকলকে ধন্যবাদ আমার জন্মদিন আরও সুন্দর করে তোলার জন্য ৷ এই বছরের জন্মদিন উদযাপন করছি ভূত বাংলার প্রথম ঝলক প্রকাশ করে ৷ উচ্ছ্বসিত দীর্ঘ 14 বছর পর প্রিয়দর্শনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ৷ অনেকদিন পর এক স্বপ্ন যেন পূরণ হচ্ছে ৷ ম্যাজিকের সঙ্গে জুড়ে থাকুন ৷"

7 সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিনই অক্ষয় ইন্সটাগ্রামে নতুন প্রোজেক্ট আসছে বলে জানিয়েছিলেন ৷ এও বলেছিলেন, তাঁর জন্মদিনে অনুরাগীদের জন্য চমক অপেক্ষা করছে ৷ তিনি সেদিন লিখেছিলেন, "গণপতি বাপ্পা মোরিয়া ৷ এর থেকে ভালো দিন আর কীইবা হতে পারে যেখানে একটা হিন্ট দিতে পারছি যে, কিছু একটা স্পেশাল আসতে চলেছে ৷ আমার জন্মদিনের দিন তা প্রকাশ্যে আসবে ৷"

এর আগে কমেডি ছবিতে অক্ষয় কুমার ও প্রিয়দর্শন ইতিহাস তৈরি করেছে ৷ 'হেরাফেরি', 'গরম মশালা', 'ভুল ভুলাইয়া', 'দে দনা দন' ও 'ভাগম ভাগ'-এর মতো ছবি বক্সঅফিসে হিট করেছে ৷ ভূত বাংলা ছবি প্রযোজনা করছে বালাজি টেলিফিল্মস ও কেপ অফ গুড ফিল্মস ৷ পাশাপাশি, এই ছবি প্রযোজনায় টাকা ঢালছেন অক্ষয় কুমারও ৷ উল্লেখ্য, স্বাধীনতা দিবসে মুক্তি পায় মাল্টি স্টারার ছবি 'খেল খেল মেঁ' ৷ অক্ষয় কুমারের এই ছবি বক্সঅফিসে সেই দাপট দেখাতে পারেনি স্ত্রী 2-এর কারণে ৷ এর আগেও বেশ কয়েকটি ছবি পরপর ব্যবসার মুখ দেখতে পারেনি ৷ এই অবস্থায় প্রিয়দর্শনের সঙ্গে তাঁৎ ছবি বক্সঅফিস ভাগ্য ফেরাবে কি না, তা সময় বলবে ৷

তবে এখনও পর্যন্ত খিলাড়ির কেরিয়ারে অনেকগুলি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তারমধ্যে রয়েছে 'সিংঘম এগেইন', 'স্কাই ফোর্স', 'জলি এলএলবি 3', 'ওয়েলকাম টু জঙ্গল', 'শঙ্করা' ও 'হেরাফেরি 3' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.