ETV Bharat / entertainment

অক্ষয়-টাইগারের দুরন্ত অ্যাকশন, ট্রেলারেই বাজিমাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর - Bade Miyan Chote Miyan Trailer - BADE MIYAN CHOTE MIYAN TRAILER

Bade Miyan Chote Miyan Trailer released: মুক্তি পেল বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ট্রেলার ৷ অক্ষয় কুমার ও টাইগার শ্রফের দুরন্ত অ্যাকশন নজর কেড়েছে দর্শকদের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 1:31 PM IST

Updated : Mar 26, 2024, 2:20 PM IST

হায়দরাবাদ, 26 মার্চ: অপেক্ষার অবসান ৷ মুক্তি পেল অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বড়ে মিয়াঁ ছোটে মিয়ার ট্রেলার । 3.31 মিনিটের ট্রেলার নজর কেড়েছে সিনেপ্রেমীদের ৷ এই অ্যাকশন ফিচারে পৃথ্বীরাজ সুকুমারনকে খলনায়ক চরিত্রে দেখা যাবে ৷ অন্যান্য তারকাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন সোনাক্ষী সিনহাও । ছবিটি আগামী 10 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ট্রেলারে দেখা মিলেছে এক ভয়ংকর শত্রুর, যাকে এমন একজন হিসাবে চিহ্নিত করা হয়েছে যে মৃত্যু বা পরিণতিকে ভয় করে না । সে পরিচিত 'প্রলয়' নামে ৷ এই প্রতিশোধ-সন্ধানী মুখোশধারী-শত্রু ভারতের জন্য নামহীন, মুখহীন একটা হুমকি । এই সাইকোপ্যাথের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশ বেছে নেয় ফিরোজ ও রাকেশকে, এই দুই চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে অক্ষয় ও টাইগার ৷ যাঁরা মনের দিক থেকে সৈনিক হিসাবে পরিচিত হলেও তাঁদের ভেতরে রয়েছে শয়তানকে জব্দ করার সাহস ৷

টাইগার এবং অক্ষয় আসন্ন বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত, আর সেই মিশনে তাঁদের সঙ্গে আছেন ক্যাপ্টেন মিশার চরিত্রে মানুশি চিল্লার, এবং আলায় এফ, যিনি আইটি বিশেষজ্ঞ প্যামের ভূমিকা পালন করছেন । ট্রেলারে সোনাক্ষীর এক ঝলক উপস্থিতিতে তাঁর ভূমিকা সম্পর্কে খুব বেশি স্পষ্ট হয়নি ৷

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ট্রেলারটি বিস্ফোরক অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর । অক্ষয়, টাইগার এবং পৃথ্বীরাজ সুকুমারনের চরিত্রের মধ্যে তীব্র সংঘর্ষের মাঝেই শেষের দিকে আসে একটি আশ্চর্যজনক টুইস্ট ৷

ট্রেলারটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, টাইগার এবং অক্ষয়ের চরিত্রগুলির উদ্ঘাটন ঘটে ৷ তাঁরা এমন বন্ধু, যাঁরা একে অপরের জন্য আত্মত্যাগ করতেও ইচ্ছুক । টাইগার এবং অক্ষয়ের মধ্যে এই অপ্রত্যাশিত গতিশীলতার উপর ট্রেলারটি শেষ হয়।

টাইগারের পরপর কয়েকটি হতাশাজনক রিলিজের পর তাঁর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আসছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ৷ অক্ষয় কুমারেরও শেষ কয়েকটি ছবি হিট হয়নি ৷ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সঙ্গে অক্ষয় এবং টাইগারকে হিন্দি সিনেমার অ্যাকশন জুটি হিসাবে তাঁদের প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বাশু ভগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভগনানি, হিমাংশু কিশান মেহরা এবং আলি আব্বাস জাফর দ্বারা প্রযোজিত বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ 10 এপ্রিল মুক্তি পাচ্ছে ৷ এটির সঙ্গে সংঘাত বাঁধবে অজয় দেবগনের ময়দানের সঙ্গে ৷ বাশু ভগনানি আগেই এ নিয়ে বলেছেন, ছবি মুক্তির তারিখ অনেক আগেই তাঁরা ঠিক করে ফেলেছেন ৷

আরও পড়ুন:

  1. আরাধ্যাকে নিয়ে হোলির আনন্দে রঙিন অভিষেক-ঐশ্বর্য
  2. ম্যাচ শেষে স্ত্রী-সন্তানদের ভিডিয়ো কল, 'বিরাট' মুহূর্তে মাতোয়ারা সোশাল মিডিয়া
  3. চুপিসারে উদয়পুরে বিয়ে সারলেন তাপসী পান্নু, সোশালে ছবি ফাঁস বোনের

হায়দরাবাদ, 26 মার্চ: অপেক্ষার অবসান ৷ মুক্তি পেল অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বড়ে মিয়াঁ ছোটে মিয়ার ট্রেলার । 3.31 মিনিটের ট্রেলার নজর কেড়েছে সিনেপ্রেমীদের ৷ এই অ্যাকশন ফিচারে পৃথ্বীরাজ সুকুমারনকে খলনায়ক চরিত্রে দেখা যাবে ৷ অন্যান্য তারকাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন সোনাক্ষী সিনহাও । ছবিটি আগামী 10 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ট্রেলারে দেখা মিলেছে এক ভয়ংকর শত্রুর, যাকে এমন একজন হিসাবে চিহ্নিত করা হয়েছে যে মৃত্যু বা পরিণতিকে ভয় করে না । সে পরিচিত 'প্রলয়' নামে ৷ এই প্রতিশোধ-সন্ধানী মুখোশধারী-শত্রু ভারতের জন্য নামহীন, মুখহীন একটা হুমকি । এই সাইকোপ্যাথের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশ বেছে নেয় ফিরোজ ও রাকেশকে, এই দুই চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে অক্ষয় ও টাইগার ৷ যাঁরা মনের দিক থেকে সৈনিক হিসাবে পরিচিত হলেও তাঁদের ভেতরে রয়েছে শয়তানকে জব্দ করার সাহস ৷

টাইগার এবং অক্ষয় আসন্ন বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত, আর সেই মিশনে তাঁদের সঙ্গে আছেন ক্যাপ্টেন মিশার চরিত্রে মানুশি চিল্লার, এবং আলায় এফ, যিনি আইটি বিশেষজ্ঞ প্যামের ভূমিকা পালন করছেন । ট্রেলারে সোনাক্ষীর এক ঝলক উপস্থিতিতে তাঁর ভূমিকা সম্পর্কে খুব বেশি স্পষ্ট হয়নি ৷

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ট্রেলারটি বিস্ফোরক অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর । অক্ষয়, টাইগার এবং পৃথ্বীরাজ সুকুমারনের চরিত্রের মধ্যে তীব্র সংঘর্ষের মাঝেই শেষের দিকে আসে একটি আশ্চর্যজনক টুইস্ট ৷

ট্রেলারটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, টাইগার এবং অক্ষয়ের চরিত্রগুলির উদ্ঘাটন ঘটে ৷ তাঁরা এমন বন্ধু, যাঁরা একে অপরের জন্য আত্মত্যাগ করতেও ইচ্ছুক । টাইগার এবং অক্ষয়ের মধ্যে এই অপ্রত্যাশিত গতিশীলতার উপর ট্রেলারটি শেষ হয়।

টাইগারের পরপর কয়েকটি হতাশাজনক রিলিজের পর তাঁর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আসছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ৷ অক্ষয় কুমারেরও শেষ কয়েকটি ছবি হিট হয়নি ৷ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সঙ্গে অক্ষয় এবং টাইগারকে হিন্দি সিনেমার অ্যাকশন জুটি হিসাবে তাঁদের প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বাশু ভগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভগনানি, হিমাংশু কিশান মেহরা এবং আলি আব্বাস জাফর দ্বারা প্রযোজিত বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ 10 এপ্রিল মুক্তি পাচ্ছে ৷ এটির সঙ্গে সংঘাত বাঁধবে অজয় দেবগনের ময়দানের সঙ্গে ৷ বাশু ভগনানি আগেই এ নিয়ে বলেছেন, ছবি মুক্তির তারিখ অনেক আগেই তাঁরা ঠিক করে ফেলেছেন ৷

আরও পড়ুন:

  1. আরাধ্যাকে নিয়ে হোলির আনন্দে রঙিন অভিষেক-ঐশ্বর্য
  2. ম্যাচ শেষে স্ত্রী-সন্তানদের ভিডিয়ো কল, 'বিরাট' মুহূর্তে মাতোয়ারা সোশাল মিডিয়া
  3. চুপিসারে উদয়পুরে বিয়ে সারলেন তাপসী পান্নু, সোশালে ছবি ফাঁস বোনের
Last Updated : Mar 26, 2024, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.