ETV Bharat / entertainment

জন্মদিনে বিশেষ উপহার, প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার - Maidaan Trailer - MAIDAAN TRAILER

Ajay Devgn New Movie: ট্রেলার মুক্তি পেয়েছিল আগেই ৷ তবে আজকেরটা একটু স্পেশাল ৷ অজয় দেবগণের জন্মদিনে নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হল ময়দান ছবির নতুন ট্রেলার ৷

Ajay Devgn New Movie
প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 4:36 PM IST

হায়দরাবাদ, 2 এপ্রিল: চলতি বছর ঈদে সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ অভিনীত বহু প্রতীক্ষীত ছবি 'ময়দান'৷ ইতিমধ্যেই ছবি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ৷ আগেই বায়োগ্রাফিকাল স্পোর্টস ড্রামা নিয়ে তৈরি 'ময়দান'-এর পোস্টার ও টিজার সামনে এসেছে ৷ ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী তুলে ধরা হবে পর্দায় ৷ সেই ছবির ফাইনাল ট্রেলার অজয়ের জন্মদিনের দিন প্রকাশ্যে আনলেন নির্মাতারা ৷

ইন্সটাগ্রামে অজয় দেবগণ সেই ফাইনাল ট্রেলার শেয়ার করেছেন ৷ যেখানে দেখানো হয়েছে ভারতীয় ফুটবলকে উচ্চস্তরে নিয়ে যেতে কোচ সৈয়দ আব্দুলকে কী কী বাধার সম্মুখীন হতে হয়েছে ৷ আইকনিক এই চরিত্র কীভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে ভারতীয় ফুটবলে স্বর্ণযুগ এনেছিলেন, সেই কাহিনী দর্শকদের সামনে তুলে ধরা হবে ৷ ট্রেলার শেয়ার করে অজয় লিখেছেন, "মন এক, সমাজ এক, চিন্তাভাবনাও এক ৷ সাক্ষী থাকুন এসএ রহিমের না বলা কাহিনীর ৷ হ্যাশট্যাগ টিম ইন্ডিয়া ৷ সকলেই আসুন ময়দানে 10 এপ্রিল ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'ময়দান' ছবি পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা ৷ অজয় দেবগণ ছাড়াও মুখ্যচরিত্রে রয়েছেন প্রিয়মণি, গজরাজ রাও, বাংলার রুদ্রনীল ঘোষ ৷ 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত ভারতীয় ফুটবলের ইতিহাসে কোচ সৈয়দ আব্দুলের ভূমিকা কী ছিল তা তুলে ধরা হয়েছে ৷ ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিয়োজ, বেভিউ প্রোজেক্টস ও ফ্রেশ লাইম ফিল্মস ৷ স্ক্রিন প্লে লিখেছেন সাইয়ান কুয়াদ্রাস ৷ সংলাপ লিখেছেন রীতেশ শাহ ৷ ছবিতে মিউজিক সম্পাদনা করেছেন এআর রহমান ৷ গানের লিরিক্স লিখেছেন মনোজ মুন্তাশির শুক্লা ৷ চলতি বছর ঈদে মুক্তি পাবে 'ময়দান' ৷

আরও পড়ুন

1. বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর স্টাইলে অক্ষয়কে এপ্রিল ফুল করলেন টাইগার শ্রফ

2. কপিলের শো'য়ে সুনীলের প্রত্যাবর্তন, কতটা পছন্দ করল দর্শক?

3. অনুরাগ কাশ্যপের 'ঘটিয়া' মন্তব্যে পালটা দেবালয়, ভিডিয়া বার্তায় খোলা চ্যালেঞ্জ পরিচালকের

হায়দরাবাদ, 2 এপ্রিল: চলতি বছর ঈদে সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ অভিনীত বহু প্রতীক্ষীত ছবি 'ময়দান'৷ ইতিমধ্যেই ছবি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ৷ আগেই বায়োগ্রাফিকাল স্পোর্টস ড্রামা নিয়ে তৈরি 'ময়দান'-এর পোস্টার ও টিজার সামনে এসেছে ৷ ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী তুলে ধরা হবে পর্দায় ৷ সেই ছবির ফাইনাল ট্রেলার অজয়ের জন্মদিনের দিন প্রকাশ্যে আনলেন নির্মাতারা ৷

ইন্সটাগ্রামে অজয় দেবগণ সেই ফাইনাল ট্রেলার শেয়ার করেছেন ৷ যেখানে দেখানো হয়েছে ভারতীয় ফুটবলকে উচ্চস্তরে নিয়ে যেতে কোচ সৈয়দ আব্দুলকে কী কী বাধার সম্মুখীন হতে হয়েছে ৷ আইকনিক এই চরিত্র কীভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে ভারতীয় ফুটবলে স্বর্ণযুগ এনেছিলেন, সেই কাহিনী দর্শকদের সামনে তুলে ধরা হবে ৷ ট্রেলার শেয়ার করে অজয় লিখেছেন, "মন এক, সমাজ এক, চিন্তাভাবনাও এক ৷ সাক্ষী থাকুন এসএ রহিমের না বলা কাহিনীর ৷ হ্যাশট্যাগ টিম ইন্ডিয়া ৷ সকলেই আসুন ময়দানে 10 এপ্রিল ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'ময়দান' ছবি পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা ৷ অজয় দেবগণ ছাড়াও মুখ্যচরিত্রে রয়েছেন প্রিয়মণি, গজরাজ রাও, বাংলার রুদ্রনীল ঘোষ ৷ 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত ভারতীয় ফুটবলের ইতিহাসে কোচ সৈয়দ আব্দুলের ভূমিকা কী ছিল তা তুলে ধরা হয়েছে ৷ ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিয়োজ, বেভিউ প্রোজেক্টস ও ফ্রেশ লাইম ফিল্মস ৷ স্ক্রিন প্লে লিখেছেন সাইয়ান কুয়াদ্রাস ৷ সংলাপ লিখেছেন রীতেশ শাহ ৷ ছবিতে মিউজিক সম্পাদনা করেছেন এআর রহমান ৷ গানের লিরিক্স লিখেছেন মনোজ মুন্তাশির শুক্লা ৷ চলতি বছর ঈদে মুক্তি পাবে 'ময়দান' ৷

আরও পড়ুন

1. বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর স্টাইলে অক্ষয়কে এপ্রিল ফুল করলেন টাইগার শ্রফ

2. কপিলের শো'য়ে সুনীলের প্রত্যাবর্তন, কতটা পছন্দ করল দর্শক?

3. অনুরাগ কাশ্যপের 'ঘটিয়া' মন্তব্যে পালটা দেবালয়, ভিডিয়া বার্তায় খোলা চ্যালেঞ্জ পরিচালকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.