ETV Bharat / entertainment

কালো জাদু থেকে সাবধান থাকার বার্তা অজয়ের, এসে গিয়েছে 'শয়তান' - শয়তান ছবির টিজার

Shaitaan Teaser Out: পোস্টার ঝলকের পর প্রকাশ্যে 'শয়তান' ছবির টিজার ৷ অভিনেতা অজয় দেবগণ ছবির টিজার শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তন্ত্র-মন্ত্রর জগতে ঢোকার আগে সাবধান হওয়ার বার্তা অভিনেতার ৷

Shaitaan Teaser
প্রকাশ্যে 'শয়তান' ছবির টিজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 12:44 PM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি: বুধবার প্রকাশ্যে এসেছিল ছবির চরিত্রেদের ঝলক। বৃহস্পতিবার সকালে দর্শকরা দেখতে পেলেন 'শয়তান' ছবির টিজার ৷ সাত সকালে নিজের সোশাল হ্যান্ডেলে শয়তান ছবির টিজার শেয়ার করলেন অভিনেতা অজয় দেবগণ ৷ ঝলকেই আন্দাজ করা যায়, দর্শকদের এক হাড়হিম করা ছবি উপহার দিতে চলেছেন পরিচালক বিকাশ বহেল ৷

টিজার শেয়ার করে অজয় দেবগণ লিখেছেন, "সে জিজ্ঞাসা করবে তোমাকে... একটা খেলা আছে, খেলবে? কিন্তু ওর কথায় কান দিলেই বিপদ!" 8 মার্চ প্রেক্ষাগৃহে আসছে শয়তান ৷ বুধবার প্রকাশ্যে এসেছিল অজয় দেবগণ, আর মাধবন ও জ্যোতিকার প্রথম ঝলকের পোস্টার ৷ সুপার ন্যাচরাল ছবি দিয়েই দীর্ঘ বছর পর হিন্দি সিনেমায় কামব্যাক করছেন জ্যোতিকা ৷ অন্যদিকে, ছবির টিজার প্রকাশ্যে আসতেই অনেক অনুরাগী এটিকে গুজরাতি ছবি 'ভাশ'-এর রিমেক বলে দাবি করেছেন ৷ তবে পরিচালক বা প্রযোজকের তরফে এমন কোনও বার্তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

ভারতীয় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু-র প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'শয়তান' ৷ কিছুদিন আগেই অফিসিয়াল পোস্টার শেয়ার করে প্রযোজক তথা অভিনেতা অজয় দেবগণ লিখেছিলেন, 'শয়তান' আসছে আপনাদের জন্য ৷ প্রায় 25 বছর পর শয়তান ছবির হাত ধরে বলিউডে ফিরছেন অভিনেত্রী জ্যোতিকা ৷ শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল 1997 সালে মুক্তিপ্রাপ্ত 'ডোলি সাজা কে রাখনা' ছবিতে ৷

উল্লেখ্য, অভিনেতা অজয় ছাড়াও এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন কুমার মঙ্গত ও অভিষেক পাঠক ৷ এছাড়াও জিও স্টুডিয়োর তরফ থেকেও এই ছবি প্রযোজনা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ পরিচালক বহেল এর আগে দর্শকদের উপহার দিয়েছেন 'কুইন', 'সুপার থার্টি', 'গুডবাই'-এর মতো সেরা ছবি ৷ অন্যদিকে, অজয় দেবগণকে সম্প্রতি দেখা গিয়েছে 'ভোলা' ছবিতে ৷ এটি ছিল হিট তামিল ছবি 'কাইথি'-র রিমেক ৷ মুক্তির অপেক্ষায় রয়েছে 'ময়দান', 'রেড 2', রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' ও নীরজ পাণ্ডের 'অরোমে কাহা দম থা' ৷ ইতিমধ্যেই জোরকদমে চলছে 'সিংঘম এগেইন' ছবির শুটিং ৷ অজয় দেবগণের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারকে ৷

আরও পড়ুন:

1. বিশেষ স্ক্রিনিংয়ে 'ফাইটার', হৃতিক-দীপিকার পাশে দাঁড়ালেন শাহরুখ

2. পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত গৌতম ঘোষের 'রাহগির- দ্য ওয়েফারার্স', সম্মানিত পরিচালক

3. 'টু কিল আ টাইগার' তথ্যচিত্র দিয়ে অস্কারের দৌড়ে ভারতের এন্ট্রি

হায়দরাবাদ, 25 জানুয়ারি: বুধবার প্রকাশ্যে এসেছিল ছবির চরিত্রেদের ঝলক। বৃহস্পতিবার সকালে দর্শকরা দেখতে পেলেন 'শয়তান' ছবির টিজার ৷ সাত সকালে নিজের সোশাল হ্যান্ডেলে শয়তান ছবির টিজার শেয়ার করলেন অভিনেতা অজয় দেবগণ ৷ ঝলকেই আন্দাজ করা যায়, দর্শকদের এক হাড়হিম করা ছবি উপহার দিতে চলেছেন পরিচালক বিকাশ বহেল ৷

টিজার শেয়ার করে অজয় দেবগণ লিখেছেন, "সে জিজ্ঞাসা করবে তোমাকে... একটা খেলা আছে, খেলবে? কিন্তু ওর কথায় কান দিলেই বিপদ!" 8 মার্চ প্রেক্ষাগৃহে আসছে শয়তান ৷ বুধবার প্রকাশ্যে এসেছিল অজয় দেবগণ, আর মাধবন ও জ্যোতিকার প্রথম ঝলকের পোস্টার ৷ সুপার ন্যাচরাল ছবি দিয়েই দীর্ঘ বছর পর হিন্দি সিনেমায় কামব্যাক করছেন জ্যোতিকা ৷ অন্যদিকে, ছবির টিজার প্রকাশ্যে আসতেই অনেক অনুরাগী এটিকে গুজরাতি ছবি 'ভাশ'-এর রিমেক বলে দাবি করেছেন ৷ তবে পরিচালক বা প্রযোজকের তরফে এমন কোনও বার্তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

ভারতীয় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু-র প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'শয়তান' ৷ কিছুদিন আগেই অফিসিয়াল পোস্টার শেয়ার করে প্রযোজক তথা অভিনেতা অজয় দেবগণ লিখেছিলেন, 'শয়তান' আসছে আপনাদের জন্য ৷ প্রায় 25 বছর পর শয়তান ছবির হাত ধরে বলিউডে ফিরছেন অভিনেত্রী জ্যোতিকা ৷ শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল 1997 সালে মুক্তিপ্রাপ্ত 'ডোলি সাজা কে রাখনা' ছবিতে ৷

উল্লেখ্য, অভিনেতা অজয় ছাড়াও এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন কুমার মঙ্গত ও অভিষেক পাঠক ৷ এছাড়াও জিও স্টুডিয়োর তরফ থেকেও এই ছবি প্রযোজনা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ পরিচালক বহেল এর আগে দর্শকদের উপহার দিয়েছেন 'কুইন', 'সুপার থার্টি', 'গুডবাই'-এর মতো সেরা ছবি ৷ অন্যদিকে, অজয় দেবগণকে সম্প্রতি দেখা গিয়েছে 'ভোলা' ছবিতে ৷ এটি ছিল হিট তামিল ছবি 'কাইথি'-র রিমেক ৷ মুক্তির অপেক্ষায় রয়েছে 'ময়দান', 'রেড 2', রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' ও নীরজ পাণ্ডের 'অরোমে কাহা দম থা' ৷ ইতিমধ্যেই জোরকদমে চলছে 'সিংঘম এগেইন' ছবির শুটিং ৷ অজয় দেবগণের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারকে ৷

আরও পড়ুন:

1. বিশেষ স্ক্রিনিংয়ে 'ফাইটার', হৃতিক-দীপিকার পাশে দাঁড়ালেন শাহরুখ

2. পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত গৌতম ঘোষের 'রাহগির- দ্য ওয়েফারার্স', সম্মানিত পরিচালক

3. 'টু কিল আ টাইগার' তথ্যচিত্র দিয়ে অস্কারের দৌড়ে ভারতের এন্ট্রি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.