ETV Bharat / entertainment

আরাধ্যাকে নিয়ে হোলির আনন্দে রঙিন অভিষেক-ঐশ্বর্য - Aishwarya Abhishek celebrate Holi - AISHWARYA ABHISHEK CELEBRATE HOLI

Aishwarya-Abhishek celebrate Holi with Aaradhya: আরাধ্যা বচ্চনকে নিয়ে হোলির আনন্দে রঙিন হলেন অভিষেক ও ঐশ্বর্য বচ্চন ৷ সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 12:39 PM IST

মুম্বই, 26 মার্চ: হোলির আনন্দে মাতল জুনিয়র বচ্চন পরিবার ৷ রঙের উৎসব বন্ধুদের সঙ্গে উদযাপন করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন ৷ তাঁদের সঙ্গে ছিলেন কন্যা আরাধ্যাও ৷ বন্ধুদের নিয়ে তাঁদের লাল, নীল, সবুজের ছোঁয়ায় রঙিন ছবি ভাইরাল হল নেট দুনিয়ায় ৷

সেই ছবিতে মেয়েকে নিয়ে চুটিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে বচ্চন দম্পতিকে ৷ তাঁদের ঘনিষ্ঠ বন্ধু তথা অভিভাবক প্রশিক্ষক পিয়া মার্কার একটি ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ সেখানে অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যার হোলি উদযাপনের ছবি রয়েছে । একে অপরের গায়ে রং লাগিয়ে উৎসবের জোয়ারে গা ভাসাতে দেখা গিয়েছে তারকাদের ৷ ছোটদের ভিড়ে তাঁরাও শৈশবে ফিরে গিয়েছেন ৷ ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যার পরনে ছিল সাদা রঙের পোশাক ৷

2007 সালের 20 এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক এবং ঐশ্বর্য ৷ অমিতাভ বচ্চনের বাংলো প্রতীক্ষায় হয় বিয়ের অনুষ্ঠান ৷ রিল লাইফে 'গুরু', 'ধুম 2' এবং আরও বেশকিছু ফিল্মে স্ক্রিন শেয়ার করেছে এই জুটি ৷ 2011 সালের 16 নভেম্বর তাঁদের কোলে আসে আদরের কন্যা আরাধ্যা ৷ একেবারে ছোট থেকেই মেয়েকে সবসময় আগলে রাখতে দেখা গিয়েছে ঐশ্বর্যকে ৷

এ দিকে, কর্মক্ষেত্রে অভিষেককে শেষ দেখা গিয়েছে 'ঘুমর'-এ । মুভিটিতে অভিষেক একজন ক্রিকেট মেন্টরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন তরুণ ক্রিকেটারকে প্রশিক্ষণ দেন ৷ সেই তরুণ ক্রিকেটারের ভূমিকায় সাইয়ামি খেরকে দেখা গিয়েছে, যিনি তাঁর ডান হাত হারান । শাবানা আজমি এবং অঙ্গদ বেদীও রয়েছেন এই ছবিতে ৷

ঐশ্বর্যকে পরিচালক মণিরত্নমের ম্যাগনাম ওপাস পিরিয়ড ড্রামা ফিল্ম 'পোনিয়িন সেলভান – 2'-তে শেষ দেখা গিয়েছে, যা দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পায় । (এএনআই)

আরও পড়ুন:

  1. ম্যাচ শেষে স্ত্রী-সন্তানদের ভিডিয়ো কল, 'বিরাট' মুহূর্তে মাতোয়ারা সোশাল মিডিয়া
  2. 'রং বরসে...' হোলি সেলিব্রেশন তারকাদের, শুভেচ্ছা অনুরাগীদের
  3. লোকসভায় প্রার্থী হয়ে রাজনীতিতে পা 'ঝাঁসির রানি' কঙ্গনার, প্রার্থী তালিকায় রিলের রামচন্দ্রও

মুম্বই, 26 মার্চ: হোলির আনন্দে মাতল জুনিয়র বচ্চন পরিবার ৷ রঙের উৎসব বন্ধুদের সঙ্গে উদযাপন করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন ৷ তাঁদের সঙ্গে ছিলেন কন্যা আরাধ্যাও ৷ বন্ধুদের নিয়ে তাঁদের লাল, নীল, সবুজের ছোঁয়ায় রঙিন ছবি ভাইরাল হল নেট দুনিয়ায় ৷

সেই ছবিতে মেয়েকে নিয়ে চুটিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে বচ্চন দম্পতিকে ৷ তাঁদের ঘনিষ্ঠ বন্ধু তথা অভিভাবক প্রশিক্ষক পিয়া মার্কার একটি ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ সেখানে অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যার হোলি উদযাপনের ছবি রয়েছে । একে অপরের গায়ে রং লাগিয়ে উৎসবের জোয়ারে গা ভাসাতে দেখা গিয়েছে তারকাদের ৷ ছোটদের ভিড়ে তাঁরাও শৈশবে ফিরে গিয়েছেন ৷ ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যার পরনে ছিল সাদা রঙের পোশাক ৷

2007 সালের 20 এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক এবং ঐশ্বর্য ৷ অমিতাভ বচ্চনের বাংলো প্রতীক্ষায় হয় বিয়ের অনুষ্ঠান ৷ রিল লাইফে 'গুরু', 'ধুম 2' এবং আরও বেশকিছু ফিল্মে স্ক্রিন শেয়ার করেছে এই জুটি ৷ 2011 সালের 16 নভেম্বর তাঁদের কোলে আসে আদরের কন্যা আরাধ্যা ৷ একেবারে ছোট থেকেই মেয়েকে সবসময় আগলে রাখতে দেখা গিয়েছে ঐশ্বর্যকে ৷

এ দিকে, কর্মক্ষেত্রে অভিষেককে শেষ দেখা গিয়েছে 'ঘুমর'-এ । মুভিটিতে অভিষেক একজন ক্রিকেট মেন্টরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন তরুণ ক্রিকেটারকে প্রশিক্ষণ দেন ৷ সেই তরুণ ক্রিকেটারের ভূমিকায় সাইয়ামি খেরকে দেখা গিয়েছে, যিনি তাঁর ডান হাত হারান । শাবানা আজমি এবং অঙ্গদ বেদীও রয়েছেন এই ছবিতে ৷

ঐশ্বর্যকে পরিচালক মণিরত্নমের ম্যাগনাম ওপাস পিরিয়ড ড্রামা ফিল্ম 'পোনিয়িন সেলভান – 2'-তে শেষ দেখা গিয়েছে, যা দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পায় । (এএনআই)

আরও পড়ুন:

  1. ম্যাচ শেষে স্ত্রী-সন্তানদের ভিডিয়ো কল, 'বিরাট' মুহূর্তে মাতোয়ারা সোশাল মিডিয়া
  2. 'রং বরসে...' হোলি সেলিব্রেশন তারকাদের, শুভেচ্ছা অনুরাগীদের
  3. লোকসভায় প্রার্থী হয়ে রাজনীতিতে পা 'ঝাঁসির রানি' কঙ্গনার, প্রার্থী তালিকায় রিলের রামচন্দ্রও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.