হায়দরাবাদ, 3 জুন: বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ৷ এমনকী তিনি শ্লীলতাহানিও করেছেন ৷ এমনই অভিযোগ জমা পড়েছে খার থানায় বলে সংবাদমাধ্য়মে প্রকাশিত হয়েছিল ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ৷ তবে ওই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিল মুম্বই পুলিশ ৷ মুম্বইয়ের এক দৈনিক পত্রিকার রিপোর্ট অনুসারে, জোন 9-এর ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) রাজতিলক রোশন জানিয়েছেন, রবিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছিল ৷
ডিসিপি বলেছেন, "আমরা সোসাইটির পুরো সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখেছি ৷ অভিনেত্রীর চালক রাস্তা থেকে সোসাইটির ভিতরে গাড়িটিকে ঢোকাচ্ছিলেন ৷ সেসময় ওই পরিবারটি একই লেন দিয়ে পার হচ্ছিল । পরিবারটি গাড়িটিকে আটকায় এবং চালককে বলে যে কেউ গাড়ির পিছনে রয়েছে কি না, তা পার্ক করার আগে দেখে নেওয়া উচিত ৷ সেই থেকেই তাদের মধ্যে কথা কাটাকাটির শুরু হয় ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রবিনা ঘটনাস্থলে আসেন এবং তাঁর গাড়ির চালককে জনতার হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন। রবিনা ট্যান্ডন এবং ওই পরিবার উভয়ই খার থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিল ৷ তবে পরে উভয়পক্ষই চিঠি জমা দিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেয় ৷"
ডিসিপি রাজতিলক রোশনের কথায়," এই ঘটনায় কেউ আহত হয়নি। আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেছি ৷ গাড়ি কাউকে আঘাত করেনি । অভিনেত্রী মদ্যপ অবস্থায় ছিলেন না ।" রবিনা এই নিয়ে সোশাল মিডিয়ায় একই পোস্টে স্ক্রিনশট শেয়ার করেছেন ৷ যেখানে মুম্বই পুলিশকে উদ্ধৃত করে একটি অনলাইন পোর্টাল পাবলিশ করেছে, উভয়পক্ষই অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছে ।
মুম্বই পুলিশ বলেছে, রবিনা ট্যান্ডনের চালক গাড়িটিকে দাঁড় করিয়ে পার্ক করার চেষ্টা করছিলেন এবং একটি পরিবারের তিন জন মহিলা মনে করেছিলেন যে গাড়িটি তাঁদের আঘাত করবে। সেই থেকেই তর্কের শুরু হয় ৷ এরপরে উভয় পক্ষ চলে যায় এবং পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিনার কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। উভয়পক্ষকেই থানায় ডাকা হয়েছিল ৷