কলকাতা, 12 ফেব্রুয়ারি: এখন খানিকটা স্থিতিশীল মিঠুন চক্রবর্তী। গতকাল অর্থাৎ রবিবার তাঁর ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছুটি হয়নি তাঁর। আরও কিছুটা সময় চিকিৎসকদের নজরে থাকবেন মহাগুরু। তাঁকে হাসপাতালে দেখতে আসেন দেবশ্রী রায় থেকে শুরু করে প্রযোজক অতনু রায়চৌধুরী, সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী-সহ আরও অনেকে। অন্যদিকে, দিকে রহমত কাবুলিওয়ালার তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে ছোট্ট মিনি।
বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে এই কাবুলিওয়ালা ছবি ৷ বাঙালির নস্টালজিয়া নতুন করে উসকে দিয়েছেন মহাগুরু । ছবিতে মিনি অর্থাৎ অনুমেঘা কাহালি মহাগুরু আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় লিখেছে, "খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ আমার কাবুলিওয়ালা, আমরা আবার একসঙ্গে খেলব।" সুমন ঘোষের 'কাবুলিওয়ালা' ছবির হাত ধরে দু'জনের মধ্যে ভাব জমেছিল বেশ। মহাগুরু বাচ্চাদের ভালোবাসেন। আর অনুমেঘার সরল মন, আধো আধো কথা মন জিতে নিয়েছিল মিঠুনের। শুটিংয়ের সময়ে নাকি অনুমেঘা মিঠুনের ভুঁড়িতে তবলাও বাজিয়েছে। একসঙ্গে ডাব খেয়েছে। একথা নিজমুখেই ইটিভি ভারতকে জানিয়েছিল মিনি থুড়ি অনুমেঘা কাহালি। আর তাই মিঠুন আঙ্কেলের দ্রুত আরোগ্য কামনা করে সে।
প্রসঙ্গত, কলকাতায় 'শাস্ত্রী' ছবির শুটিং করছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । এই ছবিটি জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে বানানো হচ্ছে। ছবিটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। শুটিংয়ের মাঝেই শনিবার হঠাৎ অসুস্থ হন তিনি। ছবির প্রযোজক সোহম চক্রবর্তীর তৎপরতায় তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহাগুরুকে ৷ তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। অভিনেতার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিনে জানানো হয়, মিঠুন চক্রবর্তীর মস্তিষ্কে 'ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট' (স্ট্রোক) হয়েছে ৷
অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিউরোফিজিসিয়ান, গ্যাস্ট্রোএন্ট্রোলজি এবং কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা । তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভালো আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে তিনি ভালো আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন: