ETV Bharat / entertainment

মাছ নয়, জামাইষষ্ঠীতে শাশুড়ির হাতের বাসন্তী পোলাও ও পাঁঠার মাংস প্রিয় নীলের - Jamai Sasthi 2024 - JAMAI SASTHI 2024

Actor Neel on Jamai Sasthi: জামাইষষ্ঠীতে মাছ থেকে মাংস হরেকরকম পদ রেঁধে খাওয়ান অভিনেতা নীল ভট্টাচার্যের শাশুড়ি ৷ কিন্তু সবকিছুর মাঝে শাশুড়ির তৈরি কোন পদ অভিনেতা বেশি পছন্দ করেন ? স্ত্রী তৃণারই বা কী পছন্দ ?

Jamai Sasthi
শ্বশুর শাশুড়ির ও বউয়ের সঙ্গে নীল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 3:54 PM IST

কলকাতা, 12 জুন: আজ জামাইষষ্ঠী । মেয়ে জামাইকে আদর করে খাওয়ানোর জন্য বরাদ্দ করা একটি দিন । এই দিনে জামাই-রা হিরো । মেয়েরা এ দিন বাপের ঘরে খানিকটা সেকেন্ড লাইনেই থাকে । তবু এই দিনটিকে লুটেপুটে নিতে বিরত থাকে না কেউই । বাংলা সাহিত্যে জামাইদের নিয়ে হাজারো রসিকতা আছে । জামাই বাবাজীবনের দই-রসগোল্লার হাঁড়ি দুলিয়ে কিংবা গোটা ইলিশ হাতে নিয়ে ধুতির কোঁচা দুলিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার ঘটনা সাহিত্যের পাতা থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে পা রেখে চলছে যুগের পর যুগ ধরে । জামাই আদর থেকে বাদ পড়তে চান না বিনোদন জগতের মানুষরাও । তাঁরাও এ দিন শুটিং থেকে ছুটি নিয়ে সকাল সকাল হাজির হন শাশুড়ির কাছে ।

জামাইষষ্ঠী নিয়ে আলাপচারিতায় নীল (ইটিভি ভারত)

তেমনই একজন হলেন টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য ৷ একমাত্র জামাই তিনি ৷ ফলে শ্বশুর শাশুড়ির বড় আদরের ৷ টেলি অভিনেতা ইটিভি ভারতকে জানালেন তাঁর শাশুড়ির জামাই আদরের কথা । এমনকী এও জানালেন শাশুড়ির হাতে বানানো কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় ৷ নীল বলেন, "শাশুড়ি মা সব রান্নাই ভালো করেন ৷ তবে তাঁর হাতে তৈরি বাসন্তী পোলাও আর পাঁঠার মাংসের জবাব নেই ৷ ওটাই আমার সবসময় প্রিয় ।" তবে তাঁর মাংস পছন্দ হলেও নীল ঘরণী তৃণার চাই মাছের নানান পদ । তাই জামাইয়ের জন্য মাংস, আর মেয়ের জন্য মাছের হরেকরকম রান্না নিজের হাতে যত্ন করে রাঁধেন তৃণার মা ।

2021 সালের 5 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন নীল ও তৃণা । দেখতে দেখতে এবার চারটি জামাইষষ্ঠী পার করে ফেললেন নীল ও তৃণা । প্রতিবারের মতো এবারেও এই দিনটিকে ঘিরে বেশ উচ্ছ্বসিত এই জুটি ।

কলকাতা, 12 জুন: আজ জামাইষষ্ঠী । মেয়ে জামাইকে আদর করে খাওয়ানোর জন্য বরাদ্দ করা একটি দিন । এই দিনে জামাই-রা হিরো । মেয়েরা এ দিন বাপের ঘরে খানিকটা সেকেন্ড লাইনেই থাকে । তবু এই দিনটিকে লুটেপুটে নিতে বিরত থাকে না কেউই । বাংলা সাহিত্যে জামাইদের নিয়ে হাজারো রসিকতা আছে । জামাই বাবাজীবনের দই-রসগোল্লার হাঁড়ি দুলিয়ে কিংবা গোটা ইলিশ হাতে নিয়ে ধুতির কোঁচা দুলিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার ঘটনা সাহিত্যের পাতা থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে পা রেখে চলছে যুগের পর যুগ ধরে । জামাই আদর থেকে বাদ পড়তে চান না বিনোদন জগতের মানুষরাও । তাঁরাও এ দিন শুটিং থেকে ছুটি নিয়ে সকাল সকাল হাজির হন শাশুড়ির কাছে ।

জামাইষষ্ঠী নিয়ে আলাপচারিতায় নীল (ইটিভি ভারত)

তেমনই একজন হলেন টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য ৷ একমাত্র জামাই তিনি ৷ ফলে শ্বশুর শাশুড়ির বড় আদরের ৷ টেলি অভিনেতা ইটিভি ভারতকে জানালেন তাঁর শাশুড়ির জামাই আদরের কথা । এমনকী এও জানালেন শাশুড়ির হাতে বানানো কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় ৷ নীল বলেন, "শাশুড়ি মা সব রান্নাই ভালো করেন ৷ তবে তাঁর হাতে তৈরি বাসন্তী পোলাও আর পাঁঠার মাংসের জবাব নেই ৷ ওটাই আমার সবসময় প্রিয় ।" তবে তাঁর মাংস পছন্দ হলেও নীল ঘরণী তৃণার চাই মাছের নানান পদ । তাই জামাইয়ের জন্য মাংস, আর মেয়ের জন্য মাছের হরেকরকম রান্না নিজের হাতে যত্ন করে রাঁধেন তৃণার মা ।

2021 সালের 5 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন নীল ও তৃণা । দেখতে দেখতে এবার চারটি জামাইষষ্ঠী পার করে ফেললেন নীল ও তৃণা । প্রতিবারের মতো এবারেও এই দিনটিকে ঘিরে বেশ উচ্ছ্বসিত এই জুটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.