ETV Bharat / entertainment

'পুষ্পা 2' দেখে মুগ্ধ জিৎ, পাল্টা উত্তর আল্লু অর্জুনের - JEET ON ALLU ARJUN PUSHPA 2

ছবি মুক্তির পরেই প্রেক্ষাগৃহে দেখে এসেছেন 'পুষ্পা 2' ৷ সোশাল মিডিয়ায় আল্লু অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ বাংলার অভিনেতা জিৎ ৷

allu arjun jeet
'পুষ্পা 2' দেখে মুগ্ধ জিৎ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 9, 2024, 5:33 PM IST

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: বক্সঅফিসে সুনামি এনেছে আল্লু অর্জুনের 'পুষ্পা 2: দ্য রুল' ৷ 5 ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি মাত্র 4 দিনে আয় করে ফেলেছে 800 কোটি টাকা ৷ টলি তারকা জিৎ-ও দক্ষিণী তারকার ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ছবি দেখে নিয়েছেন প্রেক্ষাগৃহে গিয়ে ৷ কেমন লাগল সুকুমার পরিচালিত পুষ্পারাজের অভিনয় ৷ সোশাল মিডিয়ায় দিলেন প্রতিক্রিয়া ৷ পাল্টা উত্তর দিলেন আল্লু অর্জুনও ৷

'বুমেরাং' অভিনেতা জিৎ এক্স হ্যান্ডেলে লেখেন, "পুষ্পা 2 দেখলাম ৷ আর এই ছবি দেখে আমি পুরোপুরি মুগ্ধ ৷ প্রত্যেক কলাকুশলীর অভিনয় অসাধারণ ৷ আল্লু অর্জুন আবারও প্রমাণ করেছেন তিনি ভারতের সবচেয়ে প্রতিভাবান অভিনেতা ৷" এরপর পরিচালক সুকুমারের প্রশংসা করেন জিৎ ৷ তিনি লেখেন, "হ্যাটসঅফ সুকুমার স্যার ৷ অসাধারণ চিত্রনাট্যের বিন্যাস ও পরিচালনার জন্য ৷ এটা সত্যিই একটা মাস্টারপিস ৷ এই কারণেই বিগেস্ট ব্লকব্লাস্টার এই ছবি ৷ অবশ্যই এই সিনেমার সকলের দেখা উচিত ৷"

টলি তারকার প্রশংসা শুনে চুপ থাকেননি দক্ষিণী তারকাও ৷ তিনি জিতের টুইটে উত্তরও দেন ৷ অভিনেতা লেখেন, " জিৎ স্যার ধন্যবাদ ৷ আপনার প্রশংসা মন ছুঁয়ে গিয়েছে ৷ আমার ভালো লাগছে যে আপনি এই সিনেমা পছন্দ করেছেন ৷ আপনার ভালোবাসায় আপ্লুত ৷"

প্রসঙ্গত, আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত 'পুষ্পা 2' প্রথম দিনেই বক্সঅফিসে 250 কোটি টাকা পার করে ফেলে ৷ চারদিনের মাথায় ছবির আয় গ্লোবালি পৌঁছে গিয়েছে 800 কোটির ঘরে ৷ মনে করা হচ্ছে চলতি সপ্তাহে এই ছবি ঢুকে যাবে 1000 কোটির ঘরে ৷

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: বক্সঅফিসে সুনামি এনেছে আল্লু অর্জুনের 'পুষ্পা 2: দ্য রুল' ৷ 5 ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি মাত্র 4 দিনে আয় করে ফেলেছে 800 কোটি টাকা ৷ টলি তারকা জিৎ-ও দক্ষিণী তারকার ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ছবি দেখে নিয়েছেন প্রেক্ষাগৃহে গিয়ে ৷ কেমন লাগল সুকুমার পরিচালিত পুষ্পারাজের অভিনয় ৷ সোশাল মিডিয়ায় দিলেন প্রতিক্রিয়া ৷ পাল্টা উত্তর দিলেন আল্লু অর্জুনও ৷

'বুমেরাং' অভিনেতা জিৎ এক্স হ্যান্ডেলে লেখেন, "পুষ্পা 2 দেখলাম ৷ আর এই ছবি দেখে আমি পুরোপুরি মুগ্ধ ৷ প্রত্যেক কলাকুশলীর অভিনয় অসাধারণ ৷ আল্লু অর্জুন আবারও প্রমাণ করেছেন তিনি ভারতের সবচেয়ে প্রতিভাবান অভিনেতা ৷" এরপর পরিচালক সুকুমারের প্রশংসা করেন জিৎ ৷ তিনি লেখেন, "হ্যাটসঅফ সুকুমার স্যার ৷ অসাধারণ চিত্রনাট্যের বিন্যাস ও পরিচালনার জন্য ৷ এটা সত্যিই একটা মাস্টারপিস ৷ এই কারণেই বিগেস্ট ব্লকব্লাস্টার এই ছবি ৷ অবশ্যই এই সিনেমার সকলের দেখা উচিত ৷"

টলি তারকার প্রশংসা শুনে চুপ থাকেননি দক্ষিণী তারকাও ৷ তিনি জিতের টুইটে উত্তরও দেন ৷ অভিনেতা লেখেন, " জিৎ স্যার ধন্যবাদ ৷ আপনার প্রশংসা মন ছুঁয়ে গিয়েছে ৷ আমার ভালো লাগছে যে আপনি এই সিনেমা পছন্দ করেছেন ৷ আপনার ভালোবাসায় আপ্লুত ৷"

প্রসঙ্গত, আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত 'পুষ্পা 2' প্রথম দিনেই বক্সঅফিসে 250 কোটি টাকা পার করে ফেলে ৷ চারদিনের মাথায় ছবির আয় গ্লোবালি পৌঁছে গিয়েছে 800 কোটির ঘরে ৷ মনে করা হচ্ছে চলতি সপ্তাহে এই ছবি ঢুকে যাবে 1000 কোটির ঘরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.