ETV Bharat / entertainment

ছোট পর্দায় ফিরছেন গৌরব চট্টোপাধ্যায়, আসছে 'তেঁতুল পাতা' - Gourab Chatterjee Come Back

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 6:38 PM IST

Gourab Chatterjee Come Back: গাঁটছড়ার পর আবারও ছোট পর্দায় ফিরছেন গৌরব চট্টোপাধ্যায় ৷ নতুন ধারাবাহিক 'তেঁতুল পাতা'-য় দেখা যাবে তাঁকে ৷

Gourab Chatterjee Come Back
ছোট পর্দায় ফিরছেন গৌরব চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

কলকাতা, 26 জুন: একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'তেঁতুল পাতা' ৷ বেশি কিছুদিন ধরেই এই ধারাবাহিকের ঝলক ছোট পর্দায় দেখা যাচ্ছে ৷ যেখানে ব্যাক গ্রাউন্ডে বাজছে আমির খান, জুহি চাওলা অভিনীত 'হাম হ্যায় রাহি প্যার'কে ছবির মিউজিক ৷ আর তা দেখেই আন্দাজ করা যায় যে, হুল্লোড়ময় হতে চলেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে কে কে অভিনয় করেছেন তা এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে। তবে, টলিপাড়ায় গুঞ্জন এই ধারাবাহিকের হাত ধরেই 'গাঁটছড়া'র ঋদ্ধিমান সিংহ রায় থুড়ি গৌরব চট্টোপাধ্যায় ফিরছেন মুখ্য পুরুষ চরিত্রে।

ধারাবাহিকের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির থেকেই জানা গিয়েছে, মুখ্য চরিত্রে গৌরব অভিনয় করেছেন । গৌরবের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাড়া মেলেনি। উল্লেখ্য, সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' ছবিতে দর্শকের প্রশংসা পেয়েছেন গৌরব। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'অভিশপ্ত'তেও সকলের নজর কেড়ে ছিলেন গৌরব চট্টোপাধ্যায় ৷

নতুন এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় কে আছেন তা নিয়ে রহস্য দানা বাঁধছে। নাম উঠে আসছে 'আয় তবে সহচরী', 'মন দিতে চাই' সিরিয়াল খ্যাত অরুণিমা হালদার এবং 'অষ্টমী' খ্যাত ঋতব্রতা বসুর। বাকিটা সময় বলবে। প্রাণবন্ত এই ধারাবাহিকে থাকছেন অনামিকা সাহা, সন্দীপ চক্রবর্তী, রোহিত মুখোপাধ্যায়, আভেরি সিংহ রায়-সহ আরও অনেকে। এছাড়াও এক-ঝাঁক কচিকাঁচার বিশেষ ভূমিকা আছে এই ধারাবাহিকে।

জানা গিয়েছে, তেঁতুল পাতা সিরিয়ালে একান্নবর্তী পরিবারের গল্প বলবে এই ধারাবাহিক। সেই পরিবারের ছেলের ভূমিকায় দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে ৷ এই পরিবারের সমস্ত হুল্লোড়ে অক্সিজেন জোগান নায়কের কাকা। যিনি সকলকে মাতিয়ে রাখেন। বাড়িতে কোনও সমস্যা দেখা দিলে সকলের আগে তিনি সামলে নেন । পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে নাটকে মজে থাকেন তিনি ৷ এই চরিত্রে অভিনয়ে দেখা যাবে দেবনাথ চট্টোপাধ্যায়কে।

কোন সময়ে কবে থেকে এই ধারাবাহিক আসছে, তা জানা যায়নি এখনও ৷ এমনকী কোন স্লটে আসছে তাও জানা যায়নি। কোনও ধারাবাহিক মাঝপথে বন্ধ হচ্ছে কি না, তা নিয়েও আগ্রহের পারদ চড়ছে দর্শকমহলে ৷ এই চ্যানেলে 'কথা', 'বঁধূয়া', 'রোশনাই'-এর সঙ্গে এবার টক্কর দিতে হাজির হতে চলেছে 'তেঁতুল পাতা' ৷ সবটা জানতে অপেক্ষাই ভরসা ৷

কলকাতা, 26 জুন: একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'তেঁতুল পাতা' ৷ বেশি কিছুদিন ধরেই এই ধারাবাহিকের ঝলক ছোট পর্দায় দেখা যাচ্ছে ৷ যেখানে ব্যাক গ্রাউন্ডে বাজছে আমির খান, জুহি চাওলা অভিনীত 'হাম হ্যায় রাহি প্যার'কে ছবির মিউজিক ৷ আর তা দেখেই আন্দাজ করা যায় যে, হুল্লোড়ময় হতে চলেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে কে কে অভিনয় করেছেন তা এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে। তবে, টলিপাড়ায় গুঞ্জন এই ধারাবাহিকের হাত ধরেই 'গাঁটছড়া'র ঋদ্ধিমান সিংহ রায় থুড়ি গৌরব চট্টোপাধ্যায় ফিরছেন মুখ্য পুরুষ চরিত্রে।

ধারাবাহিকের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির থেকেই জানা গিয়েছে, মুখ্য চরিত্রে গৌরব অভিনয় করেছেন । গৌরবের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাড়া মেলেনি। উল্লেখ্য, সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' ছবিতে দর্শকের প্রশংসা পেয়েছেন গৌরব। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'অভিশপ্ত'তেও সকলের নজর কেড়ে ছিলেন গৌরব চট্টোপাধ্যায় ৷

নতুন এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় কে আছেন তা নিয়ে রহস্য দানা বাঁধছে। নাম উঠে আসছে 'আয় তবে সহচরী', 'মন দিতে চাই' সিরিয়াল খ্যাত অরুণিমা হালদার এবং 'অষ্টমী' খ্যাত ঋতব্রতা বসুর। বাকিটা সময় বলবে। প্রাণবন্ত এই ধারাবাহিকে থাকছেন অনামিকা সাহা, সন্দীপ চক্রবর্তী, রোহিত মুখোপাধ্যায়, আভেরি সিংহ রায়-সহ আরও অনেকে। এছাড়াও এক-ঝাঁক কচিকাঁচার বিশেষ ভূমিকা আছে এই ধারাবাহিকে।

জানা গিয়েছে, তেঁতুল পাতা সিরিয়ালে একান্নবর্তী পরিবারের গল্প বলবে এই ধারাবাহিক। সেই পরিবারের ছেলের ভূমিকায় দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে ৷ এই পরিবারের সমস্ত হুল্লোড়ে অক্সিজেন জোগান নায়কের কাকা। যিনি সকলকে মাতিয়ে রাখেন। বাড়িতে কোনও সমস্যা দেখা দিলে সকলের আগে তিনি সামলে নেন । পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে নাটকে মজে থাকেন তিনি ৷ এই চরিত্রে অভিনয়ে দেখা যাবে দেবনাথ চট্টোপাধ্যায়কে।

কোন সময়ে কবে থেকে এই ধারাবাহিক আসছে, তা জানা যায়নি এখনও ৷ এমনকী কোন স্লটে আসছে তাও জানা যায়নি। কোনও ধারাবাহিক মাঝপথে বন্ধ হচ্ছে কি না, তা নিয়েও আগ্রহের পারদ চড়ছে দর্শকমহলে ৷ এই চ্যানেলে 'কথা', 'বঁধূয়া', 'রোশনাই'-এর সঙ্গে এবার টক্কর দিতে হাজির হতে চলেছে 'তেঁতুল পাতা' ৷ সবটা জানতে অপেক্ষাই ভরসা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.