কলকাতা, 13 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ আছড়ে পড়ল টলিউডেও ৷ এই ভয়াবহ ঘটনার বিরুদ্ধে সরব হয়ে নিজের আসন্ন ছবির টিজার প্রকাশ স্থগিত করে দিলেন টলি তারকা দেব ৷ তাঁর ফিল্ম খাদানের টিজার মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাংসদ-অভিনেতা ৷ আরজি করের ঘটনায় মৃতার পরিবারের দ্রুত ন্যায়বিচারের পক্ষে সওয়াল করেছেন তিনি ৷
মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে দেব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ । দল হিসেবে এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমরা আমাদের চলচ্চিত্র 'খাদান' এর টিজারের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি ।"
দেবের কথায়, এই সময় সিনেমা নয়, সবার মনোযোগ ওই ঘটনার দিকেই থাকা উচিত ৷ মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, "এই সময় আমাদের মনোযোগ মৃতার বিচার চাওয়ার দিকে থাকা উচিত । আমরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই । আমাদের হৃদয় মৃতার পরিবারের পাশে আছে, এবং আমরা তাদের ন্যায়বিচারের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি ।"
Let’s stand together 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/bcLJd22ctO
— Dev (@idevadhikari) August 13, 2024
উল্লেখ্য, শুরু থেকেই খাদান ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে ৷ এই ছবিতে 'প্রধান' অভিনেতার ঝলক আরও বেশি উৎসাহিত করেছে দর্শকদের ৷ এই দেবকে যেন কেউ চেনেন না । নজর কাড়বেন যিশু সেনগুপ্তও । এই ছবিতে অনান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইধিকা পাল, বরখা বিস্ত সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু প্রমুখ ।