ETV Bharat / entertainment

ফের জুটিতে আবির-মিমি, আসছে 'আলাপ' - আলাপ

Abir-Mimi to act in Alaap: রক্তবীজের পর ফের জুটিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে ৷ আসছে তাঁদের নতুন ছবি 'আলাপ' ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 11:54 AM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: ভূতপরী'র পর সুরিন্দর ফিল্মস-এর আগামী ছবি 'আলাপ'। হাজির হয়েছে ছবির প্রাথমিক পোস্টার । সেখানে টুকরো টুকরো চিরকূটে লেখা রয়েছে ছবির বিভিন্ন চরিত্রাভিনেতাদের নাম, সঙ্গীত পরিচালকের নাম ।

'আলাপ'-এর পরিচালনায় রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকী । গতকালই ছবির খবর সামাজিক মাধ্যমে দিয়েছেন পরিচালক । তিনি লিখেছেন, "ফাগুন হাওয়ার আলাপ।" পরিচালকের সামাজিক পোস্ট দেখেই বোঝা গিয়েছে এই ছবিতে অভিনয় করতে চলেছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, স্বস্তিকা দত্ত, তন্বী লাহা রায়, কিঞ্জল নন্দ । সঙ্গীত পরিচালনায় অনুপম রায় । চিত্রনাট্য লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত । ছবির গল্পও ফেঁদেছেন প্রেমেন্দু বিকাশ চাকী ।

পরিচালকের সঙ্গে তাঁর নতুন ছবির ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বেজে যায় । এ বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় এর আগে 'পাকা দেখা', 'হানিমুন', 'লাভ ম্যারেজ' দেখেছে দর্শক । এবারের ছবিটিতেও প্রেম থাকবে ভরপুর, তা পরিচালক থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, পদ্মনাভ দাশগুপ্তর সামাজিক মাধ্যমে ঢুঁ মারলেই আন্দাজ করা যায় ।

দিনকয়েক আগে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্যানারে 'রক্তবীজ' ছবিতে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় । সেটিই ছিল তাঁদের জুটির প্রথম ছবি। আর তাতেই হয়েছিল বাজিমাত । পুলিশ অফিসারের চরিত্রে দুজনকেই মানিয়েছিল ভালো । সর্বোপরি তাঁদের জুটিকে ভালোবেসেছে দর্শক । সেই কেমেস্ট্রিই এ বার কাজে লাগাতে চলেছে সুরিন্দর ফিল্মস । আসছে 'আলাপ'।

আরও পড়ুন:

  1. 'ডাঙ্কি' এবার ওটিটি-তে, কবে-কোথায় দেখতে পাবেন ? জানালেন শাহরুখ
  2. বাগদেবীর আরাধনার ফাঁকে আড্ডায়-গানে মেতে উঠলেন স্বাগতা ; ঘরোয়া পুজো ঋতুপর্ণার
  3. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

কলকাতা, 15 ফেব্রুয়ারি: ভূতপরী'র পর সুরিন্দর ফিল্মস-এর আগামী ছবি 'আলাপ'। হাজির হয়েছে ছবির প্রাথমিক পোস্টার । সেখানে টুকরো টুকরো চিরকূটে লেখা রয়েছে ছবির বিভিন্ন চরিত্রাভিনেতাদের নাম, সঙ্গীত পরিচালকের নাম ।

'আলাপ'-এর পরিচালনায় রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকী । গতকালই ছবির খবর সামাজিক মাধ্যমে দিয়েছেন পরিচালক । তিনি লিখেছেন, "ফাগুন হাওয়ার আলাপ।" পরিচালকের সামাজিক পোস্ট দেখেই বোঝা গিয়েছে এই ছবিতে অভিনয় করতে চলেছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, স্বস্তিকা দত্ত, তন্বী লাহা রায়, কিঞ্জল নন্দ । সঙ্গীত পরিচালনায় অনুপম রায় । চিত্রনাট্য লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত । ছবির গল্পও ফেঁদেছেন প্রেমেন্দু বিকাশ চাকী ।

পরিচালকের সঙ্গে তাঁর নতুন ছবির ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বেজে যায় । এ বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় এর আগে 'পাকা দেখা', 'হানিমুন', 'লাভ ম্যারেজ' দেখেছে দর্শক । এবারের ছবিটিতেও প্রেম থাকবে ভরপুর, তা পরিচালক থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, পদ্মনাভ দাশগুপ্তর সামাজিক মাধ্যমে ঢুঁ মারলেই আন্দাজ করা যায় ।

দিনকয়েক আগে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্যানারে 'রক্তবীজ' ছবিতে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় । সেটিই ছিল তাঁদের জুটির প্রথম ছবি। আর তাতেই হয়েছিল বাজিমাত । পুলিশ অফিসারের চরিত্রে দুজনকেই মানিয়েছিল ভালো । সর্বোপরি তাঁদের জুটিকে ভালোবেসেছে দর্শক । সেই কেমেস্ট্রিই এ বার কাজে লাগাতে চলেছে সুরিন্দর ফিল্মস । আসছে 'আলাপ'।

আরও পড়ুন:

  1. 'ডাঙ্কি' এবার ওটিটি-তে, কবে-কোথায় দেখতে পাবেন ? জানালেন শাহরুখ
  2. বাগদেবীর আরাধনার ফাঁকে আড্ডায়-গানে মেতে উঠলেন স্বাগতা ; ঘরোয়া পুজো ঋতুপর্ণার
  3. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.