ETV Bharat / business

নিয়োগ চলছে সর্বত্র ! জুলাইয়ে বেড়েছে দেশের কর্মসংস্থান; বাংলার হাল কী? - Unemployment Rate In India

Unemployment Rate In India: জুলাই মাসে দেশজুড়ে চলা ব্যাপক নিয়োগের জেরে বেড়েছে কর্মসংস্থান ৷ দেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপে এবং সবচেয়ে কম ত্রিপুরায় ৷ কর্মসংস্থানের নিরিখে তালিকার উপরের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম ৷

Unemployment Rate In India
জুলাইয়ে বেড়েছে দেশের কর্মসংস্থান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 5:25 PM IST

কলকাতা, 9 অগস্ট: জুলাই মাসে ভারতের বেকারত্বের হার (Unemployment Rate) 1.3 শতাংশ পয়েন্ট কমেছে যা আগের মাসে নয় শতাংশের উপরে আট মাসের সর্বোচ্চ ছিল। কনজিউমার পিরামিড হাউসহোল্ড-এর সমীক্ষা অনুযায়ী, বেকারত্বের হার জুনের 9.2 শতাংশ থেকে কমে জুলাই মাসে 7.9 শতাংশে নেমে এসেছে । পাশাপাশি, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) পরিচালিত এই সমীক্ষাটি 1,78,000 পরিবারের থেকে নেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে । উভয় ক্ষেত্রেই দেশে বেকারত্বের হারে পতনের জন্য বিশেষজ্ঞরা জুন মাসজুড়ে চলা ব্যাপক নিয়োগের প্রভাবকে উল্লেখ করেছেন।

Unemployment Rate In India
দেশে বেকারত্বের হারে পতনের জন্য বিশেষজ্ঞরা জুন মাসজুড়ে চলা ব্যাপক নিয়োগের প্রভাবকে উল্লেখ করেছেন (ইটিভি ভারত)

দেশে বেকারত্বের হারে পতন:

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-এর দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসে দেশের মোট বেকার নাগরিকের সংখ্যা ছিল 4 কোটি 14 লক্ষ (41.4 মিলিয়ন) ৷ জুলাইতে এই সংখ্যাটা কমে 3 কোটি 54 লক্ষতে (35.4 মিলিয়নে) নেমে এসেছে ৷ পরিসংখ্যান বলছে, জুন মাসে শহরাঞ্চলের বেকারত্বের হার ছিল 8.8 শতাংশ এবং গ্রামীণ এলাকায় এই হার 9.3 শতাংশ ছিল। জুলাই মাসে দেশজুড়ে চলা ব্যাপক নিয়োগের জেরে বেড়েছে কর্মসংস্থান ৷ ফলে 1.3 শতাংশ কমেছে বেকারত্বের হার ৷ জুলাই মাসে শহরাঞ্চলের বেকারত্বের হার ছিল 8.5 শতাংশ এবং গ্রামীণ এলাকায় এই হার 7.5 শতাংশ ছিল। অর্থাৎ, এই সময়ে শহরাঞ্চলে বেকারত্বের হার 0.3 শতাংশ কমেছে এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের হার 1.8 শতাংশ কমেছে ৷ সুতরাং, পরিসংখ্যান অনুযায়ী জুলাই মাসে দেশের গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের হার শহরাঞ্চলের তুলনায় অনেকটাই বেড়েছে ৷

Unemployment Rate In India
জুলাই মাসে দেশজুড়ে চলা ব্যাপক নিয়োগের জেরে বেড়েছে কর্মসংস্থান (ইটিভি ভারত)

দেশে বেকারত্বের নিরিখে পশ্চিমবঙ্গের হাল কী?

22 জুলাই কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপে (11.1 শতাংশ) এবং সবচেয়ে কম ত্রিপুরায় (1.4 শতাংশ) ৷ কর্মসংস্থানের নিরিখে প্রতিবেশী রাজ্যের থেকে খুব বেশি পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ ৷ এ রাজ্যের বেকারত্বের হার 2.2 শতাংশ ৷ কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং সিকিম কর্মসংস্থানের নিরিখে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ৷ কর্মসংস্থান অনুযায়ী, এই তালিকার প্রথম পাঁচে রয়েছে ত্রিপুরা (প্রথম স্থানে, বেকারত্বের হার 1.4 শতাংশ), দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ (বেকারত্বের হার 1.6 শতাংশ), অসম, গুজরাত ও ঝাড়খণ্ড রয়েছে তৃতীয় স্থানে (বেকারত্বের হার 1.7 শতাংশ), চতুর্থ স্থানে দিল্লি (বেকারত্বের হার 1.9 শতাংশ) এবং পশ্চিমবঙ্গ রয়েছে পঞ্চম স্থানে (বেকারত্বের হার 2.2 শতাংশ) ৷

Unemployment Rate In India
বেকারত্বের হার জুনের 9.2 শতাংশ থেকে কমে জুলাই মাসে 7.9 শতাংশে নেমে এসেছে (ইটিভি ভারত)

দেশে বেকারত্বের হার ক্রমশ কমছে:

সর্বশেষ উপলব্ধ বার্ষিক পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষার (PLFS) রিপোর্ট অনুযায়ী, 2020-21, 2021-22 এবং 2022-23 সালে 15 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের স্বাভাবিক অবস্থার আনুমানিক বেকারত্বের হার (Unemployment Rate) ছিল যথাক্রমে 4.2%, 4.1% এবং 3.2% ৷ এই তথ্য অনুযায়ী, দেশে বেকারত্বের হার ক্রমশ কমছে।

ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর যৌথভাবে তৈরি করা ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 অনুযায়ী, ভারতের কর্মক্ষম জনসংখ্যা 2011 সালের 61 শতাংশ থেকে 2021 সালে 64 শতাংশ হয়েছে ৷ অর্থাৎ, এই 10 বছরে দেশের কর্মক্ষম জনসংখ্যা 3 শতাংশ বেড়েছে এবং 2036 সালে এটি 65 শতাংশে পৌঁছবে বলে অনুমান করা হয়েছে ।

কলকাতা, 9 অগস্ট: জুলাই মাসে ভারতের বেকারত্বের হার (Unemployment Rate) 1.3 শতাংশ পয়েন্ট কমেছে যা আগের মাসে নয় শতাংশের উপরে আট মাসের সর্বোচ্চ ছিল। কনজিউমার পিরামিড হাউসহোল্ড-এর সমীক্ষা অনুযায়ী, বেকারত্বের হার জুনের 9.2 শতাংশ থেকে কমে জুলাই মাসে 7.9 শতাংশে নেমে এসেছে । পাশাপাশি, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) পরিচালিত এই সমীক্ষাটি 1,78,000 পরিবারের থেকে নেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে । উভয় ক্ষেত্রেই দেশে বেকারত্বের হারে পতনের জন্য বিশেষজ্ঞরা জুন মাসজুড়ে চলা ব্যাপক নিয়োগের প্রভাবকে উল্লেখ করেছেন।

Unemployment Rate In India
দেশে বেকারত্বের হারে পতনের জন্য বিশেষজ্ঞরা জুন মাসজুড়ে চলা ব্যাপক নিয়োগের প্রভাবকে উল্লেখ করেছেন (ইটিভি ভারত)

দেশে বেকারত্বের হারে পতন:

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-এর দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসে দেশের মোট বেকার নাগরিকের সংখ্যা ছিল 4 কোটি 14 লক্ষ (41.4 মিলিয়ন) ৷ জুলাইতে এই সংখ্যাটা কমে 3 কোটি 54 লক্ষতে (35.4 মিলিয়নে) নেমে এসেছে ৷ পরিসংখ্যান বলছে, জুন মাসে শহরাঞ্চলের বেকারত্বের হার ছিল 8.8 শতাংশ এবং গ্রামীণ এলাকায় এই হার 9.3 শতাংশ ছিল। জুলাই মাসে দেশজুড়ে চলা ব্যাপক নিয়োগের জেরে বেড়েছে কর্মসংস্থান ৷ ফলে 1.3 শতাংশ কমেছে বেকারত্বের হার ৷ জুলাই মাসে শহরাঞ্চলের বেকারত্বের হার ছিল 8.5 শতাংশ এবং গ্রামীণ এলাকায় এই হার 7.5 শতাংশ ছিল। অর্থাৎ, এই সময়ে শহরাঞ্চলে বেকারত্বের হার 0.3 শতাংশ কমেছে এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের হার 1.8 শতাংশ কমেছে ৷ সুতরাং, পরিসংখ্যান অনুযায়ী জুলাই মাসে দেশের গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের হার শহরাঞ্চলের তুলনায় অনেকটাই বেড়েছে ৷

Unemployment Rate In India
জুলাই মাসে দেশজুড়ে চলা ব্যাপক নিয়োগের জেরে বেড়েছে কর্মসংস্থান (ইটিভি ভারত)

দেশে বেকারত্বের নিরিখে পশ্চিমবঙ্গের হাল কী?

22 জুলাই কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপে (11.1 শতাংশ) এবং সবচেয়ে কম ত্রিপুরায় (1.4 শতাংশ) ৷ কর্মসংস্থানের নিরিখে প্রতিবেশী রাজ্যের থেকে খুব বেশি পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ ৷ এ রাজ্যের বেকারত্বের হার 2.2 শতাংশ ৷ কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং সিকিম কর্মসংস্থানের নিরিখে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ৷ কর্মসংস্থান অনুযায়ী, এই তালিকার প্রথম পাঁচে রয়েছে ত্রিপুরা (প্রথম স্থানে, বেকারত্বের হার 1.4 শতাংশ), দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ (বেকারত্বের হার 1.6 শতাংশ), অসম, গুজরাত ও ঝাড়খণ্ড রয়েছে তৃতীয় স্থানে (বেকারত্বের হার 1.7 শতাংশ), চতুর্থ স্থানে দিল্লি (বেকারত্বের হার 1.9 শতাংশ) এবং পশ্চিমবঙ্গ রয়েছে পঞ্চম স্থানে (বেকারত্বের হার 2.2 শতাংশ) ৷

Unemployment Rate In India
বেকারত্বের হার জুনের 9.2 শতাংশ থেকে কমে জুলাই মাসে 7.9 শতাংশে নেমে এসেছে (ইটিভি ভারত)

দেশে বেকারত্বের হার ক্রমশ কমছে:

সর্বশেষ উপলব্ধ বার্ষিক পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষার (PLFS) রিপোর্ট অনুযায়ী, 2020-21, 2021-22 এবং 2022-23 সালে 15 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের স্বাভাবিক অবস্থার আনুমানিক বেকারত্বের হার (Unemployment Rate) ছিল যথাক্রমে 4.2%, 4.1% এবং 3.2% ৷ এই তথ্য অনুযায়ী, দেশে বেকারত্বের হার ক্রমশ কমছে।

ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর যৌথভাবে তৈরি করা ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 অনুযায়ী, ভারতের কর্মক্ষম জনসংখ্যা 2011 সালের 61 শতাংশ থেকে 2021 সালে 64 শতাংশ হয়েছে ৷ অর্থাৎ, এই 10 বছরে দেশের কর্মক্ষম জনসংখ্যা 3 শতাংশ বেড়েছে এবং 2036 সালে এটি 65 শতাংশে পৌঁছবে বলে অনুমান করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.