নয়াদিল্লি, 13 এপ্রিল: পাঁচমাসের মধ্যে সর্বনিম্ন ৷ মার্চ মাসে 4.85 শতাংশ হ্রাস পেল খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার । খাদ্যপণ্যের দাম কম হওয়ায় খুচরো মূল্যবৃদ্ধির হারে এই পতন দেখা গিয়েছে । শুক্রবার জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) দ্বারা প্রকাশিত তথ্যে এমনটাই জানা গিয়েছে ৷ খাদ্যপণ্যের দাম গত ফেব্রুয়ারি মাসে 8.66 শতাংশ থেকে মার্চ মাসে সামান্য কমে 8.52 শতাংশে নেমে এসেছে।
কেন্দ্র 22টি রাজ্যের তথ্য প্রকাশ করেছে ৷ যার মধ্যে নয়টি রাজ্য জাতীয় গড় মূল্যবৃদ্ধির হারের নীচে রয়েছে এবং বাকি 13টি এর উপরে রয়েছে ৷ মূল্যবৃদ্ধির হার 4.94 থেকে 7.05 শতাংশের মধ্যে । মার্চ মাসে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার 5 শতাংশের নাচে নেমে আসে, যা ধারাবাহিকভাবে সপ্তম মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 6 শতাংশের কমফোর্ট জোনের মধ্যে ছিল ।
2023 সালের ফেব্রুয়ারি 5.09 শতাংশ ও মার্চ মাসে 5.66 শতাংশের তুলনায় 2024 সালের মার্চ মাসে কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ছিল 4.85 শতাংশ । জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী, খাদ্যপণ্যের দাম কনজিউমার ফুড প্রাইস ইনডেক্সও (সিএফপিআই)ও ফেব্রুয়ারির 8.66 শতাংশ থেকে মার্চ মাসে 8.52 শতাংশে নেমে এসেছে ।
এ ছাড়া এই তথ্যে দেখা গিয়েছে, শহরের তুলনায় গ্রামে মূল্যবৃদ্ধির হার বেশি । 2024 সালের মার্চ মাসে গ্রামে মূল্যবৃদ্ধির হার 5.45 শতাংশে ছিল, যা 2024 সালের ফেব্রুয়ারিতে 5.34 শতাংশের তুলনায় বেশি ৷ তবে এটি 2023 সালের মার্চ মাসে 5.51 শতাংশের তুলনায় এখনও কম ৷ 2024 সালের মার্চ মাসে শহুরে মূল্যবৃদ্ধির হার ছিল 4.78 শতাংশ, যা ফেব্রুয়ারির 4.14 শতাংশের তুলনায় বেশি এবং 2023 সালের মার্চ মাসে থাকা 5.89 শতাংশের থেকে কম ।
যদি আমরা প্রত্যেক মাসের তথ্যের কথা বলি, তাহলে তেল ও চর্বিজাতীয় খাবারের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার 11.72 শতাংশ এবং জ্বালানি ও আলোর বিভাগে 3.24 শতাংশ কমেছে ৷ বিভিন্ন বিভাগের বাকি আইটেমগুলি ইতিবাচক ক্ষেত্রে ছিল । মার্চ মাসে শাকসবজির দাম 28.34 শতাংশ, ডাল ও পণ্যের 17.71 শতাংশ, মশলা 11.40 শতাংশ, ডিম 10.33 শতাংশ এবং সিরিয়াল ও পণ্যের 8.37 শতাংশ বেড়েছে ।
তথ্য অনুযায়ী, মার্চ মাসে ওড়িশায় সর্বোচ্চ মূল্যবৃদ্ধির হার ছিল 7.05 শতাংশ । ফেব্রুয়ারিতেও শীর্ষে ছিল ওড়িশা এবং সর্বনিম্ন মূল্যবৃদ্ধি হয়েছে গত মাসের মতো দিল্লিতে, 2.42 শতাংশ । রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কেন্দ্রের তরফে কাজ দেওয়া হয়েছে যাতে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার 4 শতাংশে থাকে এবং মার্জিন 2 শতাংশ উপরে এবং নীচে ওঠানামা করে ।
কেয়ারএজ চিফ ইকোনমিস্ট রজনী সিনহা ইটিভি ভারতকে বলেছেন, "সিপিআই মূল্যবৃদ্ধি ব্যাপক প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারিতে 5.1 শতাংশ থেকে মার্চ মাসে 4.9 শতাংশে নেমে এসেছে ৷ ধারাবাহিকভাবে চতুর্থ মাসে 4 শতাংশের থ্রেশহোল্ডের নীচে অবস্থান করছে মূল্যবৃদ্ধির হার । যদিও খাদ্যপণ্যের দাম প্রান্তিক হ্রাস সত্ত্বেও উচ্চ স্তরে রয়ে গিয়েছে । শাকসবজি, ডাল, ডিম এবং মশলার দ্বিগুণ দামের বাড়ার ফলে মূল্যবৃদ্ধি হয় ।"
আরও পড়ুন: