ETV Bharat / business

স্বস্তিতে দেশবাসী ! ফের রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত আরবিআই’য়ের - RBI Monetary Policy

RBI Monetary Policy Meeting: পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি ৷ সেকারণে রেপো রেট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তায় ছিলেন দেশবাসী ৷ এই আবহে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক ৷

RBI Monetary Policy Meeting
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 7, 2024, 11:15 AM IST

Updated : Jun 7, 2024, 11:52 AM IST

নয়াদিল্লি, 7 জুন: ফের একবার রেপো রেট পরিবর্তনের সিদ্ধান্ত নিল দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ শুক্রবার মুদ্রানীতি কমিটির বৈঠকের এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৷ মূলত বর্তমান আবহে দেশের মুদ্রাস্ফিতির উপর কঠোর নজর রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, এই নিয়ে টানা 8 বার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ ব্যাঙ্ক ৷

2022 সালের মে মাস থেকে পরপর 6 বার রেপো রেটের হার বৃদ্ধি পায় ৷ অবশেষে গত বছর এপ্রিল মাসে 250 বেসিস পয়েন্টে পৌঁছে যাওয়ার পর পরিবর্তনের হার স্থগিত করে দেওয়া হয় ৷ চলতি অর্থবর্ষ অর্থাৎ 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণার সময় শক্তিকান্ত দাস জানান, এবারও রেপো রেটের হার 6.5 শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ সেইসঙ্গে তিনি আরও জানান, স্বাভাবিক বর্ষাকালের প্রতাশ্যায় দেশে খাদ্য দ্রব্যের মূল্যের মুদ্রাস্ফীতির উপর নজর রাখবে মুদ্রানীতি নির্ধারক কমিটি ৷

উল্লেখ্য, এর আগে 7 ত্রৈমাসিকে রেপো রেটে কোনও পরিবর্তন আনা হয়নি ৷ অন্যদিকে, মুদ্রাস্ফীতির সূচক ক্রমশ ঊর্ধ্বমুখী ৷ এই আবহে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে লোকসভা নির্বাচনের পর সুদের হার বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক, তা অনুমান করেছিল অনেকে ৷ ফলে বাড়ি, গাড়ির ঋণ বৃদ্ধির প্রবল সম্ভাবনার কথা ভেবে চিন্তায় পড়েছিলেন ৷ অবশেষে খানিক স্বস্তির খবর শোনালেন আরবিআই গভর্নর ৷

এদিন জিডিপি বৃদ্ধি বিষয়েও ঘোষণা করেন শক্তিকান্ত দাস ৷ এমপিসি-র বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, চলতি অর্থবর্ষের জন্য জিডিপি বৃদ্ধির অনুমান 7 শতাংশ থেকে বাড়িয়ে 7.2 শতাংশে করা হয়েছে ৷ তাৎপর্যপূর্ণভাবে, আরবিআই গভর্নরের জিডিপি নিয়ে এই ঘোষণার পরই একলাফে সেনসেক্স প্রায় এক শতাংশ বা 700 পয়েন্ট বেড়ে 75 হাজার 814 স্তরে পৌঁছায় ৷ সেইসঙ্গে আরবিআই গভর্নর আরও জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখে সিপিআই মুদ্রাস্ফীতির হার 4 শতাংশের আশেপাশে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ আর এই মুহূর্তে সেটাই চেষ্টা করছে শীর্ষ ব্যাঙ্ক ৷

নয়াদিল্লি, 7 জুন: ফের একবার রেপো রেট পরিবর্তনের সিদ্ধান্ত নিল দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ শুক্রবার মুদ্রানীতি কমিটির বৈঠকের এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৷ মূলত বর্তমান আবহে দেশের মুদ্রাস্ফিতির উপর কঠোর নজর রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, এই নিয়ে টানা 8 বার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ ব্যাঙ্ক ৷

2022 সালের মে মাস থেকে পরপর 6 বার রেপো রেটের হার বৃদ্ধি পায় ৷ অবশেষে গত বছর এপ্রিল মাসে 250 বেসিস পয়েন্টে পৌঁছে যাওয়ার পর পরিবর্তনের হার স্থগিত করে দেওয়া হয় ৷ চলতি অর্থবর্ষ অর্থাৎ 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণার সময় শক্তিকান্ত দাস জানান, এবারও রেপো রেটের হার 6.5 শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ সেইসঙ্গে তিনি আরও জানান, স্বাভাবিক বর্ষাকালের প্রতাশ্যায় দেশে খাদ্য দ্রব্যের মূল্যের মুদ্রাস্ফীতির উপর নজর রাখবে মুদ্রানীতি নির্ধারক কমিটি ৷

উল্লেখ্য, এর আগে 7 ত্রৈমাসিকে রেপো রেটে কোনও পরিবর্তন আনা হয়নি ৷ অন্যদিকে, মুদ্রাস্ফীতির সূচক ক্রমশ ঊর্ধ্বমুখী ৷ এই আবহে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে লোকসভা নির্বাচনের পর সুদের হার বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক, তা অনুমান করেছিল অনেকে ৷ ফলে বাড়ি, গাড়ির ঋণ বৃদ্ধির প্রবল সম্ভাবনার কথা ভেবে চিন্তায় পড়েছিলেন ৷ অবশেষে খানিক স্বস্তির খবর শোনালেন আরবিআই গভর্নর ৷

এদিন জিডিপি বৃদ্ধি বিষয়েও ঘোষণা করেন শক্তিকান্ত দাস ৷ এমপিসি-র বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, চলতি অর্থবর্ষের জন্য জিডিপি বৃদ্ধির অনুমান 7 শতাংশ থেকে বাড়িয়ে 7.2 শতাংশে করা হয়েছে ৷ তাৎপর্যপূর্ণভাবে, আরবিআই গভর্নরের জিডিপি নিয়ে এই ঘোষণার পরই একলাফে সেনসেক্স প্রায় এক শতাংশ বা 700 পয়েন্ট বেড়ে 75 হাজার 814 স্তরে পৌঁছায় ৷ সেইসঙ্গে আরবিআই গভর্নর আরও জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখে সিপিআই মুদ্রাস্ফীতির হার 4 শতাংশের আশেপাশে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ আর এই মুহূর্তে সেটাই চেষ্টা করছে শীর্ষ ব্যাঙ্ক ৷

Last Updated : Jun 7, 2024, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.