ETV Bharat / business

মোরারজি দেশাইয়ের রেকর্ড ছোঁয়ার পথে নির্মলা, কোন অর্থমন্ত্রীরা বাজেটই পেশ করতে পারেননি ? - কেন্দ্রীয় বাজেট 2024

Budget 2024: প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছোঁয়ার পথে নির্মলা সীতারমন ৷ কীভাবে ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷ পাশাপাশি জেনে নিন যে, কোন কোন অর্থমন্ত্রী বাজেটই পেশ করতে পারেননি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 1:09 PM IST

Updated : Jan 31, 2024, 2:15 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: প্রতি বছর এই সময়টায় বেশ উৎকণ্ঠা থাকে আম আদমির মধ্যে ৷ কোন জিনিস আরও দামি হচ্ছে, কোনটাই বা সস্তা হচ্ছে, আয়করের হিসেবটা ঠিক কেমন থাকবে - এমনই নানা প্রশ্ন তোলপাড় করে দেশের নাগরিকদের মনে ৷ সৌজন্যে কেন্দ্রীয় বাজেট ৷ এ বছর আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণ ৷ 2024 লোকসভা নির্বাচন থাকায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আর তার সঙ্গেই এক বিরল কৃতিত্বের অধিকারী হতে চলেছেন তিনি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়ে এই নিয়ে পরপর ছয়টি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা ৷ তবে দেশের ইতিহাসে এমনও অনেক অর্থমন্ত্রী ছিলেন, যাঁদের একটিও বাজেট পেশ করার সুযোগ হয়নি ৷

মোরারজি দেশাইয়ের রেকর্ড ছোঁবেন সীতারমন: আগামিকাল নির্মলা সীতারমন তাঁর ষষ্ঠ বাজেট পেশ করবেন । তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পরপর ছয়টি বাজেট পেশ করার রেকর্ড ছুঁতে চলেছেন ৷ নির্মলা দ্বিতীয় অর্থমন্ত্রী যিনি পরপর ছয়টি বাজেট পেশ করবেন । অর্থমন্ত্রী হিসেবে নিজের মেয়াদকালে মোরারজি দেশাই 1959 সাল থেকে 1964 সাল পর্যন্ত মোট পাঁচটি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন ।

পূর্বসূরিদের টেক্কা সীতারমনের: নির্মলা সীতারমন দেশের প্রথম পূর্ণ-সময়ের মহিলা অর্থমন্ত্রী ৷ 2019 সালের জুলাই মাস থেকে তিনি পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন এবং বৃহস্পতিবার তিনি একটি অন্তর্বর্তী বা ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন । আগামিকাল তিনি তাঁর পূর্বসূরিদের মধ্যে ছাপিয়ে যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরম এবং যশবন্ত সিনহাকে, যাঁরা পরপর পাঁচটি বাজেট পেশ করেছেন ।

দীর্ঘতম বাজেট বক্তৃতা: আরও একটি বিরল কৃতিত্ব রয়েছে নির্মলার ঝুলিতে ৷ সময়ের দিক থেকে দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতা দেওয়ার রেকর্ডও রয়েছে সীতারমনের । 2020 সালে তাঁর বাজেট বক্তৃতা 2 ঘণ্টা 42 মিনিট ধরে চলেছিল । বেলা 11টায় তাঁর বক্তব্য শুরু হয়ে তা শেষ হয় দুপুর 1টা 40 মিনিটে ৷

উল্লেখ্য, মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসেবে মোট 10 বার বাজেট পেশ করেছেন । এর পরেই আসে পি চিদম্বরমের নাম, যিনি দেশের বাজেট পেশ করেছেন 9 বার । কিন্তু দেশের তিনজন অর্থমন্ত্রী রয়েছেন যাঁরা বাজেটই পেশ করতে পারেননি । তার ভিন্ন কারণ রয়েছে । দেখে নেব, তাঁরা কারা ৷

ক্ষিতিজ চন্দ্র নিয়োগী: কেসি নিয়োগী ছিলেন স্বাধীন ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী । বাংলার সন্তান কেসি নিয়োগী দেশের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবেও স্বীকৃতি পেয়েছেন । 1951 সালে অর্থ কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে তিনি দেশের প্রথম অর্থমন্ত্রী আর. কে সন্মুখের স্থান নিলেন । কিন্তু নিয়োগী অর্থমন্ত্রী হয়েছেন মাত্র 35 দিনের জন্য । তাই, তিনি বাজেট পেশ করার সুযোগ পাননি এবং তারপরে 1948 সালের সেপ্টেম্বরে অর্থমন্ত্রী হিসাবে তাঁর স্থানে আসেন জন মাথাই । ফলে কেসি নিয়োগী দেশের প্রথম অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করতে পারেননি । ক্ষিতিজ চন্দ্র নিয়োগী গণপরিষদেরও সদস্য ছিলেন এবং যখন দেশে প্রথম সরকার গঠিত হয়, তিনিও প্রথম সরকারে জায়গা পান । পণ্ডিত জওহরলাল নেহেরু তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করেছিলেন ।

হেমবতী নন্দন বহুগুণা: দেশের রাজনীতিতে একটি বড় নাম হেমবতী নন্দন বহুগুণা ৷ তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন দু'বার এবং লোকসভার সাংসদ ছিলেন চারবার । 1979 সালে তিনি চৌধুরী চরণ সিংয়ের সরকারে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন ৷ তবে ত্রয়োদশতম অর্থমন্ত্রী হিসাবে তাঁর মেয়াদ ছিল 1979 সালের 28 জুলাই থেকে সে বছরই 25 অক্টোবর পর্যন্ত । এত অল্প সময়ের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ায় তিনি বাজেট বক্তৃতা পড়ার সুযোগ পাননি । হেমবতী নন্দন বহুগুণা 1984 সালের লোকসভা নির্বাচনে তাঁর পরাজয়ের জন্যও খবরের শিরোনামে ছিলেন ৷ কারণ তিনি এলাহাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তথা বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হন ।

এনডি তিওয়ারি: কেসি নিয়োগী এবং হেমবতী নন্দন বহুগুণা তাঁদের স্বল্প মেয়াদের কারণে বাজেট পেশ করতে পারেননি ৷ কিন্তু এনডি তিওয়ারি তাঁদের চেয়ে বেশি সময় মেয়াদে থেকেও কেন্দ্রীয় বাজেট বক্তৃতা পড়তে পারেননি এবং এই তালিকায় তিনি তৃতীয় অর্থমন্ত্রী । দেশের রাজনীতিতে নারায়ণ দত্ত তিওয়ারি একটি বড় নাম । দুই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তাঁর । তিনি তিনবার উত্তরপ্রদেশের এবং একবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন । এনডি তিওয়ারি 1952 সালে প্রথমবার বিধায়ক হয়েছিলেন ৷ তাঁর দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে তিওয়ারি প্রধানমন্ত্রী ছাড়া প্রায় সব বড় পদে ছিলেন । তিনি একজন বিধায়ক, সাংসদ, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যপালও ছিলেন । তিনি কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে কংগ্রেস (তিওয়ারি) নামে একটি পৃথক দল গঠন করেছিলেন ।

প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন ৷ সেই কারণে আপাতত অন্তর্বর্তী বাজেট পেশ করা হলেও, কেন্দ্রে নতুন সরকার গঠনের পর চলতি বছরের শেষের দিকে 2024-25 আর্থিক বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে ।

আরও পড়ুন:

  1. কেমন হবে অন্তর্বর্তী বাজেট ? কী বলছেন অর্থনীতিবিদরা
  2. শুরু বাজেট অধিবেশন, নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোদি
  3. লোকসভা নির্বাচনের আগে আগামিকাল অন্তর্বর্তী বাজেট, কী বলছে আমজনতা

কলকাতা, 31 জানুয়ারি: প্রতি বছর এই সময়টায় বেশ উৎকণ্ঠা থাকে আম আদমির মধ্যে ৷ কোন জিনিস আরও দামি হচ্ছে, কোনটাই বা সস্তা হচ্ছে, আয়করের হিসেবটা ঠিক কেমন থাকবে - এমনই নানা প্রশ্ন তোলপাড় করে দেশের নাগরিকদের মনে ৷ সৌজন্যে কেন্দ্রীয় বাজেট ৷ এ বছর আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণ ৷ 2024 লোকসভা নির্বাচন থাকায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আর তার সঙ্গেই এক বিরল কৃতিত্বের অধিকারী হতে চলেছেন তিনি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়ে এই নিয়ে পরপর ছয়টি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা ৷ তবে দেশের ইতিহাসে এমনও অনেক অর্থমন্ত্রী ছিলেন, যাঁদের একটিও বাজেট পেশ করার সুযোগ হয়নি ৷

মোরারজি দেশাইয়ের রেকর্ড ছোঁবেন সীতারমন: আগামিকাল নির্মলা সীতারমন তাঁর ষষ্ঠ বাজেট পেশ করবেন । তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পরপর ছয়টি বাজেট পেশ করার রেকর্ড ছুঁতে চলেছেন ৷ নির্মলা দ্বিতীয় অর্থমন্ত্রী যিনি পরপর ছয়টি বাজেট পেশ করবেন । অর্থমন্ত্রী হিসেবে নিজের মেয়াদকালে মোরারজি দেশাই 1959 সাল থেকে 1964 সাল পর্যন্ত মোট পাঁচটি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন ।

পূর্বসূরিদের টেক্কা সীতারমনের: নির্মলা সীতারমন দেশের প্রথম পূর্ণ-সময়ের মহিলা অর্থমন্ত্রী ৷ 2019 সালের জুলাই মাস থেকে তিনি পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন এবং বৃহস্পতিবার তিনি একটি অন্তর্বর্তী বা ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন । আগামিকাল তিনি তাঁর পূর্বসূরিদের মধ্যে ছাপিয়ে যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরম এবং যশবন্ত সিনহাকে, যাঁরা পরপর পাঁচটি বাজেট পেশ করেছেন ।

দীর্ঘতম বাজেট বক্তৃতা: আরও একটি বিরল কৃতিত্ব রয়েছে নির্মলার ঝুলিতে ৷ সময়ের দিক থেকে দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতা দেওয়ার রেকর্ডও রয়েছে সীতারমনের । 2020 সালে তাঁর বাজেট বক্তৃতা 2 ঘণ্টা 42 মিনিট ধরে চলেছিল । বেলা 11টায় তাঁর বক্তব্য শুরু হয়ে তা শেষ হয় দুপুর 1টা 40 মিনিটে ৷

উল্লেখ্য, মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসেবে মোট 10 বার বাজেট পেশ করেছেন । এর পরেই আসে পি চিদম্বরমের নাম, যিনি দেশের বাজেট পেশ করেছেন 9 বার । কিন্তু দেশের তিনজন অর্থমন্ত্রী রয়েছেন যাঁরা বাজেটই পেশ করতে পারেননি । তার ভিন্ন কারণ রয়েছে । দেখে নেব, তাঁরা কারা ৷

ক্ষিতিজ চন্দ্র নিয়োগী: কেসি নিয়োগী ছিলেন স্বাধীন ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী । বাংলার সন্তান কেসি নিয়োগী দেশের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবেও স্বীকৃতি পেয়েছেন । 1951 সালে অর্থ কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে তিনি দেশের প্রথম অর্থমন্ত্রী আর. কে সন্মুখের স্থান নিলেন । কিন্তু নিয়োগী অর্থমন্ত্রী হয়েছেন মাত্র 35 দিনের জন্য । তাই, তিনি বাজেট পেশ করার সুযোগ পাননি এবং তারপরে 1948 সালের সেপ্টেম্বরে অর্থমন্ত্রী হিসাবে তাঁর স্থানে আসেন জন মাথাই । ফলে কেসি নিয়োগী দেশের প্রথম অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করতে পারেননি । ক্ষিতিজ চন্দ্র নিয়োগী গণপরিষদেরও সদস্য ছিলেন এবং যখন দেশে প্রথম সরকার গঠিত হয়, তিনিও প্রথম সরকারে জায়গা পান । পণ্ডিত জওহরলাল নেহেরু তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করেছিলেন ।

হেমবতী নন্দন বহুগুণা: দেশের রাজনীতিতে একটি বড় নাম হেমবতী নন্দন বহুগুণা ৷ তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন দু'বার এবং লোকসভার সাংসদ ছিলেন চারবার । 1979 সালে তিনি চৌধুরী চরণ সিংয়ের সরকারে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন ৷ তবে ত্রয়োদশতম অর্থমন্ত্রী হিসাবে তাঁর মেয়াদ ছিল 1979 সালের 28 জুলাই থেকে সে বছরই 25 অক্টোবর পর্যন্ত । এত অল্প সময়ের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ায় তিনি বাজেট বক্তৃতা পড়ার সুযোগ পাননি । হেমবতী নন্দন বহুগুণা 1984 সালের লোকসভা নির্বাচনে তাঁর পরাজয়ের জন্যও খবরের শিরোনামে ছিলেন ৷ কারণ তিনি এলাহাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তথা বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হন ।

এনডি তিওয়ারি: কেসি নিয়োগী এবং হেমবতী নন্দন বহুগুণা তাঁদের স্বল্প মেয়াদের কারণে বাজেট পেশ করতে পারেননি ৷ কিন্তু এনডি তিওয়ারি তাঁদের চেয়ে বেশি সময় মেয়াদে থেকেও কেন্দ্রীয় বাজেট বক্তৃতা পড়তে পারেননি এবং এই তালিকায় তিনি তৃতীয় অর্থমন্ত্রী । দেশের রাজনীতিতে নারায়ণ দত্ত তিওয়ারি একটি বড় নাম । দুই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তাঁর । তিনি তিনবার উত্তরপ্রদেশের এবং একবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন । এনডি তিওয়ারি 1952 সালে প্রথমবার বিধায়ক হয়েছিলেন ৷ তাঁর দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে তিওয়ারি প্রধানমন্ত্রী ছাড়া প্রায় সব বড় পদে ছিলেন । তিনি একজন বিধায়ক, সাংসদ, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যপালও ছিলেন । তিনি কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে কংগ্রেস (তিওয়ারি) নামে একটি পৃথক দল গঠন করেছিলেন ।

প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন ৷ সেই কারণে আপাতত অন্তর্বর্তী বাজেট পেশ করা হলেও, কেন্দ্রে নতুন সরকার গঠনের পর চলতি বছরের শেষের দিকে 2024-25 আর্থিক বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে ।

আরও পড়ুন:

  1. কেমন হবে অন্তর্বর্তী বাজেট ? কী বলছেন অর্থনীতিবিদরা
  2. শুরু বাজেট অধিবেশন, নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোদি
  3. লোকসভা নির্বাচনের আগে আগামিকাল অন্তর্বর্তী বাজেট, কী বলছে আমজনতা
Last Updated : Jan 31, 2024, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.