ETV Bharat / business

আরও শক্তিশালী দেশের অর্থনীতি, তৃতীয় ত্রৈমাসিকে পূর্বাভাস ছাপিয়ে বাড়ল জিডিপি - পূর্বাভাস ছাপিয়ে বাড়ল জিডিপি

GDP Growth Beats Estimates: আগের দুই ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি বৃদ্ধির হার ছিল 7.8 শতাংশ এবং 7.6 শতাংশ । তৃতীয় ত্রৈমাশিকে পূর্বাভাস ছাপিয়ে 8.4 শতাংশ বাড়ল জিডিপি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 7:47 PM IST

Updated : Feb 29, 2024, 8:44 PM IST

নয়াদিল্লি, 29 ফেব্রুয়ারি: কোভিড পরবর্তী সময়ে ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে ব্যতিক্রম ভারত ৷ চলতি আর্থিক বছরে তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর 2023-24) ভারতের জিডিপি 8.4 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ বৃহস্পতিবার পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বর, অর্থাৎ আগের দুই ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি বৃদ্ধির হার ছিল 7.8 শতাংশ এবং 7.6 শতাংশ ।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশা, আগামী তিন বছরে ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি-সহ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে । একই সঙ্গে বিশেষজ্ঞ মহলের অভিমত, আগামী ছয় থেকে সাত বছরে (2030 সাল নাগাদ) ভারত 7 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে ৷ অর্থমন্ত্রক জানিয়েছে, দৃঢ় জিডিপি বৃদ্ধির পূর্বাভাস, নিয়ন্ত্রণযোগ্য স্তরে মুদ্রাস্ফীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি কঠোর করায় ক্রমশ ঋদ্ধ হচ্ছে ভারতীয় অর্থনীতি ।

রিয়েল জিডিপি বা জিডিপি অ্যাট কনস্ট্যান্ট (2011-12) মূল্য 2023-24 সালে 172.90 লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে ৷ 2022-23 সালের জিডিপির প্রথম সংশোধিত অনুমান ছিল 160.71 লক্ষ কোটি টাকা ৷ 2022-23 সালে 7 শতাংশ বৃদ্ধির হারের তুলনায় 2023-24 সালে জিডিপির বৃদ্ধির হার 7.6 শতাংশ অনুমান করা হয়েছে । 2023-24 সালের বর্তমান মূল্যে নমিনাল জিডিপি 293.90 লক্ষ কোটি টাকার স্তরে পৌঁছবে বলে অনুমান করা হয়েছে ৷ যা 2022-23 সালে 269.50 লক্ষ কোটি টাকার তুলনায় 9.1 শতাংশ বৃদ্ধির হার দেখাচ্ছে ৷

চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি মূল্য অনুমান করা হয়েছে 43.72 লক্ষ কোটি টাকা ৷ যা 2022-23-এর তৃতীয় ত্রৈমাসিকের 40.35 লক্ষ কোটি টাকার অনুপাতে 8.4 শতাংশ বৃদ্ধির হার লক্ষ্য করা যাচ্ছে ৷ 2023-24 সালের তৃতীয় ত্রৈমাসিকের বর্তমান মূল্যে জিডিপি অনুমান করা হয়েছে 75.49 লক্ষ কোটি টাকা ৷ যা 2022-23-এর তৃতীয় ত্রৈমাসিকের 68.58 লক্ষ কোটি টাকার অনুপাতে 10.1 শতাংশ বৃদ্ধির হার দেখাচ্ছে ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 29 ফেব্রুয়ারি: কোভিড পরবর্তী সময়ে ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে ব্যতিক্রম ভারত ৷ চলতি আর্থিক বছরে তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর 2023-24) ভারতের জিডিপি 8.4 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ বৃহস্পতিবার পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বর, অর্থাৎ আগের দুই ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি বৃদ্ধির হার ছিল 7.8 শতাংশ এবং 7.6 শতাংশ ।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশা, আগামী তিন বছরে ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি-সহ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে । একই সঙ্গে বিশেষজ্ঞ মহলের অভিমত, আগামী ছয় থেকে সাত বছরে (2030 সাল নাগাদ) ভারত 7 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে ৷ অর্থমন্ত্রক জানিয়েছে, দৃঢ় জিডিপি বৃদ্ধির পূর্বাভাস, নিয়ন্ত্রণযোগ্য স্তরে মুদ্রাস্ফীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি কঠোর করায় ক্রমশ ঋদ্ধ হচ্ছে ভারতীয় অর্থনীতি ।

রিয়েল জিডিপি বা জিডিপি অ্যাট কনস্ট্যান্ট (2011-12) মূল্য 2023-24 সালে 172.90 লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে ৷ 2022-23 সালের জিডিপির প্রথম সংশোধিত অনুমান ছিল 160.71 লক্ষ কোটি টাকা ৷ 2022-23 সালে 7 শতাংশ বৃদ্ধির হারের তুলনায় 2023-24 সালে জিডিপির বৃদ্ধির হার 7.6 শতাংশ অনুমান করা হয়েছে । 2023-24 সালের বর্তমান মূল্যে নমিনাল জিডিপি 293.90 লক্ষ কোটি টাকার স্তরে পৌঁছবে বলে অনুমান করা হয়েছে ৷ যা 2022-23 সালে 269.50 লক্ষ কোটি টাকার তুলনায় 9.1 শতাংশ বৃদ্ধির হার দেখাচ্ছে ৷

চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি মূল্য অনুমান করা হয়েছে 43.72 লক্ষ কোটি টাকা ৷ যা 2022-23-এর তৃতীয় ত্রৈমাসিকের 40.35 লক্ষ কোটি টাকার অনুপাতে 8.4 শতাংশ বৃদ্ধির হার লক্ষ্য করা যাচ্ছে ৷ 2023-24 সালের তৃতীয় ত্রৈমাসিকের বর্তমান মূল্যে জিডিপি অনুমান করা হয়েছে 75.49 লক্ষ কোটি টাকা ৷ যা 2022-23-এর তৃতীয় ত্রৈমাসিকের 68.58 লক্ষ কোটি টাকার অনুপাতে 10.1 শতাংশ বৃদ্ধির হার দেখাচ্ছে ৷

আরও পড়ুন:

Last Updated : Feb 29, 2024, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.