ETV Bharat / business

চলতি বছরে 7 শতাংশ হারে বৃদ্ধি পাবে জিডিপি, বলছে আরবিআই রিপোর্ট - Indian Economy - INDIAN ECONOMY

Reserve Bank of India: বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে । এতে বলা হয়েছে যে, এপ্রিল থেকে শুরু হওয়া চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি 7 শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে । আরবিআই আরও বলেছে, 2023-24 খরিফ এবং রবি উভয় মরশুমে ন্যূনতম সমর্থন মূল্য সমস্ত ফসলের উৎপাদন খরচের তুলনায় 50 শতাংশের ন্যূনতম রিটার্ন দেবে ।

Indian Economy
ভারতীয় অর্থনীতি (নিজস্ব ছবি)
author img

By PTI

Published : May 30, 2024, 6:49 PM IST

মুম্বই, 30 মে: এপ্রিল থেকে শুরু হয়েছে নয়া আর্থিক বছর ৷ চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি 7 শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে ৷ বৃহস্পতিবার এমনই সম্ভাবনার কথা তার বার্ষিক রিপোর্টে প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) । এই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় অর্থনীতি 2023-24 আর্থিক বছরে দ্রুত গতিতে সম্প্রসারিত হয়েছে ৷ এর ফলে জিডিপি আগের বছরের 7.0 শতাংশের তুলনায় এবার 7.6 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে । এই নিয়ে পরপর তিন বছর 7 শতাংশ বা তার বেশি বৃদ্ধি পেল জিডিপি । 2024-25 সালেও জিডিপি 7.0 শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে ৷ যার ফলে ভারতীয় অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বজায় থাকবে ।

রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, 2023-24 খরিফ এবং রবি শস্যের মরশুমে সমস্ত ফসল চাষে যে পরিমাণ খরচ হয়েছে কৃষকদের বিক্রির পর তার তুলনায় 50 শতাংশ ন্যূনতম টাকা ফেরত পাবেন তারা । চলতি বছরের 31 মার্চ পর্যন্ত খাদ্যশস্যের সামগ্রিক পাবলিক স্টক বেড়ে 2.9 শতাংশে দাঁড়িয়েছে ৷ 29 নভেম্বর 2023 সাল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা (PMGKAY) এর অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের প্রকল্পকে আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে । 1 জানুয়ারি 2024 সাল থেকে এটি কার্যকর হয় ৷

আরও পড়ুন: 90 বছরে যে সব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে রিজার্ভ ব্যাংককে

রিপোর্টে অনুমান করা হয়েছে, 2023-24 সালে খরিফ এবং রবি খাদ্যশস্যের উৎপাদন আগের বছরের তুলনায় 1.3 শতাংশ কম ছিল । এ বছর বাজরা উৎপাদনে লাভবান হতে পারে । 2023-24 সালে এমএসপি খরিফ ফসলের জন্য 5.3-10.4 শতাংশ এবং রবি শস্যের জন্য 2.0-7.1 শতাংশের মধ্যে বাড়ানো হয়েছিল । খরিফ ফসলের মধ্যে মুগ উৎপাদনে সর্বাধিক এমএসপি বৃদ্ধি পেয়েছে ৷ রবি শস্যের মধ্যে মসুর ডাল(মসুর) এবং গমের এমএসপি বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল ।

কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুসারে, রিজার্ভ ব্যাংকের ব্যালেন্স শীটের আকার 2024 সালের মার্চ পর্যন্ত 11.08 শতাংশ বেড়ে 70.47 লক্ষ কোটি টাকা হয়েছে, যা সরকারকে সর্বোচ্চ লভ্যাংশ প্রদান করেছে । মার্চ 2023-এর হিসাবে 63.45 লক্ষ কোটি টাকার তুলনায় 7,02,946.97 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

42,819.91 কোটি টাকা আয়ের পরে 2024 সালের মার্চের শেষের দিকে কেন্দ্রীয় ব্যাংকের নেট আয় 2.11 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে 1,30,875.75 কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে কম । প্রভিশনিংয়ের জন্য করা পরিমাণ কন্টিনজেন্সি ফান্ডে (CF) স্থানান্তর করা হয় । 2022-23 সালে নেট আয় ছিল 87,420 কোটি টাকা ।

আরও পড়ুন:টানা 7 বার অপরিবর্তিত রেপো রেট, কী প্রভাব ইএমআইতে ?

মুম্বই, 30 মে: এপ্রিল থেকে শুরু হয়েছে নয়া আর্থিক বছর ৷ চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি 7 শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে ৷ বৃহস্পতিবার এমনই সম্ভাবনার কথা তার বার্ষিক রিপোর্টে প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) । এই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় অর্থনীতি 2023-24 আর্থিক বছরে দ্রুত গতিতে সম্প্রসারিত হয়েছে ৷ এর ফলে জিডিপি আগের বছরের 7.0 শতাংশের তুলনায় এবার 7.6 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে । এই নিয়ে পরপর তিন বছর 7 শতাংশ বা তার বেশি বৃদ্ধি পেল জিডিপি । 2024-25 সালেও জিডিপি 7.0 শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে ৷ যার ফলে ভারতীয় অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বজায় থাকবে ।

রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, 2023-24 খরিফ এবং রবি শস্যের মরশুমে সমস্ত ফসল চাষে যে পরিমাণ খরচ হয়েছে কৃষকদের বিক্রির পর তার তুলনায় 50 শতাংশ ন্যূনতম টাকা ফেরত পাবেন তারা । চলতি বছরের 31 মার্চ পর্যন্ত খাদ্যশস্যের সামগ্রিক পাবলিক স্টক বেড়ে 2.9 শতাংশে দাঁড়িয়েছে ৷ 29 নভেম্বর 2023 সাল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা (PMGKAY) এর অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের প্রকল্পকে আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে । 1 জানুয়ারি 2024 সাল থেকে এটি কার্যকর হয় ৷

আরও পড়ুন: 90 বছরে যে সব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে রিজার্ভ ব্যাংককে

রিপোর্টে অনুমান করা হয়েছে, 2023-24 সালে খরিফ এবং রবি খাদ্যশস্যের উৎপাদন আগের বছরের তুলনায় 1.3 শতাংশ কম ছিল । এ বছর বাজরা উৎপাদনে লাভবান হতে পারে । 2023-24 সালে এমএসপি খরিফ ফসলের জন্য 5.3-10.4 শতাংশ এবং রবি শস্যের জন্য 2.0-7.1 শতাংশের মধ্যে বাড়ানো হয়েছিল । খরিফ ফসলের মধ্যে মুগ উৎপাদনে সর্বাধিক এমএসপি বৃদ্ধি পেয়েছে ৷ রবি শস্যের মধ্যে মসুর ডাল(মসুর) এবং গমের এমএসপি বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল ।

কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুসারে, রিজার্ভ ব্যাংকের ব্যালেন্স শীটের আকার 2024 সালের মার্চ পর্যন্ত 11.08 শতাংশ বেড়ে 70.47 লক্ষ কোটি টাকা হয়েছে, যা সরকারকে সর্বোচ্চ লভ্যাংশ প্রদান করেছে । মার্চ 2023-এর হিসাবে 63.45 লক্ষ কোটি টাকার তুলনায় 7,02,946.97 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

42,819.91 কোটি টাকা আয়ের পরে 2024 সালের মার্চের শেষের দিকে কেন্দ্রীয় ব্যাংকের নেট আয় 2.11 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে 1,30,875.75 কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে কম । প্রভিশনিংয়ের জন্য করা পরিমাণ কন্টিনজেন্সি ফান্ডে (CF) স্থানান্তর করা হয় । 2022-23 সালে নেট আয় ছিল 87,420 কোটি টাকা ।

আরও পড়ুন:টানা 7 বার অপরিবর্তিত রেপো রেট, কী প্রভাব ইএমআইতে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.