ETV Bharat / business

100 জিবি AI ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ! জিও ব্যবহারকারীদের বড় উপহার অম্বানির - Reliance AGM - RELIANCE AGM

Mukesh Ambani At Reliance AGM: মুকেশ অম্বানি Jio AI ক্লাউড ওয়েলকাম অফার ঘোষণা করেছেন ৷ Jio ব্যবহারকারীদের 100 জিবি ক্লাউড স্টোরেজ বিনামূল্যের দেওয়ার কথা ঘোষণা করেছেন ।

Mukesh Ambani
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ অম্বানি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 3:50 PM IST

Updated : Aug 29, 2024, 5:44 PM IST

মুম্বই, 29 অগস্ট: রিলায়েন্স স্বল্পমেয়াদী লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির দিকে মনোনিবেশ করায় গুরুত্ব দেয় ৷ রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় এমনটাই জানিয়েছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ অম্বানি ৷

তিনি জটিল সমস্যা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) অগ্রগতির কাজে লাগিয়ে দেশের জ্বালানি (শক্তি) নিরাপত্তা এবং গভীর প্রযুক্তির একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগে রূপান্তরিত করার জন্য কোম্পানির দায়বদ্ধতা তুলে ধরেন। অম্বানি ভারতের অর্থনীতিতে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও তাঁর বক্তব্যেবর মধ্যে দিয়ে তুলে করেছেন ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান উল্লেখ করেছেন যে, বর্তমানে বিশ্বের দরবারে ভারত বৃদ্ধির একটি মুখ্য চালক হিসাবে নিজেকে প্রমাণ করেছে ।

মুকেশ অম্বানি বলেছেন, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম বৃদ্ধির ইঞ্জিন ৷ আমাদের দেশ বিশ্বের দরবারে সবচেয়ে উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে সকলকে পথ দেখাচ্ছে । এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, রিলায়েন্স এখন প্রযুক্তির মুখ্য উৎপাদক হয়ে উঠেছে এবং একটি অন্যতম প্রযুক্তি সংস্থায় রূপান্তরিত হয়েছে।

এর সঙ্গে তিনি বলেন যে, বিশ্বের 8 শতাংশ মোবাইল গ্রাহক Jio মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন । বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে সর্বাধিক পরিমাণ ইন্টারনেট ডেটা ব্যবহার করা হয় । মুকেশ আম্বানি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, Jio হল বিশ্বের বৃহত্তম কভারেজ ট্রু 5G নেটওয়ার্ক (Jio True 5G) প্রদানকারী সংস্থা ৷

রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা চলাকালিন সংস্থার শেয়ারদর প্রায় 2% বেড়েছে:

রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভার পর রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে। শেয়ারটি 1.87 শতাংশ বৃদ্ধি পেয়ে 3,052 টাকায় লেনদেন করেছে । রিলায়েন্স শেয়ার এক বছরে 23 শতাংশ রিটার্ন দিয়েছে। একই সময়ে, শেয়ারটি 6 মাসে মাত্র 2.50 শতাংশ বেড়েছে। তবে গত এক মাসের হিসাবে বলতে গেলে সংস্থার শেয়ারদর প্রায় 1.5 শতাংশ পড়েছে ।

মুম্বই, 29 অগস্ট: রিলায়েন্স স্বল্পমেয়াদী লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির দিকে মনোনিবেশ করায় গুরুত্ব দেয় ৷ রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় এমনটাই জানিয়েছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ অম্বানি ৷

তিনি জটিল সমস্যা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) অগ্রগতির কাজে লাগিয়ে দেশের জ্বালানি (শক্তি) নিরাপত্তা এবং গভীর প্রযুক্তির একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগে রূপান্তরিত করার জন্য কোম্পানির দায়বদ্ধতা তুলে ধরেন। অম্বানি ভারতের অর্থনীতিতে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও তাঁর বক্তব্যেবর মধ্যে দিয়ে তুলে করেছেন ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান উল্লেখ করেছেন যে, বর্তমানে বিশ্বের দরবারে ভারত বৃদ্ধির একটি মুখ্য চালক হিসাবে নিজেকে প্রমাণ করেছে ।

মুকেশ অম্বানি বলেছেন, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম বৃদ্ধির ইঞ্জিন ৷ আমাদের দেশ বিশ্বের দরবারে সবচেয়ে উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে সকলকে পথ দেখাচ্ছে । এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, রিলায়েন্স এখন প্রযুক্তির মুখ্য উৎপাদক হয়ে উঠেছে এবং একটি অন্যতম প্রযুক্তি সংস্থায় রূপান্তরিত হয়েছে।

এর সঙ্গে তিনি বলেন যে, বিশ্বের 8 শতাংশ মোবাইল গ্রাহক Jio মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন । বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে সর্বাধিক পরিমাণ ইন্টারনেট ডেটা ব্যবহার করা হয় । মুকেশ আম্বানি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, Jio হল বিশ্বের বৃহত্তম কভারেজ ট্রু 5G নেটওয়ার্ক (Jio True 5G) প্রদানকারী সংস্থা ৷

রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা চলাকালিন সংস্থার শেয়ারদর প্রায় 2% বেড়েছে:

রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভার পর রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে। শেয়ারটি 1.87 শতাংশ বৃদ্ধি পেয়ে 3,052 টাকায় লেনদেন করেছে । রিলায়েন্স শেয়ার এক বছরে 23 শতাংশ রিটার্ন দিয়েছে। একই সময়ে, শেয়ারটি 6 মাসে মাত্র 2.50 শতাংশ বেড়েছে। তবে গত এক মাসের হিসাবে বলতে গেলে সংস্থার শেয়ারদর প্রায় 1.5 শতাংশ পড়েছে ।

Last Updated : Aug 29, 2024, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.