নয়াদিল্লি, 12 মার্চ: কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক প্রকাশ করল দেশের শিল্পে উৎপাদন সূচকের হার ৷ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত শিল্পক্ষেত্রে উৎপাদন সূচক 3.8 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে ৷
মন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে, 2011-12 সালে শিল্প উৎপাদনের সূচক ছিল 153 ৷ যা এক প্রকার ইতিবাচক ৷ খনি, ম্যানুফ্যাকচারিং এবং বৈদ্যুতিক সেক্টরের উৎপাদনের সূচক ছিল যাথাক্রমে 144.1, 150.1,197.1 ৷ তবে 2024 সালে জানুয়ারি মাসে যে রিপোর্ট প্রকাশ পেয়েছে সেই অনুয়ায়ী শিল্পক্ষেত্রে উৎপাদন উল্লেখযোগ্যে হারে বৃদ্ধি পেয়েছে ৷ পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উৎপাদন শিল্প, ক্যাপিটাল গুডস, ইন্চার মিডিয়েটস গুডস (মাটি, বিশুদ্ধ তেল, চিনি উৎপাদন, স্টিল), নির্মাণ শিল্প, কনজিউমার ডিউরাবেলস ও কনজিউমার নন-ডিউরাবেলস শিল্পের উৎপাদন সূচক যাথাক্রমে 154.2, 109.2, 163.0, 185.0, 120.7 এবং 163.9 ৷
কেন্দ্রীয় মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী বিগত কয়েক মাসে খনি, ম্যানুফ্যাকচারিং এবং বৈদ্যুতিক সেক্টরের উৎপাদনের সূচক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ৷ ভোক্তা পণ্য ও নির্মাণ শিল্পে উৎপাদনের সূচক বৃদ্ধি পেয়ে 2 অঙ্কের ঘরে পৌঁছে গিয়েছে ৷ কেন্দ্রীয় শিল্পমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত এক বছরে অর্থাৎ 2024 সালে শিল্পের উৎপাদন সূচক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রক 2023 সালের অক্টোবর মাসে সর্বশেষ শিল্প উৎপাদনের হার প্রকাশ করেছিল ৷ তারপর চলতি বছরের আবার শিল্প উৎপাদনের সূচকের হার প্রকাশ করেছে ৷
মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, 2020 সালে অতিমারি কোভিড- 19 এর প্রভাবে শিল্পের উৎপাদন বেশ কমে গিয়েছিল ৷ তবে সেই পরিস্থিতি থেকে দেশ ঘুর দাঁড়িয়েছে ৷ চলতি বছরে 12 এপ্রিল পর্যন্ত শিল্পের উৎপাদন সূচক ঊর্ধ্বমুখী থাকবে বলেই মনে করা হচ্ছে ৷ বলা যায় শিল্পক্ষেত্রে সূচকের ঊর্ধগতি দেশের অর্থনৈতিক পরিস্থিতির ইতিবাচকতাই নির্দেশ করে ৷
আরও পড়ুন: