ETV Bharat / business

এক বছরে 645% রিটার্ন ! 2 টাকার শেয়ারেই মালামাল বিনিয়োগকারীরা

একটি পেনি স্টক মাত্র এক বছরে তার বিনিয়োগকারীদের মালামাল করেছে। চার বছর আগে এই শেয়ারের দাম ছিল মাত্র 1 টাকা 80 পয়সা ।

Multibagger Penny Stock
2 টাকার শেয়ারে এক বছরে 645% রিটার্ন ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

মুম্বই, 12 ডিসেম্বর: শেয়ারবাজারে অস্থিরতা চলছেই । মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারে 25 বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। এর জেরে বিশ্ব শেয়ারবাজারে দরপতন হতে দেখা যাচ্ছে । ভারতীয় শেয়ারগুলিতেও, আইটি স্টক কেনার কারণে স্টক মার্কেটের সেনসেক্স এবং নিফটি সূচক বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে বেড়ে যায়। যদিও, পরে বেলা বাড়তেই প্রায় 200 পয়েন্ট কমে সেনসেক্স ৷ নিফটিও 60 পয়েন্টের বেশি পড়েছে ৷ তবে এই পরিস্থিতিতেও একটি পেনি স্টকের দর এখনও ঊর্ধ্বমুখী ৷

এক বছরে 600 শতাংশেরও বেশি রিটার্ন:

এই পেনি স্টক যার দর এক বছর আগে মাত্র 2 টাকা ছিল, সেটি 12 মাসে তার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে! এই এক বছরে বিনিয়োগকারীদের টাকা 600 শতাংশেরও বেশি বেড়েছে । বিনিয়োগকারীরা, যারা 12 মাস আগে সিএনআই রিসার্চ শেয়ারে টাকা রেখেছিলেন, তাঁরা আজ মালামাল হয়ে গিয়েছেন । চার বছর আগে এই শেয়ারের দাম ছিল মাত্র 1 টাকা 80 পয়সা, যা আজ (12 ডিসেম্বর, বৃহস্পতিবার) 17 টাকা 75 পয়সায় লেনদেন করছে ।

বৃহস্পতিবার (12 ডিসেম্বর), সিএনআই রিসার্চ-এর শেয়ারদর 0.74 শতাংশ বেড়েছে ৷ এই স্টকের দর এক বছরে 645 শতাংশ বেড়েছে। স্টকটি চার বছরে তার বিনিয়োগকারীদের 860 শতাংশ মুনাফা দিয়েছে। গত ছয়টি ট্রেডিং সেশন ধরে কোম্পানিটির শেয়ারের দর বেড়েই চলেছে ।

সিএনআই রিসার্চ লিমিটেডের মার্কেট ক্যাপ 198.38 কোটি টাকা। কোম্পানিটি চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ সেপ্টেম্বর ত্রৈমাসিকে লোকসানের মুখে পড়েছে। এই সময়ের মধ্যে কোম্পানিটি 3.16 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। কোম্পানিটি এক বছর আগে একই প্রান্তিকে 16 কোটি টাকা লাভ করেছিল।

বিশেষ দ্রষ্টব্য: স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষে। বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
মাত্র 5 বছরে 12000% রিটার্ন ! 3 টাকার শেয়ারে কোটিপতি হওয়ার সুযোগ
মাত্র 2 বছরে 1300% রিটার্ন ! সামান্য টাকা ঢেলেই কোটিপতি হওয়ার সুযোগ

মুম্বই, 12 ডিসেম্বর: শেয়ারবাজারে অস্থিরতা চলছেই । মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারে 25 বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। এর জেরে বিশ্ব শেয়ারবাজারে দরপতন হতে দেখা যাচ্ছে । ভারতীয় শেয়ারগুলিতেও, আইটি স্টক কেনার কারণে স্টক মার্কেটের সেনসেক্স এবং নিফটি সূচক বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে বেড়ে যায়। যদিও, পরে বেলা বাড়তেই প্রায় 200 পয়েন্ট কমে সেনসেক্স ৷ নিফটিও 60 পয়েন্টের বেশি পড়েছে ৷ তবে এই পরিস্থিতিতেও একটি পেনি স্টকের দর এখনও ঊর্ধ্বমুখী ৷

এক বছরে 600 শতাংশেরও বেশি রিটার্ন:

এই পেনি স্টক যার দর এক বছর আগে মাত্র 2 টাকা ছিল, সেটি 12 মাসে তার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে! এই এক বছরে বিনিয়োগকারীদের টাকা 600 শতাংশেরও বেশি বেড়েছে । বিনিয়োগকারীরা, যারা 12 মাস আগে সিএনআই রিসার্চ শেয়ারে টাকা রেখেছিলেন, তাঁরা আজ মালামাল হয়ে গিয়েছেন । চার বছর আগে এই শেয়ারের দাম ছিল মাত্র 1 টাকা 80 পয়সা, যা আজ (12 ডিসেম্বর, বৃহস্পতিবার) 17 টাকা 75 পয়সায় লেনদেন করছে ।

বৃহস্পতিবার (12 ডিসেম্বর), সিএনআই রিসার্চ-এর শেয়ারদর 0.74 শতাংশ বেড়েছে ৷ এই স্টকের দর এক বছরে 645 শতাংশ বেড়েছে। স্টকটি চার বছরে তার বিনিয়োগকারীদের 860 শতাংশ মুনাফা দিয়েছে। গত ছয়টি ট্রেডিং সেশন ধরে কোম্পানিটির শেয়ারের দর বেড়েই চলেছে ।

সিএনআই রিসার্চ লিমিটেডের মার্কেট ক্যাপ 198.38 কোটি টাকা। কোম্পানিটি চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ সেপ্টেম্বর ত্রৈমাসিকে লোকসানের মুখে পড়েছে। এই সময়ের মধ্যে কোম্পানিটি 3.16 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। কোম্পানিটি এক বছর আগে একই প্রান্তিকে 16 কোটি টাকা লাভ করেছিল।

বিশেষ দ্রষ্টব্য: স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষে। বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
মাত্র 5 বছরে 12000% রিটার্ন ! 3 টাকার শেয়ারে কোটিপতি হওয়ার সুযোগ
মাত্র 2 বছরে 1300% রিটার্ন ! সামান্য টাকা ঢেলেই কোটিপতি হওয়ার সুযোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.