ETV Bharat / business

আরও দামি সোনা! 10 গ্রামের দাম বেড়ে 75 হাজার - GOLD Rate In kolkata

GOLD RATE INCREASES: এক ধাক্কায় আরও 400 টাকা বাড়ল সোনার দাম ৷ বুধবার 10 গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে 75 হাজার 50 টাকা ৷ এদিন রুপোর দাম ছিল প্রতি কেজি 94 হাজার 400 টাকা ৷ আন্তর্জাতিক বাজারে, প্রতি আউন্স সোনার বর্তমান দাম 12.60 মার্কিন ডলার বেড়ে হয়েছে 2,380.50 ডলার ৷

GOLD RATE
প্রতীকী ছবি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 8:24 PM IST

Updated : Jul 10, 2024, 8:52 PM IST

নয়াদিল্লি, 10 জুলাই: আম জনতার সাধ্যের বাইরে হলুদ ধাতু ৷ অনেক আগেই 70 হাজার অতিক্রম করে গিয়েছে সোনা ৷ তবে বুধবার বাজার বন্ধের সময় প্রতি 10 গ্রামে আরও 400 টাকা বাড়ল সোনার দাম ৷ এদিন বাজারে সোনার দাম প্রতি 10 গ্রামে 400 টাকা বেড়ে হয়েছে 75 হাজার 50 টাকা ৷ অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশন (All India Sarafa Association) সূত্রে এমনটাই খবর ৷ এদিন কলকাতায় 10 গ্রাম খাঁটি সোনার দাম ছিল 75 হাজার 560 টাকা ৷

চলতি সপ্তাহের শুরুতেই সোনার দাম প্রায় 75 হাজারে পৌঁছে গিয়েছিল ৷ প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল 74 হাজার 650 টাকা ৷ পাশাপাশি রুপো দাম ছিল 94 হাজার 400 টাকা (প্রতি কেজি) । বুধবার বাজার বন্ধের সময় 10 গ্রাম সোনার দাম 400 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 75 হাজার 50 টাকা ৷ ব্যবসায়ীদের মতে বাজারে সোনার চাহিদা বৃদ্ধির কারণেই বাড়ছে সোনার দাম ৷

  • কলকাতা

10 গ্রাম (24 ক্যারেট) সোনার দাম 73 হাজার 200 টাকা

10 গ্রাম (22 ক্যারেট) সোনার দাম 67 হাজার 100 টাকা

10 গ্রাম (18 ক্যারেট) সোনার দাম 54 হাজার 900 টাকা

আন্তর্জাতিক বাজারে, সোনার দাম প্রতি আউন্স 12.60 মার্কিন ডলার বেড়ে হয়েছে 2,380.50 মার্কিন ডলার ৷ সোনার দাম প্রসঙ্গে এলকেপি সিকিউরিটিসের কমোডিটি এবং কারন্সি বিভাগের ভাইস প্রেসিডেন্ট তথা রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদী বলেন, "সোনার দাম বাড়লেও ইতিবাচক লেনদেন হয়েছে ৷ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি কম ছিল ৷ " সোনার দাম বাড়লেও, রুপোর দাম অপরিবর্তীত ছিল ৷

বাজেটের আগেই সুখবর ! সিলিন্ডার পিছু 30 টাকা দাম কমল এলপিজির

নয়াদিল্লি, 10 জুলাই: আম জনতার সাধ্যের বাইরে হলুদ ধাতু ৷ অনেক আগেই 70 হাজার অতিক্রম করে গিয়েছে সোনা ৷ তবে বুধবার বাজার বন্ধের সময় প্রতি 10 গ্রামে আরও 400 টাকা বাড়ল সোনার দাম ৷ এদিন বাজারে সোনার দাম প্রতি 10 গ্রামে 400 টাকা বেড়ে হয়েছে 75 হাজার 50 টাকা ৷ অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশন (All India Sarafa Association) সূত্রে এমনটাই খবর ৷ এদিন কলকাতায় 10 গ্রাম খাঁটি সোনার দাম ছিল 75 হাজার 560 টাকা ৷

চলতি সপ্তাহের শুরুতেই সোনার দাম প্রায় 75 হাজারে পৌঁছে গিয়েছিল ৷ প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল 74 হাজার 650 টাকা ৷ পাশাপাশি রুপো দাম ছিল 94 হাজার 400 টাকা (প্রতি কেজি) । বুধবার বাজার বন্ধের সময় 10 গ্রাম সোনার দাম 400 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 75 হাজার 50 টাকা ৷ ব্যবসায়ীদের মতে বাজারে সোনার চাহিদা বৃদ্ধির কারণেই বাড়ছে সোনার দাম ৷

  • কলকাতা

10 গ্রাম (24 ক্যারেট) সোনার দাম 73 হাজার 200 টাকা

10 গ্রাম (22 ক্যারেট) সোনার দাম 67 হাজার 100 টাকা

10 গ্রাম (18 ক্যারেট) সোনার দাম 54 হাজার 900 টাকা

আন্তর্জাতিক বাজারে, সোনার দাম প্রতি আউন্স 12.60 মার্কিন ডলার বেড়ে হয়েছে 2,380.50 মার্কিন ডলার ৷ সোনার দাম প্রসঙ্গে এলকেপি সিকিউরিটিসের কমোডিটি এবং কারন্সি বিভাগের ভাইস প্রেসিডেন্ট তথা রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদী বলেন, "সোনার দাম বাড়লেও ইতিবাচক লেনদেন হয়েছে ৷ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি কম ছিল ৷ " সোনার দাম বাড়লেও, রুপোর দাম অপরিবর্তীত ছিল ৷

বাজেটের আগেই সুখবর ! সিলিন্ডার পিছু 30 টাকা দাম কমল এলপিজির

Last Updated : Jul 10, 2024, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.