ETV Bharat / business

গুগল পে-তে ক্রেডিট ও ডেবিট কার্ড যুক্ত করা যায় খুব সহজে, রইল সেই উপায় - Google Pay - GOOGLE PAY

G Pay: কোভিড কালই মানুষকে অনলাইন লেনদেন করতে শিখিয়েছে ৷ গুগল পে এবং ফোন পে-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলি জনপ্রিয় হয়ে উঠেছে ৷ এখন তো জি পে-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রেডিট ও ডেবিট - দুই ধরনের কার্ড ব্যবহার করা যায় ৷ কিন্তু কীভাবে এই আর্থিক লেনদেনের প্ল্যাটফর্মে ব্যবহার করবেন ক্রেডিট ও ডেভিট কার্ড ?

G Pay
জি-পে
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 4:00 PM IST

হায়দরাবাদ, 31 মে: সবজি কেনা থেকে বিমানের টিকিট বুকিং- সব ক্ষেত্রেই এখন অনলাইনে দাম মেটানো যায় ৷ এই অনলাইন পেমেন্টের জনপ্রিয় সঙ্গী গুগল পে বা জি-পে ৷ তবে ইউপিআই পেমেন্ট শুধুমাত্র জি-পে-তে সীমাবদ্ধ নয় ৷ ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও ইউপিআই পেমেন্ট করা যায় ৷ এই কার্ড দিয়ে অনলাইন এবং অফলাইন দু'ভাবেই লেনদন করা যাবে ৷

  • ডেবিট-ক্রেডিট কার্ড কীভাবে গুগল পে অ্যাপে যোগ করা যাবে ?
  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপটি ডাউনললোড করবে ৷
  • বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই জি-পে অ্যাপটি ইনস্টল করা থাকে ৷ তবে আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে প্লে স্টোর অ্যাপ থেকে এই অনলাইন প্ল্যাটফর্মটি ডাউনলোড করতে হবে ৷
  • গুগল পে অ্যাপটি ডাউনলোড করে তাতে জি-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত, সেটি দিয়ে একজন লগ-ইন করতে পারেন ৷
  • এরপর প্রোফাইল ছবিতে ক্লিক করুন ৷
  • পেমেন্ট মেথড অপশনে ক্লিক করতে হবে ৷
  • এই অপশনে ক্লিক করলেই পরবর্তী পর্যায়গুলি চলে আসবে নিজে থেকে ৷
  • সেই নির্দেশিকা মেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে ৷
  • পরবর্তী ধাপে ইউপিলাইট সেট আপ করতে হবে ৷
  • এরপর ক্রেডিট লাইন যোগ করতে হবে ৷
  • সেখানেই অপশন থাকবে ইউপিআই-এ রুপে ক্রেডিট কার্ড কীভাবে যোগ করতে হবে ৷
  • পেমেন্ট করার অন্য উপায়ও খুঁজে পাবেন ৷
  • সেই মতো এবং কীভাবে পেমেন্ট করা যায়, তা মেনে ক্রেডিট ও ডেবিট কার্ড অ্যাড করতে হবে ৷ এরপর অ্যাড কার্ড করলেই আপনার কার্ড অ্যাড হয়ে যাবে গুগল পে-তে ৷
  • গুগল পে-তে সাধারণত ভিসা, মাস্টারকার্ড (ক্রেডিট, ডেবিট) যোগ করা যাবে ৷ আমেরিকান এক্সপ্রেস, মায়েস্ট্রো ক্রেডিট ও ডেবিট কার্ড অ্যাড করা যাবে না জি পে-তে ৷
  • অ্যাড কার্ড অপশনে ক্লিক করলেই গুগল পে অ্যাপের ক্যামেরা ওপেন হয়ে যাবে ৷ এতে সহজেই কার্ডটি স্ক্যান হয়ে যাবে ৷ কার্ডের সমস্ত ডিটেলও সহজেই আপলোড হয়ে যাবে ৷
  • এছাড়া ম্যানুয়ালিও সহজেই জি পে-তে অ্যাড করতে পারা যাবে ক্রেডিট ও ডেবিট কার্ড ৷
  • কার্ড অ্যাডের সময় রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে ৷ তা দিলেই কার্ড অ্যাড হয়ে যাবে ৷
  • সাধারণত গুগল পে-র ডিফল্ট হোম স্ক্রিনে ইউপিআই পেমেন্টের অপশন থাকে ৷ পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ড অ্যাড করা হলে তাও হোমস্ক্রিনে দেখা যাবে ৷
  • ক্রেডিট ও ডেবিট কার্ড গুগল পে-তে সংযুক্ত থাকলে যেকোনও দেকানে এনএইসি (Near Field Communication) করা যাবে ৷
  • এছাড়া অনলাইন এবং অফলাইনেও পেমেন্ট করতে পারবেন ৷
  • পাশাপাশি মোবইল রিচার্জ ও বিলও পেমেন্ট করা যাবে ৷
  • তবে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে গুগল পে অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পাঠানো যাবে না ৷

হায়দরাবাদ, 31 মে: সবজি কেনা থেকে বিমানের টিকিট বুকিং- সব ক্ষেত্রেই এখন অনলাইনে দাম মেটানো যায় ৷ এই অনলাইন পেমেন্টের জনপ্রিয় সঙ্গী গুগল পে বা জি-পে ৷ তবে ইউপিআই পেমেন্ট শুধুমাত্র জি-পে-তে সীমাবদ্ধ নয় ৷ ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও ইউপিআই পেমেন্ট করা যায় ৷ এই কার্ড দিয়ে অনলাইন এবং অফলাইন দু'ভাবেই লেনদন করা যাবে ৷

  • ডেবিট-ক্রেডিট কার্ড কীভাবে গুগল পে অ্যাপে যোগ করা যাবে ?
  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপটি ডাউনললোড করবে ৷
  • বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই জি-পে অ্যাপটি ইনস্টল করা থাকে ৷ তবে আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে প্লে স্টোর অ্যাপ থেকে এই অনলাইন প্ল্যাটফর্মটি ডাউনলোড করতে হবে ৷
  • গুগল পে অ্যাপটি ডাউনলোড করে তাতে জি-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত, সেটি দিয়ে একজন লগ-ইন করতে পারেন ৷
  • এরপর প্রোফাইল ছবিতে ক্লিক করুন ৷
  • পেমেন্ট মেথড অপশনে ক্লিক করতে হবে ৷
  • এই অপশনে ক্লিক করলেই পরবর্তী পর্যায়গুলি চলে আসবে নিজে থেকে ৷
  • সেই নির্দেশিকা মেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে ৷
  • পরবর্তী ধাপে ইউপিলাইট সেট আপ করতে হবে ৷
  • এরপর ক্রেডিট লাইন যোগ করতে হবে ৷
  • সেখানেই অপশন থাকবে ইউপিআই-এ রুপে ক্রেডিট কার্ড কীভাবে যোগ করতে হবে ৷
  • পেমেন্ট করার অন্য উপায়ও খুঁজে পাবেন ৷
  • সেই মতো এবং কীভাবে পেমেন্ট করা যায়, তা মেনে ক্রেডিট ও ডেবিট কার্ড অ্যাড করতে হবে ৷ এরপর অ্যাড কার্ড করলেই আপনার কার্ড অ্যাড হয়ে যাবে গুগল পে-তে ৷
  • গুগল পে-তে সাধারণত ভিসা, মাস্টারকার্ড (ক্রেডিট, ডেবিট) যোগ করা যাবে ৷ আমেরিকান এক্সপ্রেস, মায়েস্ট্রো ক্রেডিট ও ডেবিট কার্ড অ্যাড করা যাবে না জি পে-তে ৷
  • অ্যাড কার্ড অপশনে ক্লিক করলেই গুগল পে অ্যাপের ক্যামেরা ওপেন হয়ে যাবে ৷ এতে সহজেই কার্ডটি স্ক্যান হয়ে যাবে ৷ কার্ডের সমস্ত ডিটেলও সহজেই আপলোড হয়ে যাবে ৷
  • এছাড়া ম্যানুয়ালিও সহজেই জি পে-তে অ্যাড করতে পারা যাবে ক্রেডিট ও ডেবিট কার্ড ৷
  • কার্ড অ্যাডের সময় রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে ৷ তা দিলেই কার্ড অ্যাড হয়ে যাবে ৷
  • সাধারণত গুগল পে-র ডিফল্ট হোম স্ক্রিনে ইউপিআই পেমেন্টের অপশন থাকে ৷ পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ড অ্যাড করা হলে তাও হোমস্ক্রিনে দেখা যাবে ৷
  • ক্রেডিট ও ডেবিট কার্ড গুগল পে-তে সংযুক্ত থাকলে যেকোনও দেকানে এনএইসি (Near Field Communication) করা যাবে ৷
  • এছাড়া অনলাইন এবং অফলাইনেও পেমেন্ট করতে পারবেন ৷
  • পাশাপাশি মোবইল রিচার্জ ও বিলও পেমেন্ট করা যাবে ৷
  • তবে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে গুগল পে অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পাঠানো যাবে না ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.