নয়াদিল্লি, 23 জুলাই: কেন্দ্রীয় বাজেট নিয়ে আশাবাদী ছিল দেশের স্টার্টআপগুলি ৷ তাদের নিরাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে স্টার্টআপগুলিতে সমস্ত শ্রেণির বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করার ঘোষণা করেছেন তিনি ৷
আজ লোকসভায় 2024-25 সালের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন ৷ বাজেটের বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "প্রথমত ভারতীয় স্টার্টআপ ইকো-সিস্টেমকে শক্তিশালী করতে, উদ্যোক্তাদের মনোভাব বৃদ্ধি করতে এবং উদ্ভাবনকে সমর্থন করার জন্য আমি সমস্ত শ্রেণির বিনিয়োগকারীদের জন্য তথাকথিত অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করার প্রস্তাব করছি ৷" অ্যাঞ্জেল ট্যাক্স প্রত্যাহার করা হলে স্টার্টআপগুলির জন্য ভালো হবে বলে আশা করা হচ্ছে ৷ কারণ এটি তাদের জন্য আরও অনুকূল পরিবেশ প্রচারে সহায়তা করবে।
স্টার্টআপে অ্যাঞ্জেল কর কী ?
এই বিতর্কিত করের ইতিহাস 2012 সাল থেকে শুরু হয় ৷ যখন সরকার ইনকাম ট্যাক্স অ্যাক্টের 56(2)(viib) ধারার অধীনে একটি কর প্রবর্তন করেছিল ৷ অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছ থেকে মূলধন সংগ্রহ করা তালিকার বাইরের স্টার্টআপের বিনিয়োগ মূল্য যদি স্টার্টআপ কোম্পানির স্টকের বাজার মূল্যের থেকে বেশি হত, তাহলে সেই স্টার্টআপের উপর এই কর বসানো হত ৷ ফলস্বরূপ, অ্যাসেসিং অফিসারের দ্বারা নির্ধারিত ন্যায্য বাজার মূল্যকে ছাড়িয়ে গেলে একটি স্টার্টআপের মূল্যকে আয় হিসাবে গণ্য করা হয় এবং 30 শতাংশ হারে কর বসানো হয় ।
বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দীর্ঘমেয়াদী মূলধন লাভের পরিপ্রেক্ষিতে ই-কমার্স প্লেয়ার এবং নির্দিষ্ট আর্থিক উপকরণগুলির জন্য করের হারের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তনের কথাও ঘোষণা করেছেন । তিনি অনিশ্চয়তা এবং বিরোধ কমাতে পুনরায় খোলা ও পুনর্মূল্যায়নের জন্য আইটি বিধানগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে সরল করার প্রস্তাব করেছেন ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3.0-এর প্রথম বাজেট সম্পর্কে দারুণ আশাবাদী ছিল দেশের স্টার্টআপগুলি ৷ কারণ প্রধানমন্ত্রী মোদিই তাঁর প্রথম মেয়াদে ভারতীয় উদ্যোগপতিদের জন্য স্টার্টআপ ইন্ডিয়া অ্যান্ড স্ট্যান্ডআপ ইন্ডিয়া প্রকল্প চালু করেছিলেন । সরকার বছরের পর বছর ধরে স্টার্টআপের জন্য বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করলেও অ্যাঞ্জেল ট্যাক্সের বিতর্কিত সমস্যা উদ্যোগপতি এবং স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের তাড়িত করে চলেছিল ।
এরপরেই স্টার্টআপগুলির তরফে 1961 সালের আয়কর আইনের ধারা 56(2)(viib)-এর অধীনে আরোপিত এই ট্যাক্সের বিলুপ্তি বা সম্পূর্ণ সংশোধনের দাবি উঠেছিল । এই করটি এতটাই বিতর্কিত যে, বেশ কয়েকজন নেতৃস্থানীয় অর্থনীতিবিদ এবং উদ্যোগপতি এই বছরের বাজেটের আগে এই কর অপসারণের দাবিতে জোরাল সওয়াল করেছিলেন ৷ তাদের স্বস্তি দিয়ে অবশেষে এই কর বাতিলের ঘোষণা করা হল বাজেটে ৷