ETV Bharat / business

লাগে টাকা দেবে গৌরী সেন থুড়ি ক্রেডিট কার্ড, ভালোবাসার সপ্তাহে অফারের বন্যা - Valentines Day

Valentine's Day 2024: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ক্রেডিট কার্ডে বিশেষ ছাড় ৷ রেস্টুরেন্টের বিলে মিলতে পারে 15 শতাংশ পর্যন্ত ছাড় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Feb 10, 2024, 10:09 PM IST

হায়দরাবাদ, 10 ফেব্রুারি: মাসের মাঝামাঝি মানেই পকেট অর্ধেক ফাঁকা ৷ তা বলে 'ভ্যালেন্টাইনস ডে'-টা তো আর যেন তেন ভাবে কাটানো যায় না ৷ এক সময় প্রচলিত ছিল, "লাগে টাকা দেবে গৌরী সেন" ৷ এখন গৌরী সেন বললে মনে পড়ে পকেটে থাকা ক্রেডিট কার্ড থুড়ি ডিজিটাল গৌরী সেনের কথা ৷ বিশেষত 'জিজিটাল ভারতে' মাসের শেষ অথবা শুরু বলে কিছু হয় না ৷ কিন্তু জানেন কি 'ভ্যালেন্টাইন ডে' উপলক্ষ্যে একাধিক কোম্পানি তাদের ক্রেডিট কার্ড ব্যবহারে একাধিক অফার দিচ্ছে ৷

সেইরকমই এক সংস্থা বাজাজ মার্কেটস, যেটি বাজাজ ফিনসার্ভের এক সহযোগী সংস্থা ৷ ভালোবাসার মরশুমে প্রিয়জনকে আরও বেশি করে ভালোবাসতে যাতে আয়োজনের খামতি না থাকে তার জন্য ক্রেডিট কার্ডের উপর একাধিক অফর দিচ্ছে এই সংস্থাটি ৷ এখন শুধুই দেখে নেওয়ার পালা কোনও কার্ডে কী অফার রয়েছে ? এই সমস্ত ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করলে পকেটে চাপ পড়বে না। আবার ভালোবাসার মানুষের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে-র আনন্দে মেতে উঠতে কোনও খামতি থাকবে না ৷ প্রায় 30টিরও বেশি ক্রেডিট কার্ডে বিশেষ অফার আছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ৷ যার মধ্যে অন্যতম হল,

অ্যাক্সিস ব্যাংক মাই জোন ক্রেডিট কার্ড (Axis Bank MY ZONE Credit Card) - এই ক্রেডিট কার্ডের বিশেষ আকর্ষণ হল এটার জন্য আপনাকে কোনও রক্ষণাবেক্ষণের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না ৷ শুধু মাত্র জয়েনিং ফি বাবদ 500 টাকা দিলেই হবে ৷ সুইগি থেকে খাবার অর্ডার করলেও মিলবে ছাড় ৷ আর বাইরে না গিয়ে প্রিয়জনের সঙ্গে বাড়িতেই সারতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার ৷ কোনও রক্ষণাবেক্ষণের খরচ না থাকায় এই কার্ডটি ব্যবহার করতে পারেন ৷

ইন্ডাসইন্ড ব্যাংক প্ল্যাটিনাম আউরা ইডিজিই ক্রেডিট কার্ড (IndusInd Bank Platinum Aura EDGE Credit Card)

এই ক্রেডিট কার্ডটিরও রক্ষণাবেক্ষণের খরচ নেই ৷ অ্যাক্সিস ব্যাংক মাই জোন ক্রেডিট কার্ডের থেকেও বাড়তি আকর্ষনীয় অফার পাওয়া যাচ্ছে এই কার্ডে ৷ ভ্যালেন্টাইনস অফার হিসাবে যে কোনও রেস্তোরাঁ-র বিল মেটালে পাওয়া যাচ্ছে রিওয়ার্ড পয়েন্ট ৷ প্রতি 100 টাকায় 1.5 পয়েন্ট সেভিংস রিওয়ার্ডও পাওয়া যাচ্ছে ৷

অ্যাক্সিস ব্যাংক এনইও ক্রেডিট কার্ড (Axis Bank NEO Credit Card)

এই কার্ডের জয়েনিং ফি 250 টাকা ৷ এছড়া ক্রেডিট কার্ডে উল্লেখ থাকা যে কোনও রেস্তোরাঁয় প্রিয়জনকে নিয়ে নৈশভোজে গেলে মিলবে 15 শতাংশ ছাড় ৷ শুধুমাত্র রেস্তোরাঁর বিল মেটালেই নয় ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে সিমেনার টিকিটেও থাকছে ছাড় ৷ এছাড়াও এই সঙ্গীকে নিয়ে লং ড্রাইভে গেলে যাতে জ্বালিনি খরচের ব্যাপার থাকে ৷ তাই সে কথা মাথায় থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে জ্বালানি বিল মেটালে সার চার্জও দিতে হবে ৷ 'পথ যদি না শেষ হয়, তো বাইক চলে বেশ হয়' বলেলও খুব একটা ভুল কিছু হবে না ৷

কী ভাবছেন, মুশকিল আসান ক্রেডিট কার্ড টা আপনার পকেটে নেই ৷ কোনও চিন্তা নেই। হাতে সময় কিছুটা আছে এখনও ৷ বাজাজ মার্কেট অ্যাপ ডাউন লোড করে সেখানে নাম মাত্র ডকুমেন্ট আপলোড করতে এই সমস্ত কার্ডের আবেদন করতে হবে ৷ তাই এই ক্রেডিট কার্ডগুলি না থাকলে দ্রুত আবেদন করুন ৷ ভ্যালেন্টাইনস ডে-এর আগে পেয়ে যাবেন ৷

আরও পড়ুন:

  1. চুল ও ত্বকের জন্য উপকারী কুমড়ো বীজ, কীভাবে খাবেন
  2. স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার করুন স্টিলের বোতল, রইল সহজ পদ্ধতি
  3. সর্দি-কাশি যদি আপনাকেও কষ্ট দেয়? আস্থা রাখুন লবঙ্গ-এলাচ- গোলমরিচে

হায়দরাবাদ, 10 ফেব্রুারি: মাসের মাঝামাঝি মানেই পকেট অর্ধেক ফাঁকা ৷ তা বলে 'ভ্যালেন্টাইনস ডে'-টা তো আর যেন তেন ভাবে কাটানো যায় না ৷ এক সময় প্রচলিত ছিল, "লাগে টাকা দেবে গৌরী সেন" ৷ এখন গৌরী সেন বললে মনে পড়ে পকেটে থাকা ক্রেডিট কার্ড থুড়ি ডিজিটাল গৌরী সেনের কথা ৷ বিশেষত 'জিজিটাল ভারতে' মাসের শেষ অথবা শুরু বলে কিছু হয় না ৷ কিন্তু জানেন কি 'ভ্যালেন্টাইন ডে' উপলক্ষ্যে একাধিক কোম্পানি তাদের ক্রেডিট কার্ড ব্যবহারে একাধিক অফার দিচ্ছে ৷

সেইরকমই এক সংস্থা বাজাজ মার্কেটস, যেটি বাজাজ ফিনসার্ভের এক সহযোগী সংস্থা ৷ ভালোবাসার মরশুমে প্রিয়জনকে আরও বেশি করে ভালোবাসতে যাতে আয়োজনের খামতি না থাকে তার জন্য ক্রেডিট কার্ডের উপর একাধিক অফর দিচ্ছে এই সংস্থাটি ৷ এখন শুধুই দেখে নেওয়ার পালা কোনও কার্ডে কী অফার রয়েছে ? এই সমস্ত ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করলে পকেটে চাপ পড়বে না। আবার ভালোবাসার মানুষের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে-র আনন্দে মেতে উঠতে কোনও খামতি থাকবে না ৷ প্রায় 30টিরও বেশি ক্রেডিট কার্ডে বিশেষ অফার আছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ৷ যার মধ্যে অন্যতম হল,

অ্যাক্সিস ব্যাংক মাই জোন ক্রেডিট কার্ড (Axis Bank MY ZONE Credit Card) - এই ক্রেডিট কার্ডের বিশেষ আকর্ষণ হল এটার জন্য আপনাকে কোনও রক্ষণাবেক্ষণের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না ৷ শুধু মাত্র জয়েনিং ফি বাবদ 500 টাকা দিলেই হবে ৷ সুইগি থেকে খাবার অর্ডার করলেও মিলবে ছাড় ৷ আর বাইরে না গিয়ে প্রিয়জনের সঙ্গে বাড়িতেই সারতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার ৷ কোনও রক্ষণাবেক্ষণের খরচ না থাকায় এই কার্ডটি ব্যবহার করতে পারেন ৷

ইন্ডাসইন্ড ব্যাংক প্ল্যাটিনাম আউরা ইডিজিই ক্রেডিট কার্ড (IndusInd Bank Platinum Aura EDGE Credit Card)

এই ক্রেডিট কার্ডটিরও রক্ষণাবেক্ষণের খরচ নেই ৷ অ্যাক্সিস ব্যাংক মাই জোন ক্রেডিট কার্ডের থেকেও বাড়তি আকর্ষনীয় অফার পাওয়া যাচ্ছে এই কার্ডে ৷ ভ্যালেন্টাইনস অফার হিসাবে যে কোনও রেস্তোরাঁ-র বিল মেটালে পাওয়া যাচ্ছে রিওয়ার্ড পয়েন্ট ৷ প্রতি 100 টাকায় 1.5 পয়েন্ট সেভিংস রিওয়ার্ডও পাওয়া যাচ্ছে ৷

অ্যাক্সিস ব্যাংক এনইও ক্রেডিট কার্ড (Axis Bank NEO Credit Card)

এই কার্ডের জয়েনিং ফি 250 টাকা ৷ এছড়া ক্রেডিট কার্ডে উল্লেখ থাকা যে কোনও রেস্তোরাঁয় প্রিয়জনকে নিয়ে নৈশভোজে গেলে মিলবে 15 শতাংশ ছাড় ৷ শুধুমাত্র রেস্তোরাঁর বিল মেটালেই নয় ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে সিমেনার টিকিটেও থাকছে ছাড় ৷ এছাড়াও এই সঙ্গীকে নিয়ে লং ড্রাইভে গেলে যাতে জ্বালিনি খরচের ব্যাপার থাকে ৷ তাই সে কথা মাথায় থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে জ্বালানি বিল মেটালে সার চার্জও দিতে হবে ৷ 'পথ যদি না শেষ হয়, তো বাইক চলে বেশ হয়' বলেলও খুব একটা ভুল কিছু হবে না ৷

কী ভাবছেন, মুশকিল আসান ক্রেডিট কার্ড টা আপনার পকেটে নেই ৷ কোনও চিন্তা নেই। হাতে সময় কিছুটা আছে এখনও ৷ বাজাজ মার্কেট অ্যাপ ডাউন লোড করে সেখানে নাম মাত্র ডকুমেন্ট আপলোড করতে এই সমস্ত কার্ডের আবেদন করতে হবে ৷ তাই এই ক্রেডিট কার্ডগুলি না থাকলে দ্রুত আবেদন করুন ৷ ভ্যালেন্টাইনস ডে-এর আগে পেয়ে যাবেন ৷

আরও পড়ুন:

  1. চুল ও ত্বকের জন্য উপকারী কুমড়ো বীজ, কীভাবে খাবেন
  2. স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার করুন স্টিলের বোতল, রইল সহজ পদ্ধতি
  3. সর্দি-কাশি যদি আপনাকেও কষ্ট দেয়? আস্থা রাখুন লবঙ্গ-এলাচ- গোলমরিচে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.