ETV Bharat / bharat

অসমে উদ্ধার 6 কোটির ইয়াবা ট্যাবলেট, ধৃত তিন - Yaba Tablets Seized in Assam

Yaba Tablets Seized in Assam: শুক্রবার অসমের কাছাড় থেকে প্রায় 6 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ওই রাজ্য়ের পুলিশ ৷ তিনজন ধরাও পড়েছে ৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই তথ্য জানিয়েছেন সোশাল মিডিয়ার মাধ্যমে ৷

Yaba Tablets Seized in Assam
অসমে উদ্ধার 6 কোটির ইয়াবা ট্যাবলেট (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Jun 14, 2024, 8:11 PM IST

গুয়াহাটি, 14 জুন: প্রায় ছ’কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে অসমের কাছাড় থেকে ৷ শুক্রবার এই তথ্য জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ এই ঘটনায় একজন মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁরা সকলেই মিজোরামের বাসিন্দা ৷

এই নিয়ে হিমন্ত বিশ্বশর্মা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "গোপন তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ আন্তঃরাজ্য সীমানায় একটি বিশেষ অভিযান চালিয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে ৷ তাদের কাছ থেকে 6 কোটি টাকা মূল্যের 21 হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছে ।" তিনি আরও জানিয়েছেন, প্রতিবেশী রাজ্য থেকে ওই ট্যাবলেটগুলি অসমে নিয়ে আসা হয়েছিল ৷

একটি গোপন তথ্যের ভিত্তিতে অসম পুলিশ শিলচর-আইজল রোডের সপ্তগ্রাম এলাকায় একটি অভিযান শুরু করে ৷ গ্রেফতার হওয়া তিনজনই একটি টু-হুইলারে করে ঘটনাস্থলে পৌঁছেছিল ৷ তাদের উদ্দেশ্য ছিল অন্য একটি গোষ্ঠীর কাছে ওই ট্যাবলেটগুলি তুলে দেওয়া ৷ যারা ওই ট্য়াবলেটগুলি নিতে এসেছিল, তারা গাড়িতে ছিল ৷ পুলিশ দেখে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় ৷ কিন্তু টু-হুইলারে থাকা এই তিনজন পালাতে পারেনি ৷ তারা পুলিশের হাতে ধরা পড়ে যায় ৷ গাড়িতে করে যারা পালিয়ে গিয়েছিল, তাদেরও সন্ধানও করছে পুলিশ ৷

উল্লেখ্য, ইয়াবা হল উত্তেজক পদার্থের সংমিশ্রণ ৷ এর উপাদানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেথামফেটামিন ও ক্যাফেইন । এর অনেক নাম রয়েছে ৷ থাইল্যান্ডে একে ক্রেজি মেডিসিন, ম্যাডনেস ড্রাগ, নাজি স্পিড নামেও বলা হয় ৷ এর আগে বুধবার অসমের করিমগঞ্জ জেলা থেকেও ইয়াবা উদ্ধার করেছিল পুলিশ ৷ তখন 2 লক্ষ 20 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছিল ৷ যার দাম প্রায় 66 কোটি টাকা ৷ এছাড়া অসমের কার্বি আলং জেলা থেকেও বুধবার 36 হাজার ইয়াবা ট্যাবলেট পুলিশ উদ্ধার করেছিল ৷

তার পর আবার শুক্রবার উদ্ধার হল ৷ মাদক বিরোধী অভিযানে পরপর আসা সাফল্য নিয়ে অসম পুলিশের প্রশংসা করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

গুয়াহাটি, 14 জুন: প্রায় ছ’কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে অসমের কাছাড় থেকে ৷ শুক্রবার এই তথ্য জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ এই ঘটনায় একজন মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁরা সকলেই মিজোরামের বাসিন্দা ৷

এই নিয়ে হিমন্ত বিশ্বশর্মা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "গোপন তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ আন্তঃরাজ্য সীমানায় একটি বিশেষ অভিযান চালিয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে ৷ তাদের কাছ থেকে 6 কোটি টাকা মূল্যের 21 হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছে ।" তিনি আরও জানিয়েছেন, প্রতিবেশী রাজ্য থেকে ওই ট্যাবলেটগুলি অসমে নিয়ে আসা হয়েছিল ৷

একটি গোপন তথ্যের ভিত্তিতে অসম পুলিশ শিলচর-আইজল রোডের সপ্তগ্রাম এলাকায় একটি অভিযান শুরু করে ৷ গ্রেফতার হওয়া তিনজনই একটি টু-হুইলারে করে ঘটনাস্থলে পৌঁছেছিল ৷ তাদের উদ্দেশ্য ছিল অন্য একটি গোষ্ঠীর কাছে ওই ট্যাবলেটগুলি তুলে দেওয়া ৷ যারা ওই ট্য়াবলেটগুলি নিতে এসেছিল, তারা গাড়িতে ছিল ৷ পুলিশ দেখে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় ৷ কিন্তু টু-হুইলারে থাকা এই তিনজন পালাতে পারেনি ৷ তারা পুলিশের হাতে ধরা পড়ে যায় ৷ গাড়িতে করে যারা পালিয়ে গিয়েছিল, তাদেরও সন্ধানও করছে পুলিশ ৷

উল্লেখ্য, ইয়াবা হল উত্তেজক পদার্থের সংমিশ্রণ ৷ এর উপাদানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেথামফেটামিন ও ক্যাফেইন । এর অনেক নাম রয়েছে ৷ থাইল্যান্ডে একে ক্রেজি মেডিসিন, ম্যাডনেস ড্রাগ, নাজি স্পিড নামেও বলা হয় ৷ এর আগে বুধবার অসমের করিমগঞ্জ জেলা থেকেও ইয়াবা উদ্ধার করেছিল পুলিশ ৷ তখন 2 লক্ষ 20 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছিল ৷ যার দাম প্রায় 66 কোটি টাকা ৷ এছাড়া অসমের কার্বি আলং জেলা থেকেও বুধবার 36 হাজার ইয়াবা ট্যাবলেট পুলিশ উদ্ধার করেছিল ৷

তার পর আবার শুক্রবার উদ্ধার হল ৷ মাদক বিরোধী অভিযানে পরপর আসা সাফল্য নিয়ে অসম পুলিশের প্রশংসা করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.