ETV Bharat / bharat

হাথরসকাণ্ডে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবাকেও প্রশ্ন করা হতে পারে, সাফ বার্তা কমিশনের - Judicial panel on Bhole Baba - JUDICIAL PANEL ON BHOLE BABA

Hathras Stampede Probe: উত্তরপ্রদেশের হাথরসের ফুলরাই গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করতে যায় 3 সদস্যের বিচারবিভাগীয় কমিশন ৷ সদস্যরা জানালেন, যদি দরকার হয় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হবে ৷

Hathras Stampede
হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনাস্থল (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 7, 2024, 4:17 PM IST

Updated : Jul 7, 2024, 4:23 PM IST

নয়ডা, 7 জুলাই: তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট সকলের সঙ্গেই কথা বলতে পারে রাজ্য সরকার গঠিত বিচারবিভাগীয় কমিটি ৷ 2 জুলাই উত্তরপ্রদেশের হাথরসের ফুলরাইতে একটি সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 123 জনের ৷ এই ঘটনায় দরকার হলে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবাকেও প্রশ্ন করা হবে বলে রবিবার জানাল জুডিশিয়াল এনকোয়ারি কমিশন ৷

ঘটনায় তদন্তে 3 সদস্যের বিচারবিভাগীয় কমিশন গঠন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কমিশনের চেয়ারম্যান এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব ৷ এছাড়াও আছেন প্রাক্তন আইপিএস আধিকারিক ভবেশ কুমার এবং প্রাক্তন আইএএস আধিকারিক হেমন্ত রাও ৷

পদপিষ্ট হওয়ার ঘটনায় সাধারণ মানুষের কাছে যদি কোনও প্রমাণ থাকে তাহলে তা কমিশনকে জানানো যাবে ৷ এই মর্মে শীঘ্রই একটি পাবলিক নোটিশও জারি করা হবে ৷ সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা যাঁরা সামনে থেকে দেখেছেন, তাঁরাও নিজেদের অভিজ্ঞতার কথা এই কমিশনকে জানাতে পারবেন ৷ রবিবার এমনই জানান কমিশনের চেয়ারম্যান ব্রিজেশ কুমার শ্রীবাস্তব ৷

এখানে সাংবাদিকরা কমিশনের সদস্যদের জিজ্ঞাসা করেন, যাঁকে কেন্দ্র করে ওই সৎসঙ্গের অনুষ্ঠান হচ্ছিল, অর্থাৎ স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবাকে কি জিজ্ঞাসা করা হবে ? উত্তরে কমিশনের আরেক সদস্য প্রাক্তন আইপিএস আধিকারিক ভবেশ কুমার বলেন, "হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তের প্রয়োজনে যে কারও সঙ্গেই কথা বলবে কমিশন ৷"

শনিবার এই প্যানেল 91 নম্বর জাতীয় সড়কের কাছে হাসরথের ফুলরাই গ্রামের ঘটনাস্থলে পৌঁছয় এবং এলাকা পরিদর্শন করে ৷ এদিন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রীবাস্তব বলেন, "দু'মাসের মধ্যে আমাদের এই তদন্তের রিপোর্ট জমা দিতেই হবে ৷" রবিবার সকালেও তাঁরা তদন্তের কাজে সেখানে ছিলেন ৷

এখনও পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত আয়োজক দেবপ্রকাশ মধুকর-সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত মধুকর 2 জুলাইয়ের এই অনুষ্ঠানের জন্য টাকা জোগাড়ের কাজ করেছিলেন। তিনিই প্রধান আয়োজক ৷ উল্লেখ্য, পদপিষ্ট হওয়ার ঘটনায় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরির বিরুদ্ধে স্থানীয় সিকন্দর রাও থানায় কোনও এফআইআর দায়ের হয়নি ৷ এই অনুষ্ঠানে 80 হাজার দর্শনার্থীদের জন্য অনুমতি দেওয়া হলেও 2.5 লক্ষ মানুষে সেদিন ভিড় করেছিল বলে অনুমানু প্রশাসনের ৷

মুখ্যমন্ত্রীর গঠিত তদন্তকারী কমিশন ছাড়াও পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (আগরা) অনুপম কুলশ্রেষ্ঠা ৷ তিনি সংবাদসংস্থা পিটিআইকে জানান, এই পদপিষ্ট হওয়ার ঘটনায় কোনও রকম ষড়যন্ত্র হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

নয়ডা, 7 জুলাই: তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট সকলের সঙ্গেই কথা বলতে পারে রাজ্য সরকার গঠিত বিচারবিভাগীয় কমিটি ৷ 2 জুলাই উত্তরপ্রদেশের হাথরসের ফুলরাইতে একটি সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 123 জনের ৷ এই ঘটনায় দরকার হলে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবাকেও প্রশ্ন করা হবে বলে রবিবার জানাল জুডিশিয়াল এনকোয়ারি কমিশন ৷

ঘটনায় তদন্তে 3 সদস্যের বিচারবিভাগীয় কমিশন গঠন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কমিশনের চেয়ারম্যান এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব ৷ এছাড়াও আছেন প্রাক্তন আইপিএস আধিকারিক ভবেশ কুমার এবং প্রাক্তন আইএএস আধিকারিক হেমন্ত রাও ৷

পদপিষ্ট হওয়ার ঘটনায় সাধারণ মানুষের কাছে যদি কোনও প্রমাণ থাকে তাহলে তা কমিশনকে জানানো যাবে ৷ এই মর্মে শীঘ্রই একটি পাবলিক নোটিশও জারি করা হবে ৷ সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা যাঁরা সামনে থেকে দেখেছেন, তাঁরাও নিজেদের অভিজ্ঞতার কথা এই কমিশনকে জানাতে পারবেন ৷ রবিবার এমনই জানান কমিশনের চেয়ারম্যান ব্রিজেশ কুমার শ্রীবাস্তব ৷

এখানে সাংবাদিকরা কমিশনের সদস্যদের জিজ্ঞাসা করেন, যাঁকে কেন্দ্র করে ওই সৎসঙ্গের অনুষ্ঠান হচ্ছিল, অর্থাৎ স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবাকে কি জিজ্ঞাসা করা হবে ? উত্তরে কমিশনের আরেক সদস্য প্রাক্তন আইপিএস আধিকারিক ভবেশ কুমার বলেন, "হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তের প্রয়োজনে যে কারও সঙ্গেই কথা বলবে কমিশন ৷"

শনিবার এই প্যানেল 91 নম্বর জাতীয় সড়কের কাছে হাসরথের ফুলরাই গ্রামের ঘটনাস্থলে পৌঁছয় এবং এলাকা পরিদর্শন করে ৷ এদিন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রীবাস্তব বলেন, "দু'মাসের মধ্যে আমাদের এই তদন্তের রিপোর্ট জমা দিতেই হবে ৷" রবিবার সকালেও তাঁরা তদন্তের কাজে সেখানে ছিলেন ৷

এখনও পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত আয়োজক দেবপ্রকাশ মধুকর-সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত মধুকর 2 জুলাইয়ের এই অনুষ্ঠানের জন্য টাকা জোগাড়ের কাজ করেছিলেন। তিনিই প্রধান আয়োজক ৷ উল্লেখ্য, পদপিষ্ট হওয়ার ঘটনায় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরির বিরুদ্ধে স্থানীয় সিকন্দর রাও থানায় কোনও এফআইআর দায়ের হয়নি ৷ এই অনুষ্ঠানে 80 হাজার দর্শনার্থীদের জন্য অনুমতি দেওয়া হলেও 2.5 লক্ষ মানুষে সেদিন ভিড় করেছিল বলে অনুমানু প্রশাসনের ৷

মুখ্যমন্ত্রীর গঠিত তদন্তকারী কমিশন ছাড়াও পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (আগরা) অনুপম কুলশ্রেষ্ঠা ৷ তিনি সংবাদসংস্থা পিটিআইকে জানান, এই পদপিষ্ট হওয়ার ঘটনায় কোনও রকম ষড়যন্ত্র হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Jul 7, 2024, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.