ETV Bharat / bharat

স্বামীর সঙ্গে ঝগড়ায় বাড়িতে আগুন চিকিৎসক স্ত্রীর, পুড়ে ছাই আসবাবপত্র - বাড়িতে আগুন

Doctor Couple Fight: ঔরঙ্গাবাদে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে ফ্ল্যাটে আগুন লাগিয়ে দিলেন চিকিৎসক স্ত্রী ৷ পুড়ে ছাই এসি, টিভি, কুকার, দুটি ফ্রিজ-সহ আসবাবপত্র ৷ স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিকিৎসক স্বামী ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

Wife Sets Flat On Fire
বাড়িতে আগুন চিকিৎসক স্ত্রীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 5:20 PM IST

ছত্রপতি সম্ভাজিনগর (ঔরঙ্গাবাদ), 30 জানুয়ারি: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জের ৷ আসবাবপত্র-সহ বাড়িতে আগুন লাগিয়ে দিলেন চিকিৎসক স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদের ছত্রপতি সম্ভাজিনগর শহরে ৷ দমকল ঘটনাস্থলে এসে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ এ ব্যাপারে আরও তদন্ত করছে মুকুন্দওয়াড়ি থানার পুলিশ ।

জানা গিয়েছে, ঠাকরে নগরের নালন্দা অ্যাপার্টমেন্টে থাকতেন গোবিন্দ এবং বিনীতা ভাইজওয়াদে ৷ তাঁরা দুজনেই ডাক্তার । গোবিন্দ একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন । বিনীতা আয়ুর্বেদিক কলেজের অধ্যাপক । রবিবার রাত 11টার দিকে হঠাৎ করে উভয়ের মধ্যে হাতাহাতি হয় । সেই সময় আশপাশে বসবাসকারী পরিবারের সদস্যরা দু'জনকে বোঝানোর চেষ্টা করেন । সে সময় গোবিন্দ বাড়ি থেকে বের হয়ে যান ৷ পরে স্ত্রী বিনীতা হাসপাতালে চলে যান ৷

গোবিন্দ কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসেন ৷ তবে বিনীতা বাড়ি ফেরেন ভোর ছয়টায় । তিনি কড়া নাড়লেও গোবিন্দ দরজা খোলেননি । বিনীতা প্রতিবেশীকে ডেকে জড়ো করেন । প্রতিবেশীরা এলে দরজা খুলে দেন গোবিন্দ । এরপরেই মহিলা ডাক্তার বেডরুমের বিছানা ও আলমারিতে আগুন জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে যান । ঘরের জিনিসপত্র পুড়ে যাওয়ার পর গোটা বেডরুমে আগুন ধরে যায় । প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করলে দমকলে খবর দেন এবং দম্পতির ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ৷

পাশাপাশি আগুন যাতে ছড়িয়ে না পরে প্রতিবেশীরা গ্যাস সিলিন্ডার বের করে নেন । ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিন । এই ঘটনায় এসি, টিভি, কুকার, দুটি ফ্রিজ, আলমারি, শোকেস-সহ প্রচুর জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে । এই ঘটনায় সোমবার রাতে গোবিন্দ তাঁর স্ত্রীর নামে মুকুন্দওয়াড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন । এরপরেই বিনীতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী-স্ত্রী ! বদ্ধ ঘর থেকে উদ্ধার তিনজনের দেহ
  2. হিটার থেকে শর্ট সার্কিট, ঘুমের মধ্যেই ঝলসে মৃত তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ !
  3. স্বামী-স্ত্রী’র অশান্তি, ধারালো অস্ত্র দিয়ে 8 মাসের শিশুকে নৃশংস খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

ছত্রপতি সম্ভাজিনগর (ঔরঙ্গাবাদ), 30 জানুয়ারি: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জের ৷ আসবাবপত্র-সহ বাড়িতে আগুন লাগিয়ে দিলেন চিকিৎসক স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদের ছত্রপতি সম্ভাজিনগর শহরে ৷ দমকল ঘটনাস্থলে এসে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ এ ব্যাপারে আরও তদন্ত করছে মুকুন্দওয়াড়ি থানার পুলিশ ।

জানা গিয়েছে, ঠাকরে নগরের নালন্দা অ্যাপার্টমেন্টে থাকতেন গোবিন্দ এবং বিনীতা ভাইজওয়াদে ৷ তাঁরা দুজনেই ডাক্তার । গোবিন্দ একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন । বিনীতা আয়ুর্বেদিক কলেজের অধ্যাপক । রবিবার রাত 11টার দিকে হঠাৎ করে উভয়ের মধ্যে হাতাহাতি হয় । সেই সময় আশপাশে বসবাসকারী পরিবারের সদস্যরা দু'জনকে বোঝানোর চেষ্টা করেন । সে সময় গোবিন্দ বাড়ি থেকে বের হয়ে যান ৷ পরে স্ত্রী বিনীতা হাসপাতালে চলে যান ৷

গোবিন্দ কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসেন ৷ তবে বিনীতা বাড়ি ফেরেন ভোর ছয়টায় । তিনি কড়া নাড়লেও গোবিন্দ দরজা খোলেননি । বিনীতা প্রতিবেশীকে ডেকে জড়ো করেন । প্রতিবেশীরা এলে দরজা খুলে দেন গোবিন্দ । এরপরেই মহিলা ডাক্তার বেডরুমের বিছানা ও আলমারিতে আগুন জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে যান । ঘরের জিনিসপত্র পুড়ে যাওয়ার পর গোটা বেডরুমে আগুন ধরে যায় । প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করলে দমকলে খবর দেন এবং দম্পতির ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ৷

পাশাপাশি আগুন যাতে ছড়িয়ে না পরে প্রতিবেশীরা গ্যাস সিলিন্ডার বের করে নেন । ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিন । এই ঘটনায় এসি, টিভি, কুকার, দুটি ফ্রিজ, আলমারি, শোকেস-সহ প্রচুর জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে । এই ঘটনায় সোমবার রাতে গোবিন্দ তাঁর স্ত্রীর নামে মুকুন্দওয়াড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন । এরপরেই বিনীতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী-স্ত্রী ! বদ্ধ ঘর থেকে উদ্ধার তিনজনের দেহ
  2. হিটার থেকে শর্ট সার্কিট, ঘুমের মধ্যেই ঝলসে মৃত তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ !
  3. স্বামী-স্ত্রী’র অশান্তি, ধারালো অস্ত্র দিয়ে 8 মাসের শিশুকে নৃশংস খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.