ETV Bharat / bharat

যৌনসঙ্গীর সংখ্যার নিরিখে শীর্ষে তুরস্ক, ভারতের অবস্থান কোথায় ? - Sexual Partners Global Index - SEXUAL PARTNERS GLOBAL INDEX

Sexual Partners Global Index: গড় যৌনসঙ্গীর পরিসংখ্যানের নিরিখে ভারতের অবস্থান সবচেয়ে নিচে ৷ সাম্প্রতিক এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ৷ কেন সকলের শেষে ভারত ৷ জেনে নিন বিস্তারিত...

Sexual Partners Global Index
Sexual Partners Global Index
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 8:43 PM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল: যৌনসঙ্গীর গড় সংখ্যার নিরিখে সবচেয়ে নিচে ভারত ৷ কান্ট্রি 2024-এর অংশীদারিত্বে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দ্বারা প্রকাশিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ৷ 46টি দেশের মধ্য়ে এই সমীক্ষা চালানো হয় ৷ ভারতের স্থানে 46-এ ৷ আর শীর্ষে রয়েছে তুরস্ক৷ সেখানে গড় যৌনসঙ্গীর সংখ্যা সাড়ে 14 ৷ ভারতীয়দের ক্ষেত্রে তা তিন৷ সারা বিশ্বে এই গড় জন প্রতি নয় ৷

ওই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ‘‘এমন দেশও রয়েছে যেখানে মানুষের বিশ্বের গড়ের তুলনায় অনেক কম যৌনসঙ্গী থাকার প্রবণতা রয়েছে ৷ এটি সাধারণত বিবাহপূর্ব যৌনতা থেকে বিরত থাকার সামাজিক বা সাংস্কৃতিক পছন্দের কারণে হয় । ভারতে, যেখানে অনেক লোক বিয়ের কঠোর নিয়ম মেনে চলে, সেখানে গড়পড়তা ব্যক্তির জীবনে তিনজন যৌনসঙ্গী থাকে । হংকং, ভিয়েতনাম ও চিনে বসবাসকারী লোকেদের জীবনে চারজনেরও কম যৌনসঙ্গী থাকে ।’’

জীবনযাত্রা: গুজরাত সেন্ট্রাল ইউনিভার্সিটির সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের সহযোগী অধ্যাপক সুভাষ কুমারের মতে, শৈশব থেকেই একজন ব্যক্তি যেভাবে বেড়ে ওঠেন, তার উপর নির্ভর করছে যে তাঁর কতজন যৌনসঙ্গী থাকবে ৷

Sexual Partners Global Index
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দ্বারা প্রকাশিত সমীক্ষা

ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘সাধারণত, ভারতীয় সমাজের নীতিগুলি একজন ব্যক্তিকে তার জীবনে একাধিক যৌনসঙ্গী রাখার অনুমতি দেয় না ৷ আমি এটাকে (তালিকায় ভারতের সবচেয়ে নিচে থাকা) খুবই ইতিবাচক লক্ষণ হিসেবে বিবেচনা করি । ভারতীয় সাংস্কৃতিক ও সামাজিক নিয়মগুলি অত্যন্ত উচ্চমূল্যের। ভারতীয়দের সবচেয়ে নির্ভরযোগ্য জীবনসঙ্গী আছে ।’’

গ্রাম ও শহরের পার্থক্য: একই সঙ্গে সুভাষ কুমারের বক্তব্য, মানসিক ও শারীরিক সমস্যার জন্য একজন ব্যক্তির জীবনে একাধিক যৌনসঙ্গী থাকতে পারে । তিনি বলেন, "উদ্বেগ, বিষণ্ণতা, ক্যারিয়ারের চ্যালেঞ্জগুলি জীবনের প্রধান অন্তরায় ৷’’ তাঁর মতে, ভারতের ছোট লোকেরা বিয়ের আগে যৌন সম্পর্ক তৈরি করে না ৷ তিনি বলেন, "ছোট শহর ও গ্রামীণ এলাকায় মানুষের সাধারণত একজন যৌনসঙ্গী থাকে ৷ মেট্রোগুলিতে, লোকেরা পশ্চিমী সংস্কৃতির সঙ্গে বেশি যুক্ত হয় ৷’’ তবে একজন ভারতীয়ের গড়ে তিনজন যৌনসঙ্গী থাকার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সুভাষ কুমার ৷

নয়ডার জেপি হাসপাতালের ক্লিনিকাল সাইকোলজিস্ট ড. প্রিয়াঙ্কা শ্রীবাস্তবও ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে র‌্যাঙ্কিংয়ের নিচে ভারতের অবস্থানের কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আমৃত্যু বৈবাহিক সম্পর্ক বজায় রাখা: ড. প্রিয়াঙ্কা শ্রীবাস্তব বলছেন, "ভারতে, একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত একজন জীবনসঙ্গী থাকে ৷ বিয়ে ভেঙে যাওয়ার সংখ্যা সাধারণত খুব কম । পশ্চিমী সংস্কৃতির প্রভাবে এখন এটি পরিবর্তন হচ্ছে ৷ মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে এবং তাঁরা আর্থিকভাবে স্বাধীন হচ্ছে ৷ এর ফলে স্বামীদের সঙ্গে তাঁদের মধ্যে ফাটল তৈরি করছে । তাই আজ ভারতের দৃশ্যপট বদলে গিয়েছে ।” ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ রিপোর্ট অনুসারে, বেশিরভাগ ব্যক্তিরই তাঁদের জীবদ্দশায় একাধিক যৌনসঙ্গী থাকে ৷

সংস্কৃতির ভূমিকা: সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, যৌনসঙ্গীদের গড় সংখ্যা বিভিন্ন দেশে বিভিন্নরকম ৷ কারণ, বিভিন্ন দেশের সংস্কৃতির পার্থক্য এর কারণ ৷ সেই কারণে তুরস্কের মানুষদের মধ্যে গড় যৌনসঙ্গীর সংখ্যা 14 ৷ আবার আইসল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাসিন্দারা গড়ে 13 বা তার বেশি যৌনসঙ্গীর সঙ্গে জীবন কাটান ৷

কৌমার্যের প্রশ্ন: সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ গড়ে 10 থেকে 11 জন যৌনসঙ্গীর সঙ্গে জীবন কাটান ৷ তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তির যৌনসঙ্গীর গড় সংখ্যা সেখানকার বিভিন্ন প্রদেশে বিভিন্নরকম ৷ এক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় পছন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ৷ উদাহরণ হিসেবে বলা যায়, লুইসিয়ানার বাসিন্দারা গড়ে 15.7 যৌনসঙ্গীর সঙ্গে থাকেন ৷ আবার উটাহের লোকেরা, যাঁদের মধ্যে 62 শতাংশ চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার-ডে সেন্টস-এর অন্তর্গত, তাঁদের গড় যৌনসঙ্গীর সংখ্যা 2.6 ৷

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৌমার্য চলে যাওয়ার বয়সও বিভিন্ন দেশে বিভিন্নরকম ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণত 17 বছর বয়সে প্রথমবার যৌন সম্পর্ক তৈরি করেন অধিকাংশ ৷ এর উপরও যৌনসঙ্গীর সংখ্যাকেও প্রভাবিত করতে পারে ।

আরও পড়ুন:

  1. পরকীয়া ! স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতেনাতে পাকড়াও স্ত্রী'র
  2. স্ট্য়াম্প পেপারে ছেলের দায়িত্ব ত্যাগ করে বিবাহিত তরুণের সঙ্গে পালালেন বিধবা

নয়াদিল্লি, 11 এপ্রিল: যৌনসঙ্গীর গড় সংখ্যার নিরিখে সবচেয়ে নিচে ভারত ৷ কান্ট্রি 2024-এর অংশীদারিত্বে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দ্বারা প্রকাশিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ৷ 46টি দেশের মধ্য়ে এই সমীক্ষা চালানো হয় ৷ ভারতের স্থানে 46-এ ৷ আর শীর্ষে রয়েছে তুরস্ক৷ সেখানে গড় যৌনসঙ্গীর সংখ্যা সাড়ে 14 ৷ ভারতীয়দের ক্ষেত্রে তা তিন৷ সারা বিশ্বে এই গড় জন প্রতি নয় ৷

ওই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ‘‘এমন দেশও রয়েছে যেখানে মানুষের বিশ্বের গড়ের তুলনায় অনেক কম যৌনসঙ্গী থাকার প্রবণতা রয়েছে ৷ এটি সাধারণত বিবাহপূর্ব যৌনতা থেকে বিরত থাকার সামাজিক বা সাংস্কৃতিক পছন্দের কারণে হয় । ভারতে, যেখানে অনেক লোক বিয়ের কঠোর নিয়ম মেনে চলে, সেখানে গড়পড়তা ব্যক্তির জীবনে তিনজন যৌনসঙ্গী থাকে । হংকং, ভিয়েতনাম ও চিনে বসবাসকারী লোকেদের জীবনে চারজনেরও কম যৌনসঙ্গী থাকে ।’’

জীবনযাত্রা: গুজরাত সেন্ট্রাল ইউনিভার্সিটির সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের সহযোগী অধ্যাপক সুভাষ কুমারের মতে, শৈশব থেকেই একজন ব্যক্তি যেভাবে বেড়ে ওঠেন, তার উপর নির্ভর করছে যে তাঁর কতজন যৌনসঙ্গী থাকবে ৷

Sexual Partners Global Index
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দ্বারা প্রকাশিত সমীক্ষা

ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘সাধারণত, ভারতীয় সমাজের নীতিগুলি একজন ব্যক্তিকে তার জীবনে একাধিক যৌনসঙ্গী রাখার অনুমতি দেয় না ৷ আমি এটাকে (তালিকায় ভারতের সবচেয়ে নিচে থাকা) খুবই ইতিবাচক লক্ষণ হিসেবে বিবেচনা করি । ভারতীয় সাংস্কৃতিক ও সামাজিক নিয়মগুলি অত্যন্ত উচ্চমূল্যের। ভারতীয়দের সবচেয়ে নির্ভরযোগ্য জীবনসঙ্গী আছে ।’’

গ্রাম ও শহরের পার্থক্য: একই সঙ্গে সুভাষ কুমারের বক্তব্য, মানসিক ও শারীরিক সমস্যার জন্য একজন ব্যক্তির জীবনে একাধিক যৌনসঙ্গী থাকতে পারে । তিনি বলেন, "উদ্বেগ, বিষণ্ণতা, ক্যারিয়ারের চ্যালেঞ্জগুলি জীবনের প্রধান অন্তরায় ৷’’ তাঁর মতে, ভারতের ছোট লোকেরা বিয়ের আগে যৌন সম্পর্ক তৈরি করে না ৷ তিনি বলেন, "ছোট শহর ও গ্রামীণ এলাকায় মানুষের সাধারণত একজন যৌনসঙ্গী থাকে ৷ মেট্রোগুলিতে, লোকেরা পশ্চিমী সংস্কৃতির সঙ্গে বেশি যুক্ত হয় ৷’’ তবে একজন ভারতীয়ের গড়ে তিনজন যৌনসঙ্গী থাকার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সুভাষ কুমার ৷

নয়ডার জেপি হাসপাতালের ক্লিনিকাল সাইকোলজিস্ট ড. প্রিয়াঙ্কা শ্রীবাস্তবও ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে র‌্যাঙ্কিংয়ের নিচে ভারতের অবস্থানের কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আমৃত্যু বৈবাহিক সম্পর্ক বজায় রাখা: ড. প্রিয়াঙ্কা শ্রীবাস্তব বলছেন, "ভারতে, একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত একজন জীবনসঙ্গী থাকে ৷ বিয়ে ভেঙে যাওয়ার সংখ্যা সাধারণত খুব কম । পশ্চিমী সংস্কৃতির প্রভাবে এখন এটি পরিবর্তন হচ্ছে ৷ মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে এবং তাঁরা আর্থিকভাবে স্বাধীন হচ্ছে ৷ এর ফলে স্বামীদের সঙ্গে তাঁদের মধ্যে ফাটল তৈরি করছে । তাই আজ ভারতের দৃশ্যপট বদলে গিয়েছে ।” ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ রিপোর্ট অনুসারে, বেশিরভাগ ব্যক্তিরই তাঁদের জীবদ্দশায় একাধিক যৌনসঙ্গী থাকে ৷

সংস্কৃতির ভূমিকা: সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, যৌনসঙ্গীদের গড় সংখ্যা বিভিন্ন দেশে বিভিন্নরকম ৷ কারণ, বিভিন্ন দেশের সংস্কৃতির পার্থক্য এর কারণ ৷ সেই কারণে তুরস্কের মানুষদের মধ্যে গড় যৌনসঙ্গীর সংখ্যা 14 ৷ আবার আইসল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাসিন্দারা গড়ে 13 বা তার বেশি যৌনসঙ্গীর সঙ্গে জীবন কাটান ৷

কৌমার্যের প্রশ্ন: সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ গড়ে 10 থেকে 11 জন যৌনসঙ্গীর সঙ্গে জীবন কাটান ৷ তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তির যৌনসঙ্গীর গড় সংখ্যা সেখানকার বিভিন্ন প্রদেশে বিভিন্নরকম ৷ এক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় পছন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ৷ উদাহরণ হিসেবে বলা যায়, লুইসিয়ানার বাসিন্দারা গড়ে 15.7 যৌনসঙ্গীর সঙ্গে থাকেন ৷ আবার উটাহের লোকেরা, যাঁদের মধ্যে 62 শতাংশ চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার-ডে সেন্টস-এর অন্তর্গত, তাঁদের গড় যৌনসঙ্গীর সংখ্যা 2.6 ৷

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৌমার্য চলে যাওয়ার বয়সও বিভিন্ন দেশে বিভিন্নরকম ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণত 17 বছর বয়সে প্রথমবার যৌন সম্পর্ক তৈরি করেন অধিকাংশ ৷ এর উপরও যৌনসঙ্গীর সংখ্যাকেও প্রভাবিত করতে পারে ।

আরও পড়ুন:

  1. পরকীয়া ! স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতেনাতে পাকড়াও স্ত্রী'র
  2. স্ট্য়াম্প পেপারে ছেলের দায়িত্ব ত্যাগ করে বিবাহিত তরুণের সঙ্গে পালালেন বিধবা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.