নয়াদিল্লি, 16 মার্চ: প্রকাশ্যে এসেছে ইলেকটোরাল বন্ডের অনুদানকারীদের নাম ৷ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকায় জ্বলজ্বল করছে সান্তিয়াগো মার্টিনের নাম ৷ তিনি 'লটারি কিং' নামে পরিচিত ৷ তাঁর কোম্পানি ফিউচার গেমিং সলিউশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি অঙ্কের আর্থিক অনুদান দিয়েছে ৷
কে এই সান্তিয়াগো মার্টিন বা লটারি কিং ?
সান্তিয়াগো মার্টিনের ওয়েবসাইট জানাচ্ছে, তিনি একটি দাতব্য ট্রাস্ট চালান ৷ মায়ানমারের ইয়াঙ্গনে এক সামান্য শ্রমিক হিসেবে তাঁর জীবন শুরু ৷ এরপর 1988 সালে তিনি ভারতে আসেন ৷ তামিলনাড়ুতে লটারির ব্যবসা খোলেন ৷ এরপরই তাঁর উল্কার গতিতে উত্থান শুরু হয় ৷ লটারির ব্যবসা তামিলনাড়ু ছাড়িয়ে কর্ণাটক এবং কেরলেও বিস্তার লাভ করেছে ৷ এছাড়া ভারতের উত্তরপূর্বে তিনি সরকারি লটারির স্কিম তদারকির ব্যবসাও করেন ৷ এমনকী দেশ ছাড়িয়ে ভুটান ও নেপালেও প্রসার লাভ করেছে 'লটারি কিং' সান্তিয়াগোর ব্যবসা ৷
এই লটারি ব্যবসা থেকে অর্জিত বিপুল অঙ্কের টাকা তিনি নির্মাণ, রিয়্যাল এস্টেট, টেক্সটাইল এবং হোটেল ব্যবসায় বিনিয়োগ করেন ৷ তিনি দেশের সর্বভারতীয় লটারি ট্রেড অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রির সভাপতি ৷ লটারির এই সংগঠনটি ভারতে লটারি ব্যবসাকে উন্নীত করার কাজ করে থাকে ৷ তাঁর ফিউচার গেমিং সলিউশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বিশ্ব লটারি সংগঠনের সদস্যও ৷ অনলাইন গেমিং এবং ক্যাসিনো, জুয়া খেলার ক্ষেত্রেও পা রাখতে চলেছে এই সান্তিয়াগো মার্টিনের কোম্পানি ৷
লটারি কিংয়ের নামে দুর্নীতির অভিযোগও উঠেছে ৷ 2021 সালে তামিলনাড়ুর প্রাক্তন সভাপতি অভিযোগ করেছেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় মার্টিন বিজেপিকে 83 শতাংশ অনুদান দিয়েছে ৷ এই সময় তিনি মোট রাজনৈতিক অনুদানের পরিমাণ ছিল 245.7 কোটি টাকা ৷ শুধু তাই নয়, 2022-23 অর্থবর্ষে পাঁচটি রাজনৈতিক দলকে মার্টিনের কোম্পানি 680.49 কোটি টাকা আর্থিক অনুদান দেয় ৷ এই বিশাল অর্থের প্রায় 90 শতাংশ গিয়েছে ভারতীয় জনতা পার্টির ঘরে ৷ 2019 থেকে 2024 সাল-এই 5 বছরেই ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড 1 হাজার 368 কোটি টাকা অনুদান দিয়েছে ৷
এদিকে সান্তিয়াগোর কোম্পানির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ৷ 2019 সাল থেকে এর তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ 2023 সালের মে মাসে কোয়েম্বাটোর ও চেন্নাইয়ে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ আর এই তদন্তের উৎস কিন্তু সিবিআইয়ের চার্জশিট ৷ অভিযোগ, কেরলে সিকিম সরকারের লটারি বিক্রি করেছিলেন সান্তিয়াগো মার্টিন ৷ সিবিআই-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্টিন এবং তাঁর কোম্পানি সিকিম সরকারের 910 কোটি টাকা ক্ষতি করে দিয়েছে ৷
আরও পড়ুন: