ETV Bharat / bharat

জীবনে ভরবে সুখ-সমৃদ্ধিতে, কোন দিন কোন রঙের পোশাক পরবেন জানা আছে ? - Goodluck Wear Dresses

Which Color To Wear On Which Day: জ্যোতিষ অনুযায়ী আমাদের জীবনে রংয়ের বিশেষ গুরুত্ব আছে । সব রং সবার জন্য নয় । আরও বলা যেতে পারে, যেকোনও রং যেকোনও দিন পরা যায় না । সপ্তাহের কোন দিন কোন রংয়ের পোশাক পরবেন ? জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Goodluck Wear Dresses Of Dirrerent Colours News
জীবনে সুখ সমৃদ্ধি পেতে কোন দিন কোন রঙের পোশাক পরবেন জানুন জ্যোর্তিবিদের মতামত
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 7:22 PM IST

Updated : Apr 16, 2024, 10:43 AM IST

হায়দরাবাদ: আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের বিশেষ প্রভাব রয়েছে ৷ বাস্তুতে ত্রুটি থাকলে আমাদের জীবনে তার প্রভাব পড়তে পারে ৷ জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তুমতে এক একটি রং এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত ৷ তাই এক একটি রং একটি গ্রহকে প্রভাবিত করতে পারে ৷ কোন দিনে কোন রঙের পোশাক পরে বেরোলে শুভ ? জেনে নিন জ্যোতিষবিদ্যা কী বলছে...

  1. রবিবার কমলা বা লাল রং শুভ ৷
  2. সোমবার সাদা বা সিলভার রঙের পোশাক পরে বেরোতে পারেন ৷
  3. মঙ্গলবার লাল রঙের পোশাক পরা শুভ ৷
  4. বুধবার সবুজ রঙের পোশাক পরে বেরোলে ভালো ৷
  5. বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরতে পারেন ৷
  6. শুক্রবার সাদা পোশাক পরতে পারেন ৷
  7. শনিবার নীল রঙের পোশাককে শুভ বলে মনে করা হয় ৷

সপ্তাহের দিন অনুযায়ী শুভ রং সাধারণত রাশিভিত্তিক হয় ৷ এক্ষেত্রে প্রত্যেকে একই রঙের পোশাক পরে বেরবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷ জ্যোতিষী রাহুল দে’র ব্যখ্যা, সপ্তাহের সাতদিনের প্রত্যেকটিকে এক একটি গ্রহ প্রতিনিধিত্ব করে ৷ সেই হিসাবেই এই রঙের প্রভাব ৷

ররিবার সান বা সূর্য হিসাবে ধরা হয় ৷ ওই দিন কমলা বা লাল রং বলে ধরা হয় ৷ সোমবার মহাদেব বা চন্দ্রকে তুষ্ট করা হয় ৷ ফলে এই দিন সাদা বা রুপোলি রংয়ের পোশাক পরার কথাও বলা হয় ৷ এছাড়াও সাদা শান্তি ও সরলতার প্রতীক ৷ মঙ্গলবার রক্ত বা লালের প্রতীক হিসাবে ধরা হয় ৷ বুধ মানে হল বুদ্ধি ৷ ফলে বুধবার দিন সবুজ রং ভালো বলে মনে করা হয় ৷ বৃহস্পতি মানে হল গুরু ৷ ফলে বলা হয়, গুরুকে মান্য হয় হলুদ দিয়ে ৷ সেজন্য বৃহস্পতিবার হলুদ রং শুভ ৷ শুক্র হল শান্তির প্রতীক ৷ মনের সুখ-শান্তির জন্য সবসময় সাদাকে শুভ বলে মনে করা হয় ৷ শনিবার হল শনিদেবের দিন ৷ ফলে শনিবার নীল রং শুভ বলে মনে করা হয় ৷

আরও পড়ুন:

  1. বৈশাখী ভূরিভোজে পাতে থাকুক বড়ি আমতেল টক-সহ চাটনির অন্য়ান্য রেসিপি
  2. চৈত্র সংক্রন্তিতে নীলপুজো কেন করা হয়? জেনে নিন ব্রত পালনের নিয়ম
  3. নববর্ষে হালখাতা পুজোর শুভ সময় কখন, জেনে নিন

হায়দরাবাদ: আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের বিশেষ প্রভাব রয়েছে ৷ বাস্তুতে ত্রুটি থাকলে আমাদের জীবনে তার প্রভাব পড়তে পারে ৷ জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তুমতে এক একটি রং এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত ৷ তাই এক একটি রং একটি গ্রহকে প্রভাবিত করতে পারে ৷ কোন দিনে কোন রঙের পোশাক পরে বেরোলে শুভ ? জেনে নিন জ্যোতিষবিদ্যা কী বলছে...

  1. রবিবার কমলা বা লাল রং শুভ ৷
  2. সোমবার সাদা বা সিলভার রঙের পোশাক পরে বেরোতে পারেন ৷
  3. মঙ্গলবার লাল রঙের পোশাক পরা শুভ ৷
  4. বুধবার সবুজ রঙের পোশাক পরে বেরোলে ভালো ৷
  5. বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরতে পারেন ৷
  6. শুক্রবার সাদা পোশাক পরতে পারেন ৷
  7. শনিবার নীল রঙের পোশাককে শুভ বলে মনে করা হয় ৷

সপ্তাহের দিন অনুযায়ী শুভ রং সাধারণত রাশিভিত্তিক হয় ৷ এক্ষেত্রে প্রত্যেকে একই রঙের পোশাক পরে বেরবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷ জ্যোতিষী রাহুল দে’র ব্যখ্যা, সপ্তাহের সাতদিনের প্রত্যেকটিকে এক একটি গ্রহ প্রতিনিধিত্ব করে ৷ সেই হিসাবেই এই রঙের প্রভাব ৷

ররিবার সান বা সূর্য হিসাবে ধরা হয় ৷ ওই দিন কমলা বা লাল রং বলে ধরা হয় ৷ সোমবার মহাদেব বা চন্দ্রকে তুষ্ট করা হয় ৷ ফলে এই দিন সাদা বা রুপোলি রংয়ের পোশাক পরার কথাও বলা হয় ৷ এছাড়াও সাদা শান্তি ও সরলতার প্রতীক ৷ মঙ্গলবার রক্ত বা লালের প্রতীক হিসাবে ধরা হয় ৷ বুধ মানে হল বুদ্ধি ৷ ফলে বুধবার দিন সবুজ রং ভালো বলে মনে করা হয় ৷ বৃহস্পতি মানে হল গুরু ৷ ফলে বলা হয়, গুরুকে মান্য হয় হলুদ দিয়ে ৷ সেজন্য বৃহস্পতিবার হলুদ রং শুভ ৷ শুক্র হল শান্তির প্রতীক ৷ মনের সুখ-শান্তির জন্য সবসময় সাদাকে শুভ বলে মনে করা হয় ৷ শনিবার হল শনিদেবের দিন ৷ ফলে শনিবার নীল রং শুভ বলে মনে করা হয় ৷

আরও পড়ুন:

  1. বৈশাখী ভূরিভোজে পাতে থাকুক বড়ি আমতেল টক-সহ চাটনির অন্য়ান্য রেসিপি
  2. চৈত্র সংক্রন্তিতে নীলপুজো কেন করা হয়? জেনে নিন ব্রত পালনের নিয়ম
  3. নববর্ষে হালখাতা পুজোর শুভ সময় কখন, জেনে নিন
Last Updated : Apr 16, 2024, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.