নয়াদিল্লি, 10 জুলাই: সিবিআই নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলাটিকে কার্যত মান্যতা দিল বুধবার ৷ যেখানে রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, 16 নভেম্বর, 2018 সালে রাজ্যের সাধারণ সম্মতি প্রত্যাহার করা সত্ত্বেও সিবিআই বিভিন্ন মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে । সেই মামলার শুনানিতে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতর বেঞ্চ জানিয়েছে, রাজ্যের মামলা তার নিজস্ব যোগ্যতার ভিত্তিতে আইন অনুসারে চলবে ।
একই সঙ্গে, আগামী 13 অগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্য আদালত। সুপ্রিম কোর্ট গত 8 মে রাজ্যের দায়ের করা মামলার ক্ষেত্রে তাদের রায় সংরক্ষণ রেখেছিল। আইনজীবী কপিল সিব্বল, পশ্চিমবঙ্গ সরকারের তরফে যুক্তি দিয়েছিলেন, একবার রাজ্য 16 নভেম্বর, 2018 সালে তাদের সম্মতি প্রত্যাহার করে নিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের জন্য রাজ্যে প্রবেশের অনুমতি দিতে পারে না।
অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতা, কেন্দ্রীয় সরকারের তরফে শুনানিতে সওয়া করে জানান, কেন্দ্রীয় সরকার বা তাদের বিভাগগুলি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের উপর কোনও তত্ত্বাবধান বা নিয়ন্ত্রণ করে না। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলার সংরক্ষণের বিষয়ে প্রাথমিক আপত্তি তুলেছিল, দাবি করেছিল যে ভারতের ইউনিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও কারণ নেই।
পশ্চিমবঙ্গ সরকার সংবিধানের 131 অনুচ্ছেদের অধীনে কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে একটি মূল মামলা দায়ের করেছে, অভিযোগ করেছে যে রাজ্য ফেডারেল এজেন্সি মামলাগুলির তদন্তের জন্য সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেওয়া সত্ত্বেও সিবিআই এফআইআর দায়ের করছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে। এর আঞ্চলিক এখতিয়ারের মধ্যে। অনুচ্ছেদ 131 কেন্দ্র এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে বিরোধের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের সাথে সম্পর্কিত ৷