ETV Bharat / bharat

সন্দেশখালি নিয়ে তোপ দেগেই রাজভবনে মমতার মুখোমুখি মোদি, বৈঠকে ফিরহাদও - Lok Sabha Election 2024

PM Modi reaches Rajbhawan: লোকসভা নির্বাচনের আগে চলতি বছরে প্ৰথমবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আরসিটিসি হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 4:34 PM IST

Updated : Mar 1, 2024, 6:14 PM IST

একে একে রাজভবনে এসে পৌঁছলেন মোদি ও মমতা

কলকাতা, 1 মার্চ: আরামবাগের দলীয় সভা শেষে কলকাতার উদ্দেশ্য রওনা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আরসিটিসি হেলিপ্যাড থেকে সরাসরি রাজভবনে পৌঁছন মোদি। মোদিকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায, তমোঘ্ন ঘোষ-সহ একাধিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী যাওয়ার খানিকক্ষণ পর 5টা 40 মিনিট নাগাদ রাজভবনে পৌঁছন মমতা। সূত্রের খবর, সাড়ে ছ’টা নাগাদ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে ফিরহাদ হাকিম, মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও থাকতে পারেন বলে জানা গিয়েছে। রাজ্যের বকেয়া পাওনা নিয়ে দু'পক্ষের আলোচনা হতে পারে ।

আজ প্রথমবার কলকাতায় রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তাঁর যাতায়াত ও থাকা নিয়ে তৎপর রাজভবন ও রাজ্য প্রশাসন । শহর কলকাতার রাস্তাঘাটে যানবাহন চলাচল সচল রাখতে সমস্ত রকম ব্যবস্থা সেরে ফেলা হয়েছে । এসপিজির কড়া নিরাপত্তায় রাতের খাবার ও মোদির রাত্রিবাস নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা রাজভবনের অন্দরে । এরই মাঝে, বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী মমতা । রাজভবনের উদ্যোগেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে । আজ সাড়ে পাঁচটার পরে রাজভবনে ঢোকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর । তারপরেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারী তথ্য পাওয়া যায়নি ।

মুখ্যমন্ত্রীর দফতর বা রাজভবন কারও তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি । এমনকী প্রধানমন্ত্রীর দফতর থেকে যে সময়সূচি পাওয়া গিয়েছে তাতে এই বৈঠকের বিষয়ে কিছুই উল্লেখ নেই । তবে রাজভবন সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী আজ প্ৰধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতের দাবি জানিয়েছিলেন । তার ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

একে একে রাজভবনে এসে পৌঁছলেন মোদি ও মমতা

কলকাতা, 1 মার্চ: আরামবাগের দলীয় সভা শেষে কলকাতার উদ্দেশ্য রওনা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আরসিটিসি হেলিপ্যাড থেকে সরাসরি রাজভবনে পৌঁছন মোদি। মোদিকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায, তমোঘ্ন ঘোষ-সহ একাধিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী যাওয়ার খানিকক্ষণ পর 5টা 40 মিনিট নাগাদ রাজভবনে পৌঁছন মমতা। সূত্রের খবর, সাড়ে ছ’টা নাগাদ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে ফিরহাদ হাকিম, মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও থাকতে পারেন বলে জানা গিয়েছে। রাজ্যের বকেয়া পাওনা নিয়ে দু'পক্ষের আলোচনা হতে পারে ।

আজ প্রথমবার কলকাতায় রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তাঁর যাতায়াত ও থাকা নিয়ে তৎপর রাজভবন ও রাজ্য প্রশাসন । শহর কলকাতার রাস্তাঘাটে যানবাহন চলাচল সচল রাখতে সমস্ত রকম ব্যবস্থা সেরে ফেলা হয়েছে । এসপিজির কড়া নিরাপত্তায় রাতের খাবার ও মোদির রাত্রিবাস নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা রাজভবনের অন্দরে । এরই মাঝে, বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী মমতা । রাজভবনের উদ্যোগেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে । আজ সাড়ে পাঁচটার পরে রাজভবনে ঢোকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর । তারপরেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারী তথ্য পাওয়া যায়নি ।

মুখ্যমন্ত্রীর দফতর বা রাজভবন কারও তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি । এমনকী প্রধানমন্ত্রীর দফতর থেকে যে সময়সূচি পাওয়া গিয়েছে তাতে এই বৈঠকের বিষয়ে কিছুই উল্লেখ নেই । তবে রাজভবন সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী আজ প্ৰধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতের দাবি জানিয়েছিলেন । তার ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

Last Updated : Mar 1, 2024, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.