ETV Bharat / bharat

সুরক্ষায় ফস্কা গেরো ভিস্তারায় ! দুবাই বিমানের যাত্রীদের নিয়ে বড় 'ভুল' মুম্বই বিমানবন্দরে - Mumbai airport domestic terminal

Vistara major goof up: দুবাই বিমানে আসা যাত্রীদের নিয়ে বড় 'ভুল' করে ফেলল ভিস্তারা ৷ মুম্বই বিমানবন্দরে ঠিক কী ঘটেছে, তা জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Feb 5, 2024, 2:32 PM IST

মুম্বই, 5 ফেব্রুয়ারি: দুবাই থেকে আসা ভিস্তারার একটি বিমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল ৷ অভিযোগ, রবিবার অভিবাসনের প্রক্রিয়া সম্পূর্ণ না করেই, বিমান অবতরণের পরে ওই বিমানের কয়েকজন যাত্রীকে মুম্বই বিমানবন্দরের অন্তর্দেশীয় টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এ বিষয়ে বিমান সংস্থাটি বলেছে যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে অপারেটিং পদ্ধতিগুলিকে আরও কঠোর করা হবে ।

উল্লেখ্য, ভারতীয় বিমানবন্দরে আগত আন্তর্জাতিক যাত্রীদের অভিবাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়াটা বাধ্যতামূলক ৷ আর ভিস্তারার এই ঘটনাটি একটি স্পষ্ট নিরাপত্তা লঙ্ঘন । ভিস্তারার একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, কয়েকজন যাত্রীকে 'ভুল করে' আন্তর্জাতিক আগমনের পরিবর্তে অন্তর্দেশীয় আগমনকারীদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ৷ যদিও পরে এই যাত্রীদের আন্তর্জাতিক আগমনের আনুষ্ঠানিক নিয়ম সম্পন্ন করার জন্য নির্ধারিত টার্মিনালে নিয়ে যাওয়া হয় ।

ওই মুখপাত্রের কথায়, "আমাদের কয়েকজন গ্রাহক, 4 ফেব্রুয়ারি ভিস্তারা ফ্লাইট ইউকে 202-এ দুবাই থেকে মুম্বই এসেছিলেন ৷ ভুলবশত আন্তর্জাতিক আগমনের পরিবর্তে অন্তর্দেশীয় আগমনকারীদের কাছে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল ৷"

ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)-র তরফ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি । বিমানসংস্থাটি আরও বলেছে যে, এই যাত্রীদের তাঁদের আগমনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এবং তাঁদের যাত্রা শেষ করার জন্য নির্ধারিত এলাকায় নিয়ে যাওয়া হয় ৷ এবং তা নিশ্চিত করার জন্য তাঁদের নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করা হয়েছে । ভিস্তারার মুখপাত্র বলেন, "কোনও পুনরাবৃত্তি এড়াতে আমরা আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিগুলি পুনর্বিবেচনা করছি এবং আরও কঠোর করছি ৷"

এর আগে, সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলা হয়েছিল, "ভিস্তারা এয়ারলাইন্সের বড় নিরাপত্তা লঙ্ঘন। এখনই দুবাই ইউকে202 থেকে আসা সমস্ত যাত্রীকে বাসে করে অভ্যন্তরীণ টার্মিনাল গেটে নামিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ইমিগ্রেশন/কাস্টমস বাইপাস করে এই কাজ করা হয় ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. একই রানওয়েতে দু’টি বিমান, অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেল দিল্লি বিমানবন্দরে
  2. মাঝ আকাশে শিশুকন্যার জীবন বাঁচিয়ে দৃষ্টান্ত এইমস চিকিৎসকদের
  3. স্বাস্থ্যবিধি মেনে নিজের ও অপরের ভ্রমণ সুগম করুন : ভিস্তারা

মুম্বই, 5 ফেব্রুয়ারি: দুবাই থেকে আসা ভিস্তারার একটি বিমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল ৷ অভিযোগ, রবিবার অভিবাসনের প্রক্রিয়া সম্পূর্ণ না করেই, বিমান অবতরণের পরে ওই বিমানের কয়েকজন যাত্রীকে মুম্বই বিমানবন্দরের অন্তর্দেশীয় টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এ বিষয়ে বিমান সংস্থাটি বলেছে যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে অপারেটিং পদ্ধতিগুলিকে আরও কঠোর করা হবে ।

উল্লেখ্য, ভারতীয় বিমানবন্দরে আগত আন্তর্জাতিক যাত্রীদের অভিবাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়াটা বাধ্যতামূলক ৷ আর ভিস্তারার এই ঘটনাটি একটি স্পষ্ট নিরাপত্তা লঙ্ঘন । ভিস্তারার একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, কয়েকজন যাত্রীকে 'ভুল করে' আন্তর্জাতিক আগমনের পরিবর্তে অন্তর্দেশীয় আগমনকারীদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ৷ যদিও পরে এই যাত্রীদের আন্তর্জাতিক আগমনের আনুষ্ঠানিক নিয়ম সম্পন্ন করার জন্য নির্ধারিত টার্মিনালে নিয়ে যাওয়া হয় ।

ওই মুখপাত্রের কথায়, "আমাদের কয়েকজন গ্রাহক, 4 ফেব্রুয়ারি ভিস্তারা ফ্লাইট ইউকে 202-এ দুবাই থেকে মুম্বই এসেছিলেন ৷ ভুলবশত আন্তর্জাতিক আগমনের পরিবর্তে অন্তর্দেশীয় আগমনকারীদের কাছে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল ৷"

ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)-র তরফ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি । বিমানসংস্থাটি আরও বলেছে যে, এই যাত্রীদের তাঁদের আগমনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এবং তাঁদের যাত্রা শেষ করার জন্য নির্ধারিত এলাকায় নিয়ে যাওয়া হয় ৷ এবং তা নিশ্চিত করার জন্য তাঁদের নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করা হয়েছে । ভিস্তারার মুখপাত্র বলেন, "কোনও পুনরাবৃত্তি এড়াতে আমরা আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিগুলি পুনর্বিবেচনা করছি এবং আরও কঠোর করছি ৷"

এর আগে, সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলা হয়েছিল, "ভিস্তারা এয়ারলাইন্সের বড় নিরাপত্তা লঙ্ঘন। এখনই দুবাই ইউকে202 থেকে আসা সমস্ত যাত্রীকে বাসে করে অভ্যন্তরীণ টার্মিনাল গেটে নামিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ইমিগ্রেশন/কাস্টমস বাইপাস করে এই কাজ করা হয় ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. একই রানওয়েতে দু’টি বিমান, অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেল দিল্লি বিমানবন্দরে
  2. মাঝ আকাশে শিশুকন্যার জীবন বাঁচিয়ে দৃষ্টান্ত এইমস চিকিৎসকদের
  3. স্বাস্থ্যবিধি মেনে নিজের ও অপরের ভ্রমণ সুগম করুন : ভিস্তারা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.