ETV Bharat / bharat

রাত পোহালেই বাতাসে বসন্ত, ভালোবাসার দিনগুলোর তাৎপর্য জানা আছে ? - 14 ফেব্রুয়ারি

Valentine's Week 2024: ভালোবাসার মানুষদের জন্য প্রতিটি দিনই এক হলেও ভ্যালেন্টাইনস উইকের প্রতিটি দিনই বিশেষ । সপ্তাহভর শুধু উদযাপনই নয়, প্রতিটি দিনই আলাদা আলাদা অনুভূতির কথা বলে, চেনায় প্রেমের বিভিন্ন পরত ।

Valentines Week News
শুরু ভ্যালেন্টাইনের সপ্তাহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 1:38 PM IST

Updated : Feb 6, 2024, 2:44 PM IST

হায়দরাবাদ: ভালোবাসাকে বলা হয় পবিত্র অনুভূতি । নির্দিষ্ট দিনের আগলে তাকে কী বাঁধা যায় ? সে নদীর মতোই খরস্রোতা । ভালোবাসার সপ্তাহের উদ্দেশ্য বাধ দিয়ে আটকানো নয়, তার স্রোতে আরও ভেসে যাওয়া । এই সাতদিন যেন ক্রাশ, সঙ্গী বা কাছের মানুষদের কাছে ভালোবাসা প্রকাশ করার হাই টাইম । কাপলদের জন্য এই সপ্তাহ উৎসবের চেয়ে কম নয় ।

ডেটে যাওয়া, প্রেয়সীকে পছন্দের উপহার দেওয়া থেকে প্রেমের আবেগে ভেসে যাওয়া, এই সাতদিন কাটে হই-হুল্লোড়ে ৷ সপ্তাহব্যাপী উৎসবের শেষে আসে রেড লেটার ডে, ভ্যালেন্টাইনস ডে । তার আগে সাতদিন ধরে চলে রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে এবং কিস ডে । কোন দিনটি কেন পালিত হয় এবং তাদের তাৎপর্য জেনে নিন ।

ভ্যালেন্টাইন উইক 2024: বিশেষ তারিখ এবং তাৎপর্য (Valentine's Week 2024: Special Dates and Significance)

7 ফেব্রুয়ারি, রোজ ডে: ভ্যালেন্টাইনের সপ্তাহটি রোজ ডে দিয়ে শুরু হয়, যা 7 ফেব্রুয়ারি পালিত হয়। এই দিনে, লোকেরা তাদের কাছের ব্যক্তি, ক্রাশ বা প্রেয়সীদের ভালেবাসা প্রকাশ করে । আর ভালোবাসার প্রকাশে আদি-অনন্তকাল ধরে হাতিয়ার গোলাপ । গোলাপের আলাদ আলাদা রঙেরও অনেক গুরুত্ব রয়েছে । লাল গোলাপ মানে ভালোবাসা, হলুদ মানে বন্ধুত্ব, গোলাপী মানে কৃতজ্ঞতা ইত্যাদি ।

8 ফেব্রুয়ারি, প্রপোজ ডে: রোজ ডে-র পর আসে প্রপোজ ডে । দুরুদুরু বুকে প্রেয়সীকে মনের কথা জানানো হোক কিংবা দীর্ঘদিনের প্রেমিকাকে বিবাহ-প্রস্তাব দেওয়া, মনের উদগ্র বাসনা মুখে আনার জন্য এরচেয়ে ভালোদিন আর কি হতে পারে ।

9 ফেব্রুয়ারি, চকলেট ডে: রাগ ভাঙানো থেকে শুরু করে মনের কথা জানিয়ে দেওয়া, হাতে চকলেট থাকলেই কেল্লাফতে ৷ ফলে এই বিশেষ দিনে একে অপরকে উপহার হিসাবে চকলেট দেয় প্রেমিক-প্রেমিকারা ।

10 ফেব্রুয়ারি, টেডি ডে: ভ্যালেন্টাইনস সপ্তাহের চতুর্থ দিনে পালিত হয় টেডি ডে । সঙ্গীকে উপহার হিসাবে টেডি বিয়ার দেওয়া হয় । শুধু ভালোবাসাই নয়, অবসর সময়ে আপনার কথাই মনে করাবে আপনার দেওয়া উপহার ।

11 ফেব্রুয়ারি, প্রমিস ডে: ভালোবাসা মনে সুখে-দুঃখে একসঙ্গে থাকা । কঠিন সময়ই সম্পর্ককে আরও দৃঢ় করে । ফলে এইদিনে সঙ্গীকে জানিয়ে দিন, আপনার ভালোবাসার ভীত কতটা গভীর ।

12 ফেব্রুয়ারি, হাগ ডে: প্রিয়জনের বাহুডোরেই ভালোবাসার অনুভূতি সবচেয়ে গাঢ় হয় । প্রেমসাগরে ভাসতে থাকা নাবিকরা বলে থাকেন, শব্দহীন হয়ে, প্রিয়জনের আলিঙ্গনেই প্রেমের মাধুর্য্য সবচেয়ে খাঁটি হয় ।

13 ফেব্রুয়ারি, কিস ডে: কপালে আলতো চুমো থেকে প্রেয়সীর ওষ্ঠে ডুব দেওয়া । চুম্বনের প্রকারভেদ বুঝতে গেলে এক জীবনও কম পড়বে । সম্পর্কের শীতলতা কাটে, সহজ সমীকরণে বাড়ায় উষ্ণতাও ।

14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে: ঘাম ঝরানো টুর্নামেন্টের পর হাইভোল্টেজ ফাইনাল । 7 দিনের প্রেম-পরীক্ষা উতরে আসে রেড লেটার ডে । ডেটে যাওয়া, একসঙ্গে সময় কাটানো তো বটেই, ভালোবাসার অনুভূতি আরও পোক্ত করে এই দিন । প্রেমরসে মুখ ডুবিয়ে সেই স্বাদ যাপন করার দিন, ভ্যালেন্টাইন্স ডে ।

আরও পড়ুন:

  1. আজ বিশ্ব চকলেট দিবস ! ইতিহাস থেকে তাৎপর্য জেনে নিন বিশদে
  2. রোজ ডে'তে প্রেমে থাকুন, গোলাপের ছোঁয়ায় রাঙান প্রেয়সীর হৃদয়
  3. ডায়েটে রাখুন এই সবজি, কমবে চুল পড়ার সমস্যা

হায়দরাবাদ: ভালোবাসাকে বলা হয় পবিত্র অনুভূতি । নির্দিষ্ট দিনের আগলে তাকে কী বাঁধা যায় ? সে নদীর মতোই খরস্রোতা । ভালোবাসার সপ্তাহের উদ্দেশ্য বাধ দিয়ে আটকানো নয়, তার স্রোতে আরও ভেসে যাওয়া । এই সাতদিন যেন ক্রাশ, সঙ্গী বা কাছের মানুষদের কাছে ভালোবাসা প্রকাশ করার হাই টাইম । কাপলদের জন্য এই সপ্তাহ উৎসবের চেয়ে কম নয় ।

ডেটে যাওয়া, প্রেয়সীকে পছন্দের উপহার দেওয়া থেকে প্রেমের আবেগে ভেসে যাওয়া, এই সাতদিন কাটে হই-হুল্লোড়ে ৷ সপ্তাহব্যাপী উৎসবের শেষে আসে রেড লেটার ডে, ভ্যালেন্টাইনস ডে । তার আগে সাতদিন ধরে চলে রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে এবং কিস ডে । কোন দিনটি কেন পালিত হয় এবং তাদের তাৎপর্য জেনে নিন ।

ভ্যালেন্টাইন উইক 2024: বিশেষ তারিখ এবং তাৎপর্য (Valentine's Week 2024: Special Dates and Significance)

7 ফেব্রুয়ারি, রোজ ডে: ভ্যালেন্টাইনের সপ্তাহটি রোজ ডে দিয়ে শুরু হয়, যা 7 ফেব্রুয়ারি পালিত হয়। এই দিনে, লোকেরা তাদের কাছের ব্যক্তি, ক্রাশ বা প্রেয়সীদের ভালেবাসা প্রকাশ করে । আর ভালোবাসার প্রকাশে আদি-অনন্তকাল ধরে হাতিয়ার গোলাপ । গোলাপের আলাদ আলাদা রঙেরও অনেক গুরুত্ব রয়েছে । লাল গোলাপ মানে ভালোবাসা, হলুদ মানে বন্ধুত্ব, গোলাপী মানে কৃতজ্ঞতা ইত্যাদি ।

8 ফেব্রুয়ারি, প্রপোজ ডে: রোজ ডে-র পর আসে প্রপোজ ডে । দুরুদুরু বুকে প্রেয়সীকে মনের কথা জানানো হোক কিংবা দীর্ঘদিনের প্রেমিকাকে বিবাহ-প্রস্তাব দেওয়া, মনের উদগ্র বাসনা মুখে আনার জন্য এরচেয়ে ভালোদিন আর কি হতে পারে ।

9 ফেব্রুয়ারি, চকলেট ডে: রাগ ভাঙানো থেকে শুরু করে মনের কথা জানিয়ে দেওয়া, হাতে চকলেট থাকলেই কেল্লাফতে ৷ ফলে এই বিশেষ দিনে একে অপরকে উপহার হিসাবে চকলেট দেয় প্রেমিক-প্রেমিকারা ।

10 ফেব্রুয়ারি, টেডি ডে: ভ্যালেন্টাইনস সপ্তাহের চতুর্থ দিনে পালিত হয় টেডি ডে । সঙ্গীকে উপহার হিসাবে টেডি বিয়ার দেওয়া হয় । শুধু ভালোবাসাই নয়, অবসর সময়ে আপনার কথাই মনে করাবে আপনার দেওয়া উপহার ।

11 ফেব্রুয়ারি, প্রমিস ডে: ভালোবাসা মনে সুখে-দুঃখে একসঙ্গে থাকা । কঠিন সময়ই সম্পর্ককে আরও দৃঢ় করে । ফলে এইদিনে সঙ্গীকে জানিয়ে দিন, আপনার ভালোবাসার ভীত কতটা গভীর ।

12 ফেব্রুয়ারি, হাগ ডে: প্রিয়জনের বাহুডোরেই ভালোবাসার অনুভূতি সবচেয়ে গাঢ় হয় । প্রেমসাগরে ভাসতে থাকা নাবিকরা বলে থাকেন, শব্দহীন হয়ে, প্রিয়জনের আলিঙ্গনেই প্রেমের মাধুর্য্য সবচেয়ে খাঁটি হয় ।

13 ফেব্রুয়ারি, কিস ডে: কপালে আলতো চুমো থেকে প্রেয়সীর ওষ্ঠে ডুব দেওয়া । চুম্বনের প্রকারভেদ বুঝতে গেলে এক জীবনও কম পড়বে । সম্পর্কের শীতলতা কাটে, সহজ সমীকরণে বাড়ায় উষ্ণতাও ।

14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে: ঘাম ঝরানো টুর্নামেন্টের পর হাইভোল্টেজ ফাইনাল । 7 দিনের প্রেম-পরীক্ষা উতরে আসে রেড লেটার ডে । ডেটে যাওয়া, একসঙ্গে সময় কাটানো তো বটেই, ভালোবাসার অনুভূতি আরও পোক্ত করে এই দিন । প্রেমরসে মুখ ডুবিয়ে সেই স্বাদ যাপন করার দিন, ভ্যালেন্টাইন্স ডে ।

আরও পড়ুন:

  1. আজ বিশ্ব চকলেট দিবস ! ইতিহাস থেকে তাৎপর্য জেনে নিন বিশদে
  2. রোজ ডে'তে প্রেমে থাকুন, গোলাপের ছোঁয়ায় রাঙান প্রেয়সীর হৃদয়
  3. ডায়েটে রাখুন এই সবজি, কমবে চুল পড়ার সমস্যা
Last Updated : Feb 6, 2024, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.