দেরাদুন, 7 ফেব্রুয়ারি: বুধবার উত্তরাখণ্ডে পাশ হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বা অভিন্ন দেওয়ানি বিধি বিল ৷ দেশে তারাই প্রথম রাজ্য যারা এই বিল পাশ করল ৷ এই বিল আইনে পরিণত হলে বিয়ে, উত্তরাধিকার ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে দেশের সব সম্প্রদায়ের জন্য অভিন্ন আইন মেনে চলা হবে ৷
এ দিন বিধানসভায় 'জয় শ্রী রাম' স্লোগানের মধ্যেই ধ্বনি ভোটে পাশ হয়ে যায় এই বিল ৷ যদিও বিরোধী কংগ্রেস সদস্যরা বিলটিকে বিধানসভার সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন । বিলটি পাশ হওয়ার কিছুক্ষণ আগেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, অন্যান্য রাজ্যগুলিরও অনুরূপ আইন নিয়ে আসা উচিত ।
বিধানসভায় এই বিল নিয়ে ভাষণের সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "এটি কোনও সাধারণ বিল নয়... ভারত একটি বিশাল দেশ ৷ তবে আমাদের রাজ্য ইতিহাস তৈরি করার এবং পুরো দেশকে একটি দিকনির্দেশ দেওয়ার সুযোগ পেয়েছে...সংবিধান প্রণেতারা যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবে হতে চলেছে। দেশের অন্যান্য রাজ্যগুলিরও একই দিকে অগ্রসর হওয়া উচিত...আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি ৷"
এর আগে, বিরোধী বিধায়করা বলেছিলেন যে, তাঁরা ইউসিসি বিলের বিরোধিতা করছেন না ৷ তবে এর বিধানগুলি বিশদভাবে পরীক্ষা করা দরকার, যাতে এটি পাশ করার আগে এর ত্রুটিগুলি দূর করা যায় ।
বিধানসভায় বিরোধী দলের ডেপুটি লিডার ভুবন চন্দ্র কাপ্রি বলেন, লিভ-ইন সম্পর্কের নিবন্ধন এবং প্রস্তাবিত বিলে 21 বছরের কমবয়সি লিভ-ইন পার্টনারদের বাবা-মাকে জানানোর বিধানগুলি তরুণ প্রাপ্তবয়স্কদের গোপনীয়তার লঙ্ঘন । তিনি আরও বলেন, বিবাহের বাধ্যতামূলক নিবন্ধন, বাল্যবিবাহ নিষেধাজ্ঞা এবং ন্যূনতম বিবাহযোগ্য বয়সের মতো এর অনেক বিধান রয়েছে এবং নতুন কিছু এই বিলে নেই ।
তাঁর কথায়, "ইউসিসির খসড়া তৈরি করতে 20 মাস সময় নিয়েছে যে কমিটি, মনে হচ্ছে তারা যে আইনগুলি ইতিমধ্যেই বিদ্যমান ছিল তার কাট, কপি এবং পেস্ট করেছে ৷" লাকসার বিধায়ক শাহজাদ অভিযোগ করেছেন যে, ইউসিসি বিল মুসলমানদের ধর্মীয় অধিকারকে খর্ব করেছে । তিনি আরও বলেন, পিতা-মাতার সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান উত্তরাধিকারের অধিকারের জন্য নারী ভ্রূণহত্যা বাড়বে ৷
চাকরাতার বিধায়ক প্রীতম সিং ইউসিসির বিধানের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলেন । তিনি বলেন, "বিলে বলা হয়েছে যে, এর বিধানগুলি রাজ্যের বাইরে বসবাসকারী উত্তরাখণ্ডের লোকদের জন্য প্রযোজ্য হবে, তবে এটি কীভাবে কার্যকর হবে ? অদ্ভুত পরিস্থিতি৷" লিভ-ইন সম্পর্কের বিষয়ে বিলে প্রণীত বিধান সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টও বলেছে লিভ-ইন সম্পর্কের নিবন্ধন একটি 'বোকা বোকা ধারণা'।
বিকাশ নগরের বিধায়ক মুন্না সিং চৌহান আক্রমণাত্মকভাবে বিলটির পক্ষে সওয়াল করে বলেছেন যে, ইউসিসি দেশের প্রতিষ্ঠাতা পিতাদের প্রতিশ্রুতি । (এজেন্সি ইনপুট সহ)
আরও পড়ুন: